![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
[আমাদের পল্লী কবি জসিমউদ্দিন এর দুর্লভ ছবি
পরিবেশ বন্ধু কবি , সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা ।।
Click This Link
সামুর সিনিয়র ব্লগার যারা ।।
************ তাদের প্রতি আমার দিক দর্শন
নুন্যতম ৩ বছর যাবত যারা ব্লগিং করেন তারা বিসিএস ক্যাডার বা
সমমান ছাড়পত্র পাওয়ার অধিকারী ।।
আর যারা ব্লগের শুরু থেকেই আছেন তারা ব্লগ ভিগ নলেজ পাওয়ার
অফ দা অয়াল্ড বা বিশ্ব জ্ঞানের অধিকারী ।।
ব্লগে প্রতিদিনে প্রায় ১০০০ লেখা পর্যায় ক্ষ্রমে আসে ।।
লেখা সব পোষ্ট হয় বিষয় ভিত্তিক ।।
কেহ মন দিয়ে পড়ে আর কেহ মজা পায় ,লেখা পড়ে কেহ ফুর্তি করে । কেহ গালি দেয়
ব্লগিং জগত এটা ছেলে খেলা নয় এটা শিক্ষার এবং লেখার একটি
শক্তিশালি মাধ্যম ।।
নতুন রা অনেকেই বিনোদন হিসাবে ভাবে , আসলে তা নয় । এই
ব্লগ জাতীয় সংঘ থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রত্যকটা দাপ্তরিক কাজে এর বহুল ব্যাবহার বতাথিত অফিস আদালত , স্কুল ,কলেজ , রাজনীতি সমর নীতি তথা সামাজিক সকল কর্ম কাণ্ড এর মাধ্যমে চলে ।।
ধর্মীয় রীতিনীতি এবং বাজার ,ব্যাংক ,বিমা , সাধারন মানুষের অধিকার , আম জনতার চাওয়া পাওয়া সবি এ ব্লগ এর মাধ্যমে
বিশ্ব নন্দিত একটা ভাল জানা শুনার কাজকারবার এবং সংবাদ
আনন্দ বেদনার চিত্র এই ব্লগ এর মাধ্যমে আমরা দিক নির্দেশ পাই ।।
আর মানুষের সুখ দুখ আনন্দ বেদনার ছবি এ ব্লগ আমাদের জীবন দ্বারা কে দর্পণের মত এ ব্লগ তার ব্যাবহার আমাদের জ্ঞান
চক্ষু কে শত গুনে পুস্পটিত করে ।।
*** আমরা যারা নতুন ব্লগার
ঁঁঁঁঁঁঁঁঁঁ
পুরনো ব্লগার ভাইদের লেখা এবং উপদেশ আমরা দিক নির্দেশ
হিসাবে নেব এবং জানব তারা লেখাটি কি উদ্দ্যশ্য লিখল , কেন
লিখক , কেন আবাএ অন্যজন বাধা বা যুক্তি দিল আবার কিভাবে
তা খণ্ডন করল ।।
খবরদার কাউকে অযাচিত ম্নতব্যর জন্য গালি দেওয়া যাবেনা ।।
ভুল হতেই পারে আমরা তাতে রাগান্নিত না হয়ে গঠনমুলক ভাবে
বলব প্লিজ ভাইয়া বা আপু অমুক বিষয়টা একটু দেখবেন কি ।
পৃথিবীর সব ভাষার চাইতে আমাদের বাংলা ভাষা টা খুবই কঠিন
আমরা একে অন্যর সহযোগিতার মাধ্যমে আমাদের বাংলা ভাষাকে আরও সহজ সাবলিল ভাবে উপস্থাপন করব সেটাই
আমাদের জাতী ও দেশের জন্য গৌরব ও সম্মান ।।
নতুন যারা তাদের প্রতি অনুরুধ লেখা পড়া বাদ দিয়ে শুধু ব্লগ নিয়ে বসে থেকনা ।। জীবনের শরবোৎক্রিস্ট সময় কে কাজে
লাগাও এবং অবসর সময়ে ব্লগে এস ।।
লেখকের অভিমত
***************
আমার ব্লগ পরিসংখ্যান প্রায় ৪ বছর , ১ মাসুদ রানা৮২ ক নামে
২য় পরিবেশ বন্ধু নামে ।।
সাহিত্য দুনিয়ার কোন সাবজেক্ট নয় , সেটা সম্পূর্ণ আল্লাহর দান ।। যুগে যুগে লক্ষ কোটি মানুষের মধ্য ২ একজন এমন দেখা মিলে ।।
বিশ্ব কবি রবি ঠাকুর , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম , পল্লী
কবি জসিমউদ্দিন , রূপসী বাংলার কবি জিবনানন্দ দাস সহ
হাছন রাজা , লালন সাই , আব্দুল আলীম , আব্বাসউদ্দিন , আব্দুল করিম , সিরাজ সাই , রাধারমন প্রভৃতি প্রতিভা যশ মহা রথিদের মাধ্যমে সারা জগতই প্রান পেল এবং অন্ধ বৈরিতা দূর হয়ে বদলে গেল দুনিয়া ।।
এস জ্ঞানের রত্ন চিনি
লুটায়ে খোদার দরবারে
যার নেই কোন অভাব
এস চাই মুনাজাত করে ।।
দুএকটা কবিতা কিছু গল্প লিখে প্রমান করলেই লেখক হওয়া
যায়না ।
আধ্যাতিক চেতনা বা হ্রদয়ে যদি খোঁদা প্রদত্ত ভাব উদয় না হয়
ততক্ষন পর্যন্ত সে মূর্খ হোক না সে উচ্ছ শিক্ষিত ।।
আসল সত্য আর সাহিত্য
***********
সাধন ভজন জান মন
মজে ভাব নিরালায়
ভাব সাগরে ভবের বাজার
মন রে মহাজন খোদায়
চিনতে হলে তারে ও মন
যাইও মুর্শিদের পায়
মুর্শিদ হয় রাছুলের নায়েব
দেহ রে আত্থসুদ্ধ বানায় ।।
মাসুদ কয় জগত বৃথা
না চিনে অমুল্য ধন
মুর্শিদ বানায় খাটি মানুষ
মনি মানিক্য কাঞ্চন ।।
গভীর সত্য
*************
১২ বছর লাগে অযু
ছাড়িয়া লোভ ,হিংসা ,
মিথ্যা কাম খ্রুধ যত পাপ
দূর করে দাও সহসা
সুদ্ধ হলে দেহ তরি
আল্লাহ রাছুল ভাসে তার দিল আয়নায়
সেইজন সাধক বাউল কবি
আল্লাহ রাছুলের বন্ধু
তারাই আউলিয়া ।।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০
পরিবেশ বন্ধু বলেছেন: তুমি কি জান এ ব্লগ এ জাফর ইকবাল , সত্য সাহা ।
মহাদেব সাহা সহ তুখুড় সম্মানিত লেখক রা লিখে থাকেন
তাদের জন্য এসব কিছুই না ।।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: লিখিয়ে বন্ধুদের এ বিষয়ে মতামত আশা করছি ,ধন্যবাদ
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
লেখোয়াড় বলেছেন:
সহমত।
একমত।
ঐক্যমত।
যত মত তত পথ।
নাকি?
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
পাঠক১৯৭১ বলেছেন: সময়ের সাথে নিউরণগুলো অকেজো হয়ে যাচ্ছে?
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: হুম তাই
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
মামুন রশিদ বলেছেন: একজন বিসিএস ক্যাডার কে আপনি এত বড় কিছু ভাবছেন কেন? বিসিএস ক্যাডার চাইলেই একটা কবিতা লিখতে পারবে??
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: পারবেনা কিন্তু পড়তে বাধ কোথায়
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
খন্দকার আরাফাত বলেছেন: আর মানুষের সুখ দুখ আনন্দ বেদনার ছবি এ ব্লগ আমাদের জীবন দ্বারা কে দর্পণের মত এ ব্লগ তার ব্যাবহার আমাদের জ্ঞান
চক্ষু কে শত গুনে পুস্পটিত করে
সহমত ।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
নূর আদনান বলেছেন: প্রথম অংশ পড়ে কি বলব বুঝতাছি না, তবে পরের কথাগুলোর সাথে একমত
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
সায়েম মুন বলেছেন: এখন কেউ কি আর কারো কথা শুনে। সবাই যারযার মত চলতেছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: তাহলে আর হবেনা
সামুতে আর ব্লগিং চল্বেনা ।।
চাই শান্তি আলোচনা
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কবি, সুন্দর মতামত ব্যক্ত করেছেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ লিখিয়ে সাথি
এবার নিজের একটা ছবি প্রোফাইলে দেখতে চাই
ধন্যবাদ
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৯
হাতীর ডিম বলেছেন: ভাল বলছেন ভাই। আশা করি সবাই আপনার কথা শুনবে। ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল লাগল বন্ধু সজ্জনদের মন্তব্য
অভিনন্দন
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪০
জাহাঙ্গীর জান বলেছেন: ব্লগের পরিবেশ, সামান্য কিছু ব্লগাররা নষ্ট করছেন,ভিন্ন,ভিন্ন রাজনৈতিক দলের সাহিত্য নিয়ে যারা ব্লগে আসছেন । তাঁদের মন্তব্য থাকবে ছাগু, হাম্বা যাক আমরা হয়ত ভালো লেখালিখি করতে পারিনা, পড়তে অসুবিধা কোথায় । আপনার সাথে সহমত ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা যারা সচেতন আসুন কাজ শুরু করি
এরা এমনিতেই লজ্জায় সরে যাবে নয়ত সুধ্রাবে ধন্যবাদ
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “নতুনরা অনেকেই বিনোদন হিসাবে ভাবে, আসলে তা নয়। ... নতুন যারা তাদের প্রতি অনুরোধ লেখাপড়া বাদ দিয়ে শুধু ব্লগ নিয়ে বসে থেকনা ।”
-পরিবেশ বান্ধবকে অনেক ধন্যবাদ। ব্লগারদের এই অংশটিকে এভাবেই সাবধান করার দরকার ছিলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সহমতে এর জন্য খুশি হলাম
ব্লগে আবারও আমন্ত্রন রইল
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০১
আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগলো বন্ধু খুব ভালো লাগলো ++++++++++
ভাবের দুনিয়ায় বিচরণের যোগ্যতা সবার থাকে না
স্বল্পেতে সব জানিতে হয় ভাব নগরে --- লালন
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
ভাল থাকেন সব সময়
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
ইখতামিন বলেছেন:
সহমত
++++
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: সব মানুষের মাঝে ভাল মানুষ থাকে
বাজিকরের বাজী থাকে রন সাঝে
ধন্যবাদ
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯
উদাস কিশোর বলেছেন: পোষ্টি নতুন হিসেবে অবশ্যই কাজে লাগবে আমার ।
ধন্যবাদ
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল জেনে খুশি হলাম
ধন্যবাদ
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬
আরজু পনি বলেছেন:
শ্রদ্ধেয় ইমন জুবায়ের এর ছবির ঠিক নিচেই একটি ব্যাঙের ছবি ঠিক কী কারণে জানতে পারি ?
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপু
ভাল থাকেন
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: আপু চবি টা বদল হল
ধন্যবাদ ,
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল সমালোচনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশ , অভিমত দেন
কবি <><><>???
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
গ্রাম্যবালক বলেছেন: সামুর সিনিয়র ব্লগার যারা ।।
************ তাদের প্রতি আমার দিক দর্শন
নুন্যতম ৩ বছর যাবত যারা ব্লগিং করেন তারা বিসিএস ক্যাডার বা
সমমান ছাড়পত্র পাওয়ার অধিকারী ।।
আর যারা ব্লগের শুরু থেকেই আছেন তারা ব্লগ ভিগ নলেজ পাওয়ার
অফ দা অয়াল্ড বা বিশ্ব জ্ঞানের অধিকারী ।।
আপনি কোণ পাঠশালার তরফ থেকে এই ডিগ্রি দেয়ার কথা ভাবছেন?? নাম বাতান।।