নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের এর বাংলাদেশ হৃদয়ে বাঙালী

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

সনেট ''''''''' পরিবেশ বন্ধু

ভালবাসা খুজে

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

অনেক পথ দিয়ে পাড়ি তোমারে খুজে

ধন্য হয়েছিল হৃদয় , ছিল ভালবাসা

নয়নে দেখেছি মোহ , গভীর প্রত্যাশা

নিরন্তর দেখি তোমায় দুচোখ বুজে ।।

কত রাত জাগা স্বপ্ন মিশে আলেয়ায়

রহস্যর বাধ ভেঙ্গে জাগায়ে এমন

এনেছি দিগন্ত ছুঁয়ে মধুর লগন

কত যে ভাল লাগার গহন বেলায় ।।



আজ মনে হয় সেই সে ছায়া ধুসর

মিটি মিটি জুনাকির আলোর প্রহর

ছুঁয়ে ছুয়ে তোমারে পাই একাকি ভেলা

মন রাঙায়ে তুমি কত করেছ খেলা

থাক তুমি জাগ্রত প্রিয় অন্তর জুড়ে

সুখে দুঃখে ভালবাসায় অশ্রু নীড়ে ।।









বিজয় দিবস এর গান

***********



বিজয়ের আনন্দে হৃদয়ে বাংলাদেশ

ভোরের সূর্য হয়ে ভাসে

উৎসবে রঙিন মহাজনতা , উদ্ধে নিশান দুলে বাতাসে

কত যে স্বপ্ন বহে কাননে বাংলায়

বিশ্ব বুকে মাথা তুলে দ্বারায়

কোটি মানুষের ভিড়ে স্বাধীনতা আজ প্রাণও উল্লাসে ঐ



লাল সবুজে আঁকা একটি পতাকা

লক্ষ শহীদের রক্তে লেখা

কত না সবুজের নীড়ে ফুল পাখি হয়ে মমতায় মিশে ঐ



স্মৃতির মিনারে আজও জাগ্রত পথিক

শত বুদ্ধিজীবী আর ভাষা সৈনিক

সকল ও নদীর কুলে , অরন্য মাঠে আমার বাংলা হাসে ঐ



কত মহামুনিষি , , বাউল কবি

কত জলসাগর , আর সংস্কৃতি হবি

সুরে সুরে আমার বাংলা জাগে শিল্পির তুলি আর ক্যানভাসে ঐ

**************************

স্মৃতির মিনার / স্মৃতিসৌধ

*********** পরিবেশ বন্ধু

কবি সমাজ বাংলাদেশ <><>?



ইতিহাসের সাক্ষ্য হয়ে রয় দ্বারায়ে স্মৃতির ,মিনার

দেশের স্বাধীনতা আর গৌরব সেথা মিশে একাকার ।।

লক্ষ প্রানের রক্তে ভেসে আঁকা হয় মোদের মানচিত্র

শোষকদের ছিন্নমুলে ছিল মুক্তির চেতনা ক্রুদ্ধ নেত্র

মায়ের দোয়া আর বাবার জায়নামাজ ভিজে রক্তগঙ্গায়

দামাল ছেলেদের বুকে দিপ্ত শপথ মুক্তির বারতায়

কত প্রান যালিমদের বেয়নেতে হল তাজা খুন

সম্ভম কেড়ে নেয় খান সেনারা নির্যাতন হয় মা, বোন

ঘর বাড়ি , স্থাপনা এদের আগুনে পুড়ে হয় ছাই

কত স্বজন হারাদের মর্মর হাহাকার ঠিকানা যে নাই

অবারিত অশ্রুমাখা মায়ের আচল আজও দিন গুনে

ছেলের প্রতিক্ষায় মা আশার প্রদিপ জালে দীর্ঘশ্বাস মনে

কচি কচি প্রান চঞ্চল শিশুদের দেখে মা সাত্রনা পায়

তাদের ভিড়ে ছেলের আপছা মুখ উটে ভেসে ক্ষনে লুকায়

সব আনন্দ জলসা গৃহ , বিদ্যাশালা মাঠ আঙিনায়

শহীদ দামাল ছেলেরা শিশুদের মাঝেই নব জীবন পায় ।।

আজও স্মৃতির সাক্ষ্য বহন করে মাথা তুলে স্মৃতিসৌধ

রক্ত লেখা স্বাধীনতার কথা,ওড়ে পতাকা দূর্বার প্রতিরোধ ।।



**********

বাংলার নিশান

********* পরিবেশ বন্ধু

কবি সমাজ বাংলাদেশ <><>?



বাংলার নিশানে ঐ দেখ জনতা

শহীদ বীর সন্তান দের মুক্তি বারতা

যারা রেখে গেল প্রান

প্রান ফসলের দান

আনলে বিজয় স্বাধীনতা ঐ

লক্ষ মায়ের শ্রেষ্ঠ সন্তান

দিল তাজা বুকের রক্ত ঢেলে

আজও তাদের স্মৃতি অম্লান

জাগরিত মানুষের হৃদয়নীলে

লক্ষ ভোরের পাখি হয়ে

বাংলার কাননে আনে মমতা ঐ



***********

একতার বাধন

********* পরিবেশ বন্ধু



স্বাগতম কবিতার খাতা

ছন্দ আনন্দে

ভাল আর মন্দে

ফুল ফুটুক কথা ,

হেসে উটুক জীবন

সুখের বারতায়

মমতা ভালবাসায়

আনদময় হোক হৃদয় ভুবন

সত্য ও সুন্দরে

সমাজ গড়ি

শান্তি ও সেবায় প্রান সঞ্চারী

ওরাই নিশান সবার তরে

************

পরিবেশ বন্ধু

পল্লী গান

******





আমারে পাগল বানাইয়া তুমি রইলে কোন জায়গায়

মায়া লাগাইয়া ভুলিলায় ২ বার

সখি গো

দেখি তোমার মনের আয়না

প্রেমিক মন যে আর বুঝেনা

তুই বিহনে আর ভাল লাগেনা ,

এস আমার অন্তরায় ঐ



ফুটে রে ফুল ঐ কাননে

ভ্রমর নাছে মধুবনে

এস সখি যাই বাগানে ,

সেথা ফুল কতপ্রানে সুভাস ছড়ায় ঐ



নিত্য পাই ভোরের দেখা

মেঠূ পথ আঁকাবাঁকা

কলসি কাকে যায় বালিকা

, কত মনোরম বাংলারও হৃদয় ঐ



কবি মাসুদ রানা দৃশ্য আকে

কত মমতায় মিশে থাকে

কত মাঠ , অরন্য নদীর বুকে

বাংলায় দেখি স্বাধীন সূর্যউদয় ঐ



***********

শিতের আগমন কুয়াশায় ধাকা চাদয়ে

কার সে ছবি ভাসে অন্তরে





হিম হিম টাণ্ডা এ লগন

মন মোহিনীর ভাসে দুনয়ন

স্নিগ্ধ সৌরভ ভোরের শিশিরে ঐ

আকাশে মেঘের ছায়া

বৃক্ষলতায় মৃদু হাওয়া

বালিকার হেটে যাওয়া সুদুরে ঐ

নদীর তিরে জল

দুকুলে টলমল

সে যে আসে নিত্য মনেরও মুকুরে ঐ

ধানেরও গন্ধে

গভীর আনদে

নাছে গায় বাউলেরা বাংলার প্রান্তরে ঐ



*************

সখির চেনামুখ

********************

পুস্প কাননে ঐ আঁখি ভেসে যায়

********* পরিবেশ বন্ধু কবি



পুস্প মল্লিকার রাঙা এ অধরে

লাগে কত ভাল মোহনীয় নজরে

ছুটে যায় পত্র সখিগনের কুপায়

স্মৃতিরা দেয় নাড়া কত মমতায়

জড়িয়ে কুসুমের নন্দিত মালারে ঐ



আকাশের যত মেধ মিতালি গড়িয়া

দেয় কত সুখ বৃষ্টি যাছিয়া

বিরহি এ মনে সুভাসও ঝরেরে ঐ



মধু লগনে প্রিয়মুখ ছায়া হয়

পুস্প কাননে দুটি আখি মিশে রয়

তবু মন অনুক্ষন সেথা যায় ওরে রে ঐ ।



Click This Link





লাখ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ তাই মহান বিজয় এর মাসে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.