![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
কৌতুক জুক্স
আনন্দের বাক্স
**********************
শিক্ষক বললেন
একজন মহান কবির বিশ্ব বিদ্যালয়ে আগমন উপলক্ষ্য মান পত্র
রচনা কর ।।
***********
ছাত্র , মানপত্র সেটা আবার কি
শিক্ষক , [রাগান্নিত হয়ে] তোর মাথা মুণ্ডু , এসব ছেলেরা কি যে
লেখাপড়া শিখে ।।
ছাত্র , স্যার মাথায় ঝাঁকড়া চুল আর মগজ আছে, খুজলে দুচার টা উকুনও পাওয়া যাবে , দুই পাশে দুইটা কান । আর নাকে আছে '''''''''
শিক্ষক / বাবা আর লাগবেনা , বাড়ী গিয়ে কমর বেধে লেখাপড়ায়
মনোযোগ দাও, নইলে নির্ঘাত ফেল ।।
* বাবা দেখে ছেলে রশি দিয়ে নিজেকেই বেধে পড়ায় ব্যাস্ত , এই
খোকা কমর বাঁধলি কেন
ছাত্র ,। স্যারে কইল কমর বেধে লেখাপড়ায় মনোযোগ দিতে ।।
********
শিক্ষক , পদ কত প্রকার এবং কি কি
ছাত্র , দুই প্রকার , ১ আপদ ২ বিপদ ।।
*******
শিক্ষক , ব্যাকরন বিশ্লেষণ কর
ছাত্র , বে করে হাকরন ।।
ঁঁঁঁঁঁঁঁ
শিক্ষক , ১ টা উভচর প্রানির নাম বল
ছাত্র , ব্যাঙ
শিক্ষক , আরেকটা বল
ছাত্র , স্যার আরেকটা ব্যাঙ ।।
কৌতুক মজার হাসি খুশির উপকরন । কেউ ভুল বুঝবেন না
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , শুভঅভিনন্দন
ভাল থাকেন সব সময়
মজভুত হোক মোদের যুথ বন্ধন ।।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
ইখতামিন বলেছেন:
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ইখতামিন জেগে আছ , কোনদিন জানি কথা হয়েছিল
আড্ডায় আসনি কেন ??
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
কানের নিচে তবলা বাজামু বলেছেন: সেইরাম অইছে.।
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: অইছেনা , সবটাই মন্দ
জানিনা মিলল কিনা এ ছন্দ
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সেইরাম!
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা তাই
ভালথাকা চাই
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫
ইখতামিন বলেছেন: আমি তো গিয়েছিলাম
বাতাসে মিশেছিলাম
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: শিতের আগমন কুয়াশায় ধাকা চাদয়ে
কার সে ছবি ভাসে অন্তরে
হিম হিম টাণ্ডা এ লগন
মন মোহিনীর ভাসে দুনয়ন
স্নিগ্ধ সৌরভ ভোরের শিশিরে ঐ
আকাশে মেঘের ছায়া
বৃক্ষলতায় মৃদু হাওয়া
বালিকার হেটে যাওয়া সুদুরে ঐ
নদীর তিরে জল
দুকুলে টলমল
সে যে আসে নিত্য মনেরও মুকুরে ঐ
ধানেরও গন্ধে
গভীর আনদে
নাছে গায় বাউলেরা বাংলার প্রান্তরে ঐ
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৫
আমিই মিসিরআলি বলেছেন: বে করে হাকরন
মজা পাইলাম ওস্তাদ
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু হাসি খুশি মন
ভুলায় ব্যাথিত জীবন
শুভকামনা
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
হাতীর ডিম বলেছেন: মজা পাইলাম কবি
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: মজা তাই , বেশ অনেক সুখি হলুম
ভাল মন্তব্যর জন্য
ধন্যবাদ অগ্রগন্য
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
গ্রীনলাভার বলেছেন:
জোকসটা জটিল হইছে। আরো কয়েকটা ছাড়েন।