নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

জবাব চাই

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

আজ বাংলার স্বাধীনতা ভুলুন্টিত , চাই জবাব

*********** পরিবেশ বন্ধু





সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

*********পরিবেশ বন্ধু

কবি সমাজ বাংলাদেশ



নববর্ষ

************

নতুন দিনের নব বারতায়

নব সৃষ্টির উচ্ছল দ্বারায়

হে নববর্ষ এস এস এস

সব ভালয় সব আঙ্গিনায় /

উটুক হ্রদয়ে কুসুম ফুটে

প্রানের জাগরন ও বাংলা তটে

সজিবতা আসুক মাটে মাটে

নব নব দিগন্তের নব সম্ভবনায়

যত ভাল কাজ বয়ে আসুক

অন্যায় যুলুম দূর হোক

মিথ্যার আর ভ্রান্তি দূর হয়ে

আনন্দ আর সুখ আসুক হৃদয়ে ।।



আজ বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে

বাড়ে খুন নৈরাজ্য ঘটে ভ্রান্তি

ত্রিমুখী লড়াই ,সন্ত্রাস সমাজের বুকে

মহাজনতার ভারী দুর্ভোগ নাই শান্তি ।।

ক্ষমতারে করে ব্যাবহার যালিম শোষক

হানে শকুনের থাবা মানবতা কেড়ে

প্রকাশ্য হয় খুন, রুদ্ধ বাক স্বাধীনতা

আইনের গেঁড়াকলে তারাই কুকর্ম করে ।।

ঘড় জ্বলে বাড়ী জ্বলে পুড়ে মানুষের দেহ

গাড়ী আর খারকানা জ্বলে উপাসনালয়

কোরআন কিতাব জ্বলে এ কেমন পরিচয়

বাঙালীর হৃদয়ে ক্ষত আঘাত স্বাধীনতায় ।।



একদিন বাঙালী ছিল বিশ্ব নন্দিত স্বর্গ রাজ্য

আজ কেন অমীমাংসিত মিথ্যার নৈরাজ্য

Mashud Rana

প্রিয় দেশ বাসী

&&&&&&&&&&&পরিবেশ বন্ধুর কথা

কবি সমাজ বাংলাদেশ ।।



ভেসে আসে সংবাদ প্রতিদিন ইথারে

মানুষের লাছ পড়ে রাজনীতির কুহরে

ইসলাম ডুবে দেখি মৌলবাদীদের জন্য

দুর্নীতি করেও নেতা ভাল মানুষী গন্য

জনতার নাই গতি সন্ত্রাসের পাল্লায়

জুট বেধে ভোট কিনে নেতাগন চিল্লায় ।।



গরিবের পেটে লাথি মারে খুনি দালালে

সংলাপ ভেস্তে যায় আইনের ভেজালে

বিদেশীরা ও নবপ্রজন্ম করে অনুকরন

হরতালের মাঝে পড়ে জনতার মরণ ।।



কেমন সেবক তারা বাংলার জমিনে

নিজ দেশের সম্মান ক্ষুণ্ণ করে কমিনে ।।



একটি কমেডি কবিতা

************

জনতার রাজা

&&&&&&&& পরিবেশ বন্ধু কবি

কবি সমাজ বাংলাদেশ



আমি কবি সিলেট এর রাজা

ঢাকার মেওয়

দাও এবার কর

করলে সন্ত্রাসী দেব বড় সাজা

হোক জনতার মিলন

আসুক ঐক্যর বন্ধন

দেখি বাঙালির উৎসব বেশ মজা

নয় আর অন্যায়

এস নানা জলসায়

শান্তি চাই এবার জনের প্রজা

আসিল ঐতিহাসিক

জলুক জ্ঞানের প্রতীক

দুর্নীতি দুঃশাসন পদ ধল সুজা

মিলে মিশে সমাজ

গড়ে তুল আজ

সাম্য আর একতার ডংকা বাজা ।।





মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন বন্ধু ।


১নং মন্তব্য রিপোর্টেড!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার
ভাল কাজে বাধা
এদের জন্যই সমাজ কুলুসিত
মনে কুকাজ সদা

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর হইসে।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
ভাল হোক এ জাতী
এক না হলে দিনদিন
বাড়বে দুর্গতি ।।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:
:)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

পরিবেশ বন্ধু বলেছেন: অশেষ ধন্যবাদ আপু
আপনাকে নিয়মিত পাই
বেশ ভাল দিন আসুক
ভাল থাকা চাই

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫২

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কে দিবে জবাব, দাদা। আমরা সবি জব এন্ড জবাবলেস।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: এদের বিবেক বলতে কিছু নাই
ধন্যবাদ

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১২

চানাচুর বলেছেন: blog day te giyechilen shunlam 8-|

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ব্লগ মন্তব্য

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৯

আমিই মিসিরআলি বলেছেন:
নীরব দর্শক হয়ে চেয়ে থাকি
তারপরেও যে আমরা বাঙ্গালি

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা বাঙালী টিক
কিন্তু আমাদের আদি সংস্কৃতিক নষ্ট
বিবেক হারা মহা জনতা
কাণ্ডারিদের পথ ভ্রষ্ট ।।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

অ্যানি বাড়ৈ বলেছেন: বেশ ভাল লেগেছে।।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম
ধন্যবাদ
ভাল থাকা চাই
আরও ভাল হোক জীবন সংবাদ

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

হাতীর ডিম বলেছেন: ভাল হইছে বন্ধু :)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

পরিবেশ বন্ধু বলেছেন: হুম তাই , ধন্যবাদ

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দুর্নীতি দুঃশাসন পদ ধল সুজা
মিলে মিশে সমাজ
গড়ে তুল আজ
সাম্য আর একতার ডংকা বাজা ।। ’’,,,,,,,,,,,,,,,,,,,,ভাল লাগলো

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপি
ভাল থাকেন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.