নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

নূর নবী হজরত ঈমান ও ইসলামের মুল ।।

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

নুর নবী হযরত মোহাম্মদ সা চাঁদ কে ইশারায় দু টুকরা করেছিলেন ।

*************

দার্শনিক সুবক্তা কবি আল্লামা মোহাম্মদ মাসউদ মিয়া শাহি

***********



ইসলাম প্রাথমিক পর্যায়ে নবীজীর চাচা আবুজাহেল গোড় পুত্তলিক

ছিলেন , তার অত্যাচার যুলুম নবীজী ও ইসলামের উপর যেমন দিন দিন বাড়তে লাগল তেমনি

নবীজীর অনুসারিও বৃদ্ধি পেতে লাগল ।



আল্লাহ জিব্রাইল আ এর মাধ্যমে জানিয়ে দিলেন দেশের বাইরেও

ইসলামের দাওয়াত যথাযত পৌঁছে যাক ।

নবীজী আরও অনেকের মত দুত মারফত মিসরের বাদশা সালামত কে নবীজীর সীলমোহর অংকিত পত্র দাওয়াত দিলেন ।



বাদশা নবীজীর সত্য বানী উপলব্দি করে কয়েক হাজার আমির ওমরা

সহ মক্কায় অবস্থান করলে , কুরাইশ সরদার আবুজাহেল বাদশাকে

আপ্যায়নের ব্যবস্থা করেন এবং মক্কার প্রধান প্রধান নেতৃস্থানীয়

লোকদের নিয়ে শাহি বৈঠকে বসেন ।



সংবাদ পেয়ে নবীজী সভাস্থলে উপস্থিত হলে মিশরের বাদশা সম্মান

জানিয়ে নবীজীকে তাজিমের সহিত বিশিষ্ট আসনে বসার আমন্ত্রন জানান , বাদশার সাথে সাথে সমস্ত আরব মিসর ও বানিজ্য করতে আসা বহু দেশের জ্ঞানি গুনিজন দাড়িয়ে সম্মান জ্ঞাপন করেন ,

আবু জাহেল ও বসে থাকেনি ।



নবীজী মধুর সুরে কয়েকটি কোরআনের আয়াত পাঁট করেন এবং

আল্লাহর একত্ত বাদ সম্পর্কে বুঝান ।

আবুজাহেল রাগে কম্পমান হয়ে প্রস্তাব করে বসে যদি তুমি সত্য

নবী হয়ে থাক তাহলে আকাশের ঐ চাঁদকে আকাশে হাজির কর

এবং দুই টুকরা করে দেখাও , আমি কসম করে বলছি আমি আবুজাহেল মুসলমান হয়ে যাব ।



নবীজী আনন্দিত হয়ে আল্লাহর দরবারে শক্রিয়া আদায় করেন

এবং আকাশে পূর্ণিমার চাঁদ দেখা দেয় ,

চাদের দিকে শাহাদাত অংগুলি মোবারক দিয়ে ইশারা করেন ।

সঙ্গে সঙ্গে চাঁদ দুই ভাগ হয়ে একটি দক্ষিন এবং অন্যটি উত্তরে

অবস্থান নেয় ।



তখন কার সময়ে লক্ষ লক্ষ দুনিয়া বাসি এ আশ্চর্য ঘটনার সাক্ষি

আবুজাহেল বেঈমান লাফ দিয়ে চিৎকার জুড়ে দেয় মুহাম্মদ একজন শক্ত যাদুগর , নাউযুবিল্লাহ মিন যালেক ।



মিশরের বাদশা সহ শত শত লোক নবীজীর নিকট পবিত্র কলমা

পাট করেছিলেন । লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুররাছুলুল্লাহ ।

সবাই কন ছুবহান আল্লাহ ।

আবুজাহেল্ নবীজীর সাথে ২৩ বার এরুপ বেইমানি করেছেন ,



অবশেষে আল্লাহ পাক বলেন হে আমার প্রিয় হাবিব তার এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য এনে দিলেও সে দিনে আসবেনা বস্তুত

তার হৃদয় মোহর অংকিত সেথা শয়তানের বাস ইসলামের আলো

সেথা পৌঁছ বেনা ।



সমাজে এখনও আবুজাহেলের মত বহু লোকের সন্ধান মিলবে ।

আল্লাহ আমাদের সত্য সুমতে ইসলামের জুতিতে সবার জিন্দেগি

কে হেদায়েত স্বরূপ রহমত দিন , আমিন ।। চলবে

কোরআন এবং হাদিস এর সত্য দলিল ।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

সুজাহায়দার বলেছেন: "সবাই কন ছুবহান আল্লাহ"
আপনি যদি বলতেন "সবাই বলেন ছুবহান আল্লাহ" তা হলে সুন্দর হয়।

১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

পরিবেশ বন্ধু বলেছেন: ছুবহান আল্লাহ , আমিন
ধন্যবাদ

২| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:২২

মোহাম্মদ রিদওয়ান আল হাসান বলেছেন: খুব চমৎকার লিখেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.