নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বাংলার বার্তা দেশ বাসীর হৃদয়ে

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

প্রিয় দেশ ও বন্ধুগন

***********

আমি কবি , আহবায়ক কবি সমাজ বাংলাদেশ । আমি সব সমাজের

মধ্যমনি হয়ে এনেছি বাংলাদেশের এক একতার মেল বন্ধন ।।

গবেষণার মাধ্যমে সমাজের অন্ধ কুসংস্কার দুরভিত করে , সমাজের

নানা সাংস্কৃতিক পরিমণ্ডলে তুলে ধরেছি শান্তির নিশান ।।

যখন জঙ্গি দের হিংস্রতা সারা বাংলাদেশে বিভিন্ন সুশিল সমাজের উপর আঘাত , ৬৩ টি জেলায় ৫০০ এর উপড়ে বোমা হামলা , আদালত ,কোর্ট কাচারি এবং সচিবালয় ও বাংলাদেশের সকল রাস্টীয় কার্যালয় বিপর্যস্ত এবং দেশের সর্বস্তরের মানুষ আতংকিত , তখন মৃত্যু ও রক্তের হোলী খেলায় জনজীবন পঙ্গু ।

নেত্রকোনায় উদীচী শিল্প গোস্টির ৯ জন বোমা বিস্ফুরনে নিহত

আহত ২০ জনের মত ।

ময়মন সিংহ সিনামা হলে বোমা হামলায় অর্ধ শতাধিক নিহত এবং কয়েক শ মানুষ রক্তাক্ত ।।

ঢাকা ১লা বৈশাখ উদযাপন রমলার বট মুলে বোমা হামলায়

নিহত ৭ এবং রক্তাক্ত শতাধিক ।।

১৭ এবং ২১ শে আগস্ট রাজনৈতিক মঞ্চে বোমা হামলায় প্রয়াত রাস্টপতি জিল্লুর রহমান এর সহধর্মিণী আইভি রহমান সহ ১৫

জন নিহত এবং আহত শতাধিক ।।

সিলেট হজরত শাহজালাল রা এর পবিত্র মাঝারে বোমা হামলা

তিন জনের মৃত্যু এবং হাই কমিশনার সৎ শতাধিক আহত ।।

চত্রগ্রাম হাইকোর্টে ম্যাজিস্টেট সহ তিন বিচারক কে গুলি করে হত্তা , এবং সর্বশেষ বিডিয়ার বিদ্রোহ সহ সারা দেশ অচল তখন

আমাদের সামাজিক সংস্থা , সুমতে চল নাগরিক পরিষদ এই সব

কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল তিব্র প্রতিবাদ মুখর এবং ধরয শীল

ও সেবায় মজলুম নিড়িপিত মানুষের পাশে । আমরা দিয়েছি সেবা

আর্তমানবতা এবং মুমুরয দের জন্য রক্ত , ঔষধ এবং চিকিৎসা

সহায়ক ফান্ড ।।

আমাদের দুর্বার লেখনির মাধ্যমে আমরা প্রত্যক টা ঘটনার বিরুদ্ধে হয়েছি সোচ্চার এবং সেই অসংখ্য নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনে আমরা রাজপথে জানিয়েছি প্রতিবাদ ।। এবং জঙ্গিপনা ও অসামাজিক কার্যকলাপ এর বিরুদ্ধে গঠন করি

বাংলাদেশ সামাজিক সংস্থা ।।

এই সংস্থার নির্বাহী আওতায় কবি , সাংবাদিক , বুদ্ধিজিবি , শিক্ষক , আইনজীবী , ডাক্তার , ইঞ্জিনিয়ার , আলেম অয়ালামা , পীর মুর্শিদ , সংস্কৃতি কর্মী , ও

অব প্রাপ্ত সেনা অফিসার , তিন বাহিনী , আনসার , ভিডিপি সহ

সকল সুশীল সমাজের সমন্বয়ে গঠন করি সুমতে চল নাগরিক

সমাজ ।।

আমরা সারা বাংলাদেশে নানা সংস্কৃতি ও উৎসব মুখর জলসায়

মানুষদের আতঙ্কিত ভাব কে একটি জাগরন মুলক পরিবেশে

নিয়ে আসি এবং আমাদের সর্বোত্তম সহযোগিতায় পুলিশ , র‍্যাব

সহ নানা গোয়েন্দা সংস্থা সার্বিক সহযোগিতা নিয়ে জঙ্গি প্রধান

আব্দুর রহমান ও বাংলাভাই কে ধরতে সক্ষম লাভ করে ।।

আমাদের অভিযানে এরশাদ সিকদার সহ বর বড় ক্রাইম এ জড়িত ডাকাত এবং কুচক্রী মহল কে পরাজিত করে আমরা

বাংলাদেশ কে নিরাপদ অবস্থানে নিয়ে আসি ।।

আমাদের দুরন্ত অভিযাত্রা কে দমিয়ে দেয়ার জন্য আবারও

আমাদের উপর গুপ্ত হামলা আসে ।

আমরা সিলেট বাদশাগঞ্জে ডাক দেই ঐতিহাসিক গনযাত্রা

বাসদ , সিপিবি , জাতীয় পার্টি , জাসদ এবং জাতীয় শ্রমিক সমাজ আওমি সমাজ , এবং অন্যান্য দল সহ আমরা গঠন করি বাংলাদেশ গণতান্ত্রিক ফ্রন্ট ।।

এবং ভঙ্গুর আঘাত প্রাপ্ত সমাজের স্থিতিশিলতা ফিরিয়ে আনার

লক্ষ্য আমরা গঠন করি , জাতীয় তেল , গ্যাস রক্ষা কমিটি ।।

বাংলাদেশের বনাঞ্চল যখন অবৈধ ভাবে চুর দের যোগ সাজসে

নিধন হচ্ছে তখন আমরা গঠন করি , জাতীয় বৃক্ষ রূপণ কমিটি

বিদ্যালয়ে যখন সন্ত্রাসের রাজত্ব , তখন আমরা গঠন করি

জাতীয় ছাত্র এক্য পরিষদ ।।

তৃণ মুল থেকে যখন চাষি , জেলে , ও অবহেলিত মানুষের ভগ্ন

পিরীত দশা তখন আমরা গঠন করি বাংলাদেশ কৃষক সংগ্রাম

সমিতি ।।

যখন ইসলামের উপর , ধমের উপর আঘাত তখন আমরা গঠন

করি সারা বাংলাদেশে মাঝার রক্ষা ও তরিকত এক্য বাংলাদেশ ।।

আমরা গবেষণার মাধ্যমে আই পি এম ট্রেনিং এর আততায়

কৃষক দের দেই সহযোগিতা । মৎস্য জীবীদের দেই সহযোগিতা ।।

আমরা আমাদের সমাজ ব্যাবস্থার উন্নয়ন মুলক সকল কাজে

আনি বিপ্লবী চেতনা এবং

সর্বশেষ ২১ শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে রূপদান , আমাদের সংঘটন এ গ্রুফ অফ মাদার লেঙ্গুয়েজ লাভার অফ দা অয়ালড , এর সাংঘটনিক সমন্বয় কমিটির অন্যতম প্রস্তাবক হিসাবে আমাদের ভুমিকা ছিল গর্বিত বাংলাদেশের এক ঐতিহাসিক দলিল ।।

প্রিয় বন্ধুগন দেশ গড়া এবং সেবার ব্রত আজও আমাদের মন কে

প্রতিনিয়ত নাড়া দেয় , কেন ধংশ এবং অরাজকতা ।।

এস সব বাঙালী আমরা আমাদের স্বাধীনতা কে আরেকবার

শত্রু মোকাবেলায় সর্বস্তরে এক্য স্থাপনের মাধ্যমে মর্যাদা ও গৌরব কে উদ্ধে তুলে ধরি ।।

বাংলাদেশ সামাজিক সংস্থার

মহাপরিচালক

এবং মিডিয়া ইন্টারন্যাট এর অন্যতম সম্পাদক , কবি , দার্শনিক

সমাজ সংস্কারক

এম , জিল্লুর রহমান মাসুদ রানা ।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

অদৃশ্য বলেছেন:




পরিবেশ বন্ধু, পরিবেশ বন্ধুর মতোই কাজ করছেন... শুভেচ্ছা জানালাম

শুভকামনা...

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ গটন মুলক মন্তব্য
শুভকামনা

২| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন, শুভ কামনা।

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: মন্তব্য করার জন্য নিরন্তর
শুভকামনা

৩| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: অদৃশ্য বলেছেন:

পরিবেশ বন্ধু, পরিবেশ বন্ধুর মতোই কাজ করছেন...
[/sb

আমিও একমত । ভাল থাকুন ভাই ।

শুভকামনা রইল ।

২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: পড়া এবং মন্তব্যর জন্য ধন্যবাদ
ভাল থাকেন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.