নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

এস এক হই / ভাল সব কাজে / অন্ধকার দূর হোক তারি আওয়াজ বাজে

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

গবেষক এর কর্ম পরিসংখ্যান

************

কবি <><> ক+ অভি

সাংবাদিক <><> সাং _চৌদিক বাদিক বা বাড়ীর দিকে চলমান ,কৌতূহল বা

আবিস্কারের নেশা বা রহস্য উদ্ঘাটন ।।

গবেষক <><> জানা এবং কারিগরি । বা গ+ বেসক বা বায়ে তুলা ।।

সম্পাদক <><> সমপা+ দক বা সাদা , সাদা মনের অনুসারী ।।

ইঞ্জিনিয়ার ><><> ইঞ্জি + নিয়ার বা নিকটতম আবিস্কারক ।।

ডঃ <><> গবেষণা কাজে সাফল্য উপাধি ।।

আইনজীবী <><> আইনের নিতি নির্ধারণের মাধ্যমে যাদের সংশ্লিষ্টতা ।।

ডাক্তার <><> রুগের সমস্যা চিহ্নিত করে যিনি সমাধান দেন ।।

শিক্ষক <><> শিক্ষণীয় বিষয়াদি জ্ঞান দানে যিনি শিক্ষার্থীকে জ্ঞান বিতরন করেন ।।

পীর মুর্শিদ <><> যিনি ইসলামের সত্য বিষয়ে আল্লাহর প্রিয় ভাজন এবং নবীজীর নায়েব , যিনি ইল্ম এবং আল্লাহ রাছুলের আহলে বায়াত এর দিকে আহবান কারী ।।

আল্লামা <><> যিনি আল্লাহর নিকট তম বন্ধু

হাফেজ <><> যিনি কোরআন মুখস্ত করেন ।।

মাওলানা <><> আল্লাহর বানী কোরআন এবং নবীজীর বানী

হাদিস সম্পর্কে যিনি জ্ঞানের অধিকারী ।।

মুফতি <><> কোরআন তরজমা এবং হাদিসের ব্যাক্ষা বিশ্লেষণ যিনি দক্ষ ।।

ইমাম <><> মুসুল্লিদের নেতা এবং মসজিদের আলেম বা জ্ঞানি

যার মাধ্যমে ইসলামী জ্ঞান বিতরন হয় ।।

শিক্ষা ফরজ , নবীজী বলেন বিদ্যানের কলমের কালি শহীদের

রক্তের চাইতে পবিত্র ।।

আল্লাহ বলেন পাপ থেকে এবং শয়তানের ধুকা থেকে বাচ ।।

যিনি পাপি তার শাস্তি হয় , কিন্তু উপাধির কোন ক্ষতি নয় ।।

আমাদের রয় সবক্ষেত্রে বাক স্বাধীনতা

আজ কাণ্ডারি কোথায় বিপাকে মহাজনতা ।।

সবাইকে অভিনন্দন

এস সমাজ গড়ি

সবাই হই সবার আপন ।।



*****************

ব্লগার সম্মাননা

************** পরিবেশ বন্ধু



সম্মান ও বাক স্বাধীনতায়

আমরা ব্লগার

বাংলা ভাষার

যুত বদ্ধ সুশিল সমাজ গড়ায় ।।

আমরা মুক্ত , আমরা স্বাধীন

গৌরব সাজে

সেবার মাঝে

মানুষের মিলনে সার্বজনীন ।।

সব ভালোয় মোদের অভিযান

শান্তির বারতায়

শক্যি একতায়

সাম্যর বাধনে আনবে কল্যান

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

জনাব মাহাবুব বলেছেন: সুন্দর লিখেছেন :P :P :P

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: তাই বেশ
নিকে আসার জন্য
হলেম ধন্য

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

মোমেরমানুষ৭১ বলেছেন: পরিবেশ ভাই, ব্যাপক গবেষনা........। চমৎার হয়েছে

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
ব লগ এ আমন্ত্রন রইল

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

মাগুর বলেছেন: বিয়াফুক গবেষুণা ভাই :)
++++

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: হুম বেয়া + খুব
ধন্যবাদ

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লিখছেন

অনেক কিছু জানতে পারলাম
বর্ননা সহ :)

ভালো থাকুন

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
ভাল থাকেন , প্রায় সব কটি উপাধি আমার মধ্য

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর :D

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
কবিতার মাঝে জীবনের ছন্দ
সুখ দুখ ইতিহাস যত
ফল ধরে ভাষা , কাব্য হয় আনন্দ ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.