![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
একটি জরুরী প্রজ্ঞাপন , না পড়ে কেহ কমেন্ট করবেন না ।।
***********
আন্তর্জাতিক মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর [তিন বাহিনী নৌ , বিমান , সেনা] গুরুত্ব বহন , জাতীয় সংঘ নিরাপত্তা কমিশনে ১৯৮৩ সাল থেকে অধ্যবধি পর্যন্ত তারা ন্যায় নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন বাংলাদেশের এক নজীরবিহীন ইতিহাস , সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব হুমু এরশাদ এর শাসন সময়ে তিনি ১ম জাতীয় সংঘের
নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিক মিশনে যোগদান করানো তার বলিষ্ঠ ভুমিকা ছিল গৌরবের , এখনও তারা তাদের দায়িত্ব ও কর্তব্য অনড় ।।
শুধু তাই নয় বাংলাদেশ পুলিশ বাহিনীকেও তিনি একই সমসাময়িক
জাতীয় সংঘের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা ছিল তার সময়ে একটি যুগান্তকারী দিশা ।।
আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ সেনাবাহিনী কঙ্গু , লিবিয়া ও মধ্যপাচ্য সহ অনেক গৃহযুদ্ধ বিধস্ত এলাকায় তাদের সেবা ও শান্তি মুলক কর্ম ছিল গৌরবান্বিত ।।
আজও তারা বিভিন্ন দেশে জাতীয় সংঘ শান্তি রক্ষা মিশনে অতিব
গুরুত্বের সহিত তাদের সেবা ও শান্তি মুলক কর্মে বাংলাদেশের
সম্মান কে বিশ্ববুকে দিল মাথা উঁচু করার গৌরব ।।
সমঝোতা ও নিরপ্রেক্ষ নির্বাচন না হলে সেই অধিকার এবং জাতীয় সংঘের নিরাপত্তা মিশন এ বাংলাদেশ সেনাবাহিনীর অস্তিত্ব কেড়ে নেয়ার কথা জানালেন জাতীয় সংঘের মহাসচিব পর্যায় থেকে ।।
এরশাদ এবং শেখ হাসিনা এ বিষয়ে কতটুকু দায়িত্ব নেবেন
এখনও স্পষ্ট নয় ।।
একদিকে ভারতীয় পাণ্ডাদের সন্ত্রাসী ভুমিকা আর অন্যদিকে ১৮
দলীয় জুটের হরতাল অবরোধ ।।
নেতাদের গ্রেফতার আতংক এবং সারাদেশ অচল ।।
নির্বাচন কমিশন এর ভুমিকা এবং রাজনৈতিক সংলাপ বিগ্নিত ।।
জাতীর বুকে এক অন্ধকার এর কাল ছায়া ।।
এ সমস্যা সমধান নিরসনে জাতীর সব মহলের এক্য এবং সমঝোতা যতক্ষন না আসবে ততক্ষন পর্যন্ত সর্বদিকে বিপদ ।।
জরুরী কার্যকর ভূমিকায় দেশের সব দল মত নির্বিশেষে যে কোন
সিদ্ধান্তে আসা এখন সময়ের সদ্যবহার ।।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য কথা , কবে আর মানুষ তাদের হুঁশ আসবে ।।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
একদিকে ভারতীয় পাণ্ডাদের সন্ত্রাসী ভুমিকা
আর অন্যদিকে ১৮ দলীয় জুটের হরতাল অবরোধ ।।
১৮ দলীয় জুট টা কি?
বিম্পি-জামাত জোট বলতে এত লজ্জা কেন?
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: লজ্জা নয় ক্ষমতার লোভ , এরা মানুষ না অন্যকিছু
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: জাতীর বুকে এক অন্ধকার এর কাল ছায়া ।।
এ সমস্যা সমধান নিরসনে জাতীর সব মহলের এক্য এবং সমঝোতা যতক্ষন না আসবে ততক্ষন পর্যন্ত সর্বদিকে বিপদ ।।
জরুরী কার্যকর ভূমিকায় দেশের সব দল মত নির্বিশেষে যে কোন
সিদ্ধান্তে আসা এখন সময়ের সদ্যবহার ।।
জাতীর বুকে এক অন্ধকার এর কাল ছায়া
সময় নাই রে মুমিন এখনি উঠে দাঁড়া,
থাকিস নে বসে, পূড়াবে রে তোকে,
- জ্বেলে পেট্রোল সন্ত্রাস,
বধ শত্রুকে, লোভী হায়েনাকে,
বল দেশ-মডু হুঁশিয়ার!
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০
পরিবেশ বন্ধু বলেছেন: হুশিয়ার , ধন্যবাদ
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
অপর্ণা মম্ময় বলেছেন: সন্ত্রাসী এবং তাদের মদতাদাতাদের সবাইকে হুশিয়ার এবং সাবধান করা যাইতেছে!!! ভালো হইয়া যান !!!
জাগো দেশবাসী !!!
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপু অনেকদিন পর ব্লগে
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
বাঁধলেই বাঁধন বলেছেন: "মাটির মানুষ মাটি নিয়া কামড়াকামড়ি করে
পরের ঘরে আগুন দিতে লাগায় নিজের ঘরে"