নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আজকের ভাবনা , এবং ভবিষ্যৎ বাংলা ।।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭

সম্পাদকীয় মতামত

****************** অদ্ভুত উটের বাহনে চলছে দেশ

********* পরিবেশ বন্ধুর সম্পাদকীয় মতামত ।।

************



এক দিকে নতুন জুট ঘোষণা সাবেক প্রেসিডেন্ট হু মু এরশাদ এর , ইসলামী ওলামা বুজুর্গদের

সাথে লবিং আর অন্যাদিকে আরেকটি জুট গঠনের প্রক্রিয়ায় বঙ্গবীর কাদের সিদ্দিক , ডঃ কামাল

হোসেন , বাসদ , সিপিবি সহ বাম নেতাদের ।।

এর মধ্য বিএন, পি জামাত জুট তাদের চিরায়ত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশ আজ

অচল ।।

আওমি পন্থীদের ৩০০ আসনে টিকেট বিক্রির জয় ।।

দেশ আসলে কোনদিকে ।।

জনমনে আতঙ্ক , এর মধ্য শ্রমিক বিদ্রোহ ন্যায্য বেতন ভাতার দাবিতে ।

স্কুল , মাত্রাসা , কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত ।।

এই সমসাময়িক দুর্ভোগ কি জাতীর জন্য একটি অশনি সংকেত নয় ।।

বড় দুই জুট এর মিল মিশ না হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে ।।

এখন এ সমস্যা উত্তুরনে একমাত্র বাংলাদেশ সেনা বাহিনীর ভুমিকা হবে মাঠ পর্যায়ে স্থিতিশীল

পরিবেশ ও শান্তির মডেল ।।

সারা বাংলাদেশে সহিংসতায় এ পর্যন্ত পুলিশ , বিজিবি , র‍্যাব নেতাকর্মী সহ নিহত ২০ এর

উপরে , আহত কয়েক হাজার , ভাংচুর ও ককটেল বিস্ফুরণে শত শত গাড়ি বাস সহ নানা প্রতিষ্ঠান জ্বলে ছাই ।।

মানুষের খুনি প্রতিহিংসা দিন দিন বাড়ে বৈ কমেনা ।। সত্য কথা একদলের একটি নেতা কর্মী

এভাবে প্রান হারালে যুগ যুগ চলতে থাকে সেই খুন এর জবাব দেয়ার ।।

সমাজ আজ কুলুসিত , এর জন্য সব রাজনৈতিক প্রধানদের মুল্য দিতে হবে ।।

দেশ কে আর গৃহযুদ্ধের দিকে টেলে না দিয়ে এখন দরকার এক্য স্থাপনের মধ্য আবার দেশের

হাল ধরা ।।

দুই মহাজুট এর বৈরিতায় মাঝখানে সন্ত্রাসীদের খুনি দৃষ্টি শকুনের চাইতেও খারাপ ।।

এরা উভয়কেই দুমুখি সাপের মত দংশন করে দেশ কে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে ।।

এতএব কাণ্ডারি সাবধান ।।

কবি ও সাহিত্যিক গবেষক ,

আহবায়ক কবি সমাজ বাংলাদেশ ।।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি কবি সমাজের আহবায়ক নাকি ভাই ?? :-/ :-/

পোস্টে ধন্যবাদ ।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: সাদর অভিন্দন

২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০

মাহমুদ০০৭ বলেছেন: কঠিন সত্যের অমোঘ উচ্চারণে বজ্রাহত হলাম কবি ।
এগিয়ে যান কবি দুর্বার গতিতে , এগিয়ে চলুক কলম ।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: @মাহমুদ০০৭ খুব ভালো বলেছেন । পরিবেশ বন্ধুর কলম কখোনই থামবে না । যেদিন থেমে যাবে সেদিন ভাববেন এই পৃথিবী থেকে সব অনাচার দূর হয়ে গেছে ।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তাত্ত্বিক কথা
ধন্যবাদ অনেক
ভাল থাকা হোক সময়ের সাথি ।।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৪

চানাচুর বলেছেন: আপনিই সেই পরিবেশ বন্ধু???? আমার পোস্টে আসেন না যে!! :-/

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: বাহ খুব ভাল লাগল
এই তো এক্ষনি যাব , ভাল থাকা চাই
ধন্যবাদ

৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন:
কাণ্ডারি সাবধান!!!

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ

৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আমিও বলি কান্ডারী হুশিয়ার!!!

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: সময়ের সত্য কথা
আজ আমাদের জাতী অন্ধকারে ডুবে
কেন এ রক্তপাত
এর শেষ মিমাংসা কি হবে '''''''

৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

শুঁটকি মাছ বলেছেন: পরিবাশ বন্ধু ভাইয়াটা এখন আমার পোস্টেও আসেনা!!!!!!!!!!! :(

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

পরিবেশ বন্ধু বলেছেন: হুম , ধন্যবাদ

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

চানাচুর বলেছেন: বল্লেন আসবেন, কিন্তু আসলেন না তো :(

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: তাই , ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.