![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বাংলাদেশ এর সকল প্রধান প্রধান রাজনৈতিক দলের জাতীয় নেতাগনের প্রেস ব্রিফিং ।।
**************
দশম জাতীয় সংসদ নির্বাচন এর জন্য প্রধান মন্ত্রী কে, এ এইচ এম
এরশাদ বলেন ক্ষমতার নিয়ন্ত্রন নিজের মধ্য রেখে সর্বদলীয় কমিটি
গটন প্রহসন ছাড়া কিছুই নয় । পদত্যগ করুন এবং সাংবাধানিক
গটনতন্ত্রের মাধ্যমে দশম জাতীয় নির্বাচন কে সব দলের জন্য নিরপ্রেক্ষ ভুমিকা পালন করুন ।।
বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেন , সব মন্ত্রী পদত্যগ করল এবার বঙ্গকন্যা আপনিও পদত্যগ করুন , আমরা চাই এক্যমতের মাধ্যমে
দশম জাতীয় নির্বাচন ।।
জাসদ এর প্রধান হাছানুল ইনু বলেন , আমরা পদত্যগ করেছি
এবং সর্বদলীয় কমিটি গটন এর রূপরেখা থাকবে রাস্টপতির
দায়িত্বে ।।
বাসদ এবং সিপিবি নেতাগন বলেন , আপনারা দেশের জনগনের
স্বার্থে নিরাপত্তা এবং শান্তি যাতে বিগ্নিত না হয় উভয় জুট এর
মিলন বা এক্য সমঝোতা সময়ের জন্য হবে এক ঐতিহাসিক
দলিল ।।
সহিংসতা বর্জন করুন এবং দেশ ও গনমানুষের শান্তি আনয়নে
ক্ষমতার অপব্যাবহার করবেন না ।।
আমি সেই স্থলে ঘোষণা দেই , হরতাল ইসু কি , কেন ,
এ পর্যন্ত সারা বাংলাদেশ এর বিভিন্ন স্থানে হরতাল কারি এবং
হরতাল প্রতিরোধ কারি দের সংঘর্ষে এ পর্যন্ত ১ বছরে পায় ৪০০
মানুষ খুন হয়েছে ।।
পশুদের দ্বারা , নারি শিশু সহ অবাধে ধর্ষিত হয়েছে প্রায় ৫০০
এর উপর বাঙালী ।।
আগুন লেগে গারমেন্স শ্রমিক সহ পুড়ে মরেছে ২০০০ এর উপর
মানুষ ।।
পুলিশের গুলিতে নিহত হয়েছে প্রায় ৩০০ এর উপর জনতা ।।
প্রধান প্রধান রাজনৈতিক বিরুধি বিভিন্ন নেতাদের করা হয়েছে
হয়রানী ও গ্রেফতার ।।
হলমার্ক ও পদ্মা সেতুর দুর্নীতি সহ ঘায়েব করা হয়েছে সরকারি
উন্নয়ন মুলক কাজে ব্যাবহৃত হাজার হাজার কোটি টাকা ।।
অবৈধ ভাবে দখল করা হয়েছে নানা সরকারী খাস জমি এবং স্থাপনা ।।
সংসদে বিরুধি দল নেই তাই এত সব চুরি , ডাকাতির হিসাব
কে রাখে , সব এরা ভোগ দখল করে জনগনের অধিকার হরন
করে যা ইচ্ছা তাই মন মত ভাবে বাকশালি পন্থায় এখনও ক্ষমতায় টিকে থাকতে চায় ।।
সংবাদ পত্র এবং তথ্য স্বাধীনতা হরন করে সরকার বিভিন্ন সাংবাদিক মহল এর মুখ বন্ধ করে দিতে তারা চালায় নির্যাতন
হত্তা , তার বড় প্রমান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ।।
ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই পনে ৫ বছরে আমেরিকার দালাল ভারতীয় ছিট মহল দের নিকট বাংলাদেশের এক তৃতীয়াংশ ভুমি এঞ্জিও প্রগ্রামের আওতায় লিজ দিয়ে বাংলার
জনজীবন কে করেছে পদাঘাত ।। টিপাইমুখ খাল , টাঙ্গুয়ার
হাওড় , সুন্দরবন রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেত্র
সহ শেয়ার বাজার এবং গুরুত্ব পূর্ণ পর্যটন এলাকা কে তাদের
নিকট লিজ দিয়ে বিনিময়ে কি পেল বাংলাদেশ ।
বরং ভারতীয় রা ফেলানিকে হত্তা করল , বৃদ্ধ এক লোক কে বিনা
অপরাধে ফাঁসীর কাস্টে জুলিয়ে দিল , শত শত গরু ব্যাবসায়ি ও যুবক কে
ধরে নিয়ে গুলি করে মারল ।।
শুধুই তাই নয় , এ সরকারের উন্নয়ন শুধু অঞ্চল ভিত্তিক , অবহেলিত গ্রামগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়ন আজও মেলেনি ।।
ক্ষমতা সিন ও বিরুধি জুট এর মধ্য বিরাট রাজনৈতিক
ব্যাবদান থাকায় , মাঝখানে সন্ত্রাসীরা ছিল বেশি তৎপর ।। যার
ফলে সারা বাংলাদেশের গনমানুষ এখনও অতিস্ট , আতংকিত ।।
আমরা আমাদের দেশ কে আর পরাধীনতার দিকে নিয়ে যেতে
চাইনা , চাই সব দলের অংশ গ্রহনে একটি জাতীয় সর্বদলীয়
এক্যমতের সরকার ।।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: কার দায়
*******
জনতা কি এতই বোকা
তারাও এক এক জন হিটলার
আর যারা রাজ্য চালায়
কত যে দরদ তাদের ক্ষমতার
মানুষ মরুক দূর হোক কাটা
চাই টিকে থাকার মন্ত্র
একটা মাত্র রায় , যাকে কয় ভোট
ক্ষেমতার কত রঙ
দেখি আরও কত যরযন্ত্র ।।
রায় বড় না স্বাধীনতা বড়
মানবতা হয় লিন
বিচারের নামে কত প্রহসন
চুর দের দিয়ে ছাতা , বাজায় মরন বীণ ।।
১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: গটনমুলক সমালোচনার জন্য ধন্যবাদ
২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: এটা যৌক্তিক দাবী। দেশের বেশির ভাগ মানুষ এটাই চায়।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: তাই যেন হয়
বিশ্বাস যোগ্য নির্বাচনে এক হওয়া সময়ের দাবী , সমালোচনায়
ধন্যবাদ ।।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি কি চান ?? শুনলাম বিম্পি তত্ত্বাবধায়ক সরকার আইলে ব্লগ বন্ধ কৈরা দিবো । আপনি কিছু শোনেছেন নাকি এই ব্যাপারে পরিবেশ বন্ধু ??
রাজনৈতিক পোস্টে প্লাস ।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: একই জিজ্ঞাসা /
কমেন্টে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনারা কাকস্য নীতিতে চলছেনতো। তাই বুঝেও বোঝৈন না!

!!!

সিটি সিগনালে সবই বুঝে আবার কিসুই বোঝেন না!!!
তবে মাথার আউলানি দেইখা পাবলিক হাসে
ঐ গপ্পের মতোন-
এক বোকারে সবাই তার বোকামীর জন্য বেক্কল ডাকত।
সে বিরক্ত হইয়া ভাবল অনেক দূরে চলৈ যাবে! ভ্যাস চলে এলো অনেক দূরে!
ওখঅনে তার আচরন দেখে কিছুপরেই আওয়াজ আসল -এই বেক্কল এনে কি করস?
সেতো মহা তাজ্জব!!!
আরে এই এতদূরেও ওরা আমার নাম জানল কেমতে????
তিনারা তেমনি তাজ্জবের খেলায় আছেন এখন!!!! তার উপ্রে আবার ইসমার্ট ভাব - ভাব ধরে দূর আমারে ডাকেনাই মনে হয়(পাবলিক বুঝৈ নাই মনে হয়