নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কবিতা এবং প্রেম

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

ভালবাসার স্বীকৃতি

*********** পরিবেশ বন্ধু কবি



আমি রিক্ত এত যে ভালবাসায়

হৃদয় চুরি করে আছ ভুল ঠিকানায়

কদমের ফুল হলুদ ছায়ায়

শেখাল প্রেম কত মমতায়

সেই সে লগন ছিল কতনা মধুর

আমি বাজাতাম বাঁশি বেদনা বিধুর

দুষ্ট পাখিরা গাইত সুরে

রবির হাসি দেখেছি ভোরে

কৃষাণের পথচলা মাঠ জমির পাড়

সবুজ ফসলের এক নিত্য সমচার

ফুলে ফুলে বাগানে সাজ

নানা পত্রের বিচিত্র কারুসাজ

বয়ে চলে নদী যৌবনা দূর থেকে দূরে

ছুট ছুট গ্রাম জাগে প্রতিটি ভোরে ।।

আকাশ বাতাস যত প্রকৃতি

সবই আমার ভালবাসার স্বীকৃতি ।।



মিষ্টি প্রেম কাব্য

*********** পরিবেশ বন্ধু কবি





তুই কি জানিস এক টুকরো ভালবাসা কোথায় থাকে

মন চাইলেই কি দেয়া যায় বেলা অবেলায় যাকে থাকে ।।

এত যে মহা শুন্য এত যে জগত রহস্য বিশালতার

সেথা কি শুধুই রঙ অনেক স্বাদ অনন্য ভালবাসার ।।

চিনে নাও গভীর চাওয়া পাওয়া মন চুরির কথা

চাঁদ তারা নিল আকাশ পেয়েও হারানো ব্যথা ।।

গভীর রাগিণী অলস দুপুর রঙ ধরা রবির আলো

কোথা মিলবে ফুটন্ত মধু ফুল সেই প্রিয় ভালো

তুই কি জানিস প্রিয়া আমার মিষ্টি গানের যাদু

যদি কুজে নিস সেই ভাল সেথা মিলবে হয়ত মধু ।।

এত ভালবাসা লুকানো হৃদয়ে খুজে পায় কোন সাধু

কারও টা টিকে নয়ত ভাঙ্গে আর সুজনের মিলে বধু ।।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১

টয়ম্যান বলেছেন: ++++

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: আকাশ বাতাস যত প্রকৃতি
সবই আমার ভালবাসার স্বীকৃতি ।। সুন্দর

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কবি
আড্ডা আসর আবার হবে একুশে দিন স্মরণে
অবশ্যই যোগদান চাই

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

ইখতামিন বলেছেন:
সুন্দর কবিতা। ভালো লাগলো।

কেনো যেনো মনে হলো এই কবিতায় পরিবেশ বন্ধুর নতুন রূপ ফুটে ওঠেছে।

++++++++++++
:)

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর কবিতা বন্ধু, 'স্সাপ ?

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: নিয়মিয় পাটক
দর্শনে ধন্য হলাম

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা ।


মাঝখানে কিছু আপনাকে ব্লগে পাইনি কেন? শ্বশুরবাড়িটারি গেছিলেন নাকি?

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বধু এক্সলুক সেই আফের ময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.