নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

প্রিয় লিখিয়ে বন্ধুদের নিয়ে মুক্ত আড্ডা , সামুর প্রতি ভালোবাসা

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫





Click This Link



Click This Link

আমি এবং সামু

*********** পরিবেশ বন্ধু

বাক সাধিনতার অধিকার

********** পরিবেশ বন্ধু



আমি মানুষ সবার মত আমারও আছে বাচার অধিকার

সমাজের যত অন্যায় সরাব জঞ্জাল মুক্ত চেতনার

যরযন্ত্র যত পদ ধলে

বাচিব উদ্ধে মাথা তুলে

দিপ্ত শপথে এস লড়ি

শ্বাপদেরা হোকনা যত ভয়ঙ্কর ।।

আর কত নিরিহ মানবের রক্ত তাজা খুনে হবে রঙ্গিন

আর কত প্রহসনের সাজবে অসভ‍্যতার হিংশ্র সঙ্গিন ।।

আজি বুঝে গেছে জনতা

রুদ্ধ তাদের বাক স্বাধীনতা

অদৃশ্য শক্তির মিথ্যাচার সঠতা

বাড়ে দুরভুগ আতংকিত জনতা

আমরা চাইনা ভঙ্ঘুর সমাজ মানবতা আর কত বলি

এস বাঙালি শান্তির মিছিলে উদ্ধে মাথা তুলি

কবি



প্রিয় দেশবাসী ও বন্ধুগন

&&&&&&&&&&&&& পরিবেশ বন্ধু



রক্ত দিয়ে কেনা মোদের স্বাধীনতা

ভূলুণ্ঠিত হয় জালিদের অত্যাচারে

মা বোন বলি হয় দাজ্জালের যুলুমে

জনতার শান্তি বিলিন হয় বারেবারে ।।

সেবা নয় , দেখি সর্বত্রে দাপট ক্ষমতার

মিথ্যুক সয়ারে দখল লয় ধুকাবাজ

রক্তের হোলী খেলা মানবতা হয় লীন

আজ আতংকিয় জনতার তিব্র আওয়াজ ।।

কেটে খাওয়া মানুষের নেই রুটি রুজি

তাদের বুকে চলে গুলি অন্যায় ভাবে

শোষণে শকুন ওরা দেখি ফাকি বাজী ।।

এক টুকরা খাবারের সন্ধানে ছুটে নিঃস্ব

অমানবিক আত্যাচার দেখল এ বিশ্ব ।।

মৃত্যুর স্বাদ কত ভয়াল সবার বেলায়

মানুষ হত্তার রাজনীতির চাই অবসান

সেবার ব্রত লয়ে এস দেশ ও মানব সেবায়

আনব মুক্ত করে আবার হবে দেশ স্বাধীন ।।



সরকারের প্রতি অথবা দাতা সংস্থার প্রতি দৃষ্টিপাত

****************



, কবি সমাজ তাদের সেবা , গবেষণা এবং দেশের দিক নির্দেশমুলক সকল কর্মকাণ্ড ইতিহাসের সাক্ষ্য বহন করবে ।।

দৃষ্টি আকর্ষণে

কবি সমাজ বাংলাদেশের পক্ষে

পরিবেশ বন্ধু ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: কবি সাহেব হ্যাপি নিউ ইয়ার।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: শুভ নববর্ষ হোক সবার ভালো
ভান্তি দূর হোক
অশান্তি আর শোক
দূরে যাক বৈরি , জলুক হৃদয়ে আলো ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.