নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক সংলাপ , কোন পথে বাংলার ভবিষ্যৎ ।।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

আলোচনা আর সংলাপ , কোনপথে বাংলার ভবিষ্যৎ ।।

***********

ভারত মনে করে বাংলাদেশ আজও তাদের একটি প্রদেশ ।। আমাদের স্বাধীনতা অর্জন ৭১ এ ১৪ ই ডিসেম্ভর , ৩০ লক্ষ + ২ লক্ষ

শহীদ এর রক্তে গড়া অর্জিত স্বাধীনতা আজও ছুটদের খেলার পুতুল

এর মত , আমরা যারা ক্ষমতায় আসি, তাদের ছত্রছায়ায় বাঙালি

আম জনতা কতটুকু সুখি বা নিরাপদ , স্বাভাবিক প্রশ্ন থাকে ।।

এই ৪২ বছরের স্বাধীন বাংলায় এ পর্যন্ত খুন হয়েছে প্রায় অর্ধ লক্ষ

নেতাকর্মী সহ সুশীল সমাজের মানুষ ।।

এবং আরও ৪০ লক্ষ সাধারন আম জনতা ।।

নিরহারা ঝড়ের তাণ্ডবে পরিবেশ যখন বিপর্যস্ত , তখন ঘর মুখু মানুষের স্বজন হারা করুণ আর্ত বিলাপের নিরব বোবা কান্নার যে

চিত্র ,আজও তাদের হৃদস্পন্দন মাটির মমতা ধুয়ে কানে কানে বাজে অশ্রু ভারাক্রান্ত জাতীর সেই দীর্ঘশ্বাস ।।

ক্ষমতায় পালা বদল হয় , মানুষ আবারও স্বপ্ন দেখে বাঁচার আকুলতায় , যুদ্ধ বিধ্বস্ত জাতী শোক লালন করে বাধে ঘর ।

আসে জীবনের চাঞ্চল্য , ধিরে ধিরে মানুষ আবার সংঘটিত হয় ,

বন্যা , খরা , জলোচ্ছাস এবং প্রাকৃতিক নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে এ জাতী আজকের সভ্য দুনিয়ার নিকট পায়

স্বীকৃতি ।।

কিন্তু স্বাধীনতা কোথায় , আমরা কি আজও স্বাধীন ।।

ক্ষমতা নয় শহীদের রক্ত কে মূল্যায়ন দিন , একটি জাতীকে

মাথা তুলে বাঁচার যে স্বপ্ন তা আর আমরা একটু ভুলের জন্য

হারাতে চাইনা ।।

হে প্রিয় কাণ্ডারি এবং বাংলার জনগনের ত্রান তরি ,

আপনারা যে কোন মুল্য হোক একত্রে সমঝোতায় এক্য স্থাপনের মাধ্যমে ১৬ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে , আরেকবার

জনতার স্বাধীনতা ও গৌরব নিরাপদ ভুমিকায় একতার ভিত কে

শক্তি শালী দেখতে চাই ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: মুক্ত পত্র
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০ |
শেয়ারঃ
0 0

মাননীয় প্রধান মন্ত্রীর নিকট মুক্ত পত্র , আমার সাফ কথা ।।
পরিবেশ বন্ধু কবি ।।
**********
নিজেদের সম্মান নিজেরা না রাখলে নিজের কবরে নিজেরাই পড়বেন ।।
আপনি জাতীয় নেতা বা প্রধান মন্ত্রী , আপনি যেখানেই যান , বিশ্ব বিবেক বা সামাজিক সুসম্পর্ক এবং যোগাযোগ অবশ্যই আপনার সাথে ভাল আচরন করবে ।। ভাল কাজের জন্য
ভাল সম্মান বা গৌরব আপনাকে না দেশ কে দেবে ।।
অবিকল চেয়ার বা রাস্ট ক্ষমতায় দেশের সম্মান তো তাঁরাও এনেছিল , প্রয়াত রাস্টপতি শহীদ
ল্যান্স জেনারেল জিয়াউর রহমান , ও ক্যাপ্টেন ল্যান্স জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদ , তারা
উভয় জনই জাতীয় সংঘের বিশেষ পদ আলংকিত করেছিল ।। সেই সম্মান যদি বিনষ্ট হয় তাহলে দেশ এবং জাতীয়তার গৌরব বা সম্মান কোথায় থাকবে ।।
বঙ্গবন্ধু আপনার পিতা , ঐ বঙ্গভবন তো বাংলারই ঐতিহাসিক দলিল , আপনি নিজে বলেছেন
জিয়াউর রহমান সাহেব কে আমার পিতা শেখ মুজিবুর রহমান তাকে নিম্ন পদ থেকে উচ্ছ পদে
অধিষ্ঠিত করেছিলেন ।।
তারপর অনেক ক্ষমতার পালা বদল এবং অনেক নাটকের প্রহসন ।।
আপনি ক্ষমতায় এসে আপনার যে চেয়ার সেই চেয়ারের অবমূল্যায়ন আপনার দ্বারাই আবার
নিমজ্জিত হচ্ছে , আপনার ক্ষমতা একটু ও নেই ক্ষমতা সব জনগনের । জনগন রায় যা দেবে তারাই আগামিতে গঠন করবে সংখ্যা গরিষ্ঠ সরকার ।।
আপনি মানুষ হয়ে মানুষ এর উপর নির্বিচারে গনতন্ত্রের কথা বলে আপনি নিজেই গনতস্ত্রকে
গলা টিপে হত্তা করছেন ।।

দেশের ১৬ কোটি মানুষ আজ বাক স্বাধীনতা হারিয়ে পাচ্ছেনা নিজেদের অধিকার , আপনি
জনতার অধিকার হরন করে আরও রক্ত শোষক দালাল দের শকুন দৃষ্টি ভঙ্গিকে বাংলার উপর
প্রভাবিত করবেন না ।।
আপনি সব দলের সব নেতা কর্মীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন এবং নতুন দের
উৎসাহিত করুন ।।
জয় আসুক , তারেক রা আসুক ।।
আবার সংসদ নতুনদের পদচারনায় উজ্জীবিত হোক এ জাতী , যারা চলে যায় তাদের
শুন্যস্থান পুড়ন করে নব নবীনেরা ।।
তেমনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু , উত্তম নেতার
ছাত্র উত্তম হয় ।।
আমরা চাই দূর হোক বাধা
নষ্ট অতিত আর জড়া জীর্ণতা
দাও নব নবীনের লাগি উজ্জ্বল আলোকিত সমাজ
দাও জীবনের মুক্ত স্বাধীনতা
দূর হোক অন্ধ বৈরি , কুসংস্কার
সাজাও নতুন সুরে বাঙ্গালী অভিযাত্রীদের
নব ভেরী বাজাও , চালাও দিকে দিকে অনির্বাণ শিখা জ্বেলে
দিপ্ত আওয়াজে একতার কুজকাওয়াজ ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.