![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
শুভনববর্ষ
**************
২০১৪ শাল স্বাগতম
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
*********পরিবেশ বন্ধু
কবি সমাজ বাংলাদেশ
নববর্ষ
************
নতুন দিনের নব বারতায়
নব সৃষ্টির উচ্ছল দ্বারায়
হে নববর্ষ এস এস এস
সব ভালয় সব আঙ্গিনায় /
উটুক হ্রদয়ে কুসুম ফুটে
প্রানের জাগরন ও বাংলা তটে
সজিবতা আসুক মাটে মাটে
নব নব দিগন্তের নব সম্ভবনায়
যত ভাল কাজ বয়ে আসুক
অন্যায় যুলুম দূর হোক
মিথ্যার আর ভ্রান্তি দূর হয়ে
আনন্দ আর সুখ আসুক হৃদয়ে ।।
আসাদ সরনে
***********
আসাদের রক্ত বাংলার স্বাধীনতার উদিত সূর্য
রাজপথের একটি মহাজাগরন
শত নাগপাশ ছিন্ন মুলে প্রানের অনির্বাণ চেতনা
তার আরতত্যাগ এল বিজয়ের আওয়াজ
আজো আকাশে বাতাসে তার ধ্বনি
মাথা তুলে দাঁড়াবার জানি সে কথা
এল মুক্তি যুদ্ধের চেতনা
আঁকা হল লাল সবুজের নিশান
উদয় হল একটি মাঞ্চিত্র বীর বাঙ্গালির বাংলাদেশ ।।
লক্ষ আসাদের কণ্ঠ আজ মুক্ত
এল আমাদের বাক স্বাধীনতা
আসাদ তাই জাগ্রত শত লক্ষ বাঙ্গালীর বুকে ।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ২য় টা খুজে পাচ্ছিনা
শুভনববর্ষ
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ কবি
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন
৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৮
আমিই মিসিরআলি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার পরিবেশ বন্ধু কবি
০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
ভাল দিন আসুক সবার
৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৪
এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!!
০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
শুভেচ্ছা
৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬
মামুন রশিদ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার বন্ধু, আপনার দ্বিতীয় গোলাপ শীঘ্রই যেন খুজে পান..
০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
আশাই জীবন
শুভঅভিনন্দন
৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
লাবনী আক্তার বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।
০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ লাবনী
৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
হ্যাপ্পী নিউ ইয়ার বন্ধু, ইয়ো !
০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
অসংখ্য ধন্যবাদ বন্ধু
৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯
শায়লা িসিদ্দক বলেছেন: শুভনববর্ষ
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: শুভনববর্ষ
খুশি হলাম শায়লা , ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কবি সব সময় এক গোলাপ কেন?