![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বিজয় এর আনন্দ
********** পরিবেশ বন্ধু
মুক্ত স্বাধীনতার বিজয়
**********
স্বাধীনতা মানে সবার কথা মুক্ত মায়ের হাসি
নিত্য ভোরের উদয় রবি রাখালিয়া বাঁশি
স্বাধীনতা মানে মেটু পথে ঘোমটা টানা বধু
কাননের ঐ ফুলের শোভা ভ্রমর ওড়া যাদু
স্বাধীনতা মানে নদীর ঘাটে অবাধ কিশোরের সাতার
চাষির পায়ে রাঙা ধুলু কচি ফসলের বাহার
সাধিনতা মানে জেলের জালে নানা রঙের মাছ
গাঁয়ের ছবি সবুজ ছায়া সজীব তৃণ গাছ ।।
স্বাধীনতা মানে শিশুর মুখে অ আ , শেখা বুলি
চাঁদনি রাতে জুনাক জ্বলা রসের কথাকলি
স্বাধীনতা মানে রদ্রছায়া বটবৃক্ষের নীড়
উদাস বাউলের সুমধুর কণ্ঠ স্রোতাদের নৃত্য শীর
স্বাধীনতা মানে বিদ্যাশালার মগজ ধুলা শিক্ষার্থীর পাঠ
শিশুর আনন্দ লাটাই ঘুড়ির উৎসব মুখরিত মাঠ ।।
স্বাধীনতা মানে কবির ছন্দ , সুর লহরি তান
পুস্প মল্লিকা বসন্ত বাতায়ন ,ভোরের সুমধুর আযান ।
স্বাধীনতা মানে স্বপ্নের নীড়ে উদাস ক্ষনের হাওয়া
চিত্ত সরবে জলসাঘরে মুক্তমনে গান গাওয়া ।।
স্বাধীনতা মানে জনজাগরন এর প্রান চঞ্চল আওয়াজ
দেশ রক্ষা বাহিনীর কটিন শপথ তালে তালে কুজকাওয়াজ ।।
স্বাধীনতা মানে শ্রমিকের ঘাম রোদে পুড়া মুখ
বালিকার নয়নে প্রেম বিয়ের পিড়ি নব জীবনের সুখ ।।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: যার মাথায় এত বুদ্ধি
জানা বিজয় ক্ষন
তার কমেন্টে শুভঅভিনন্দন
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬
এহসান সাবির বলেছেন: বিজয়ের কবিতা......
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
রিমন রনবীর বলেছেন: বন্দু বলেন তো দেখি বিজয় দিবস কবে?