নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

এ সমাজের দায় কারা

৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬





ক্ষমতাসিনরা গান গায় বাংলার

ভেবে না পাই জনতা কার ।।

রাজপথে লাগে রক্তের দাগ

চুর চায় ব্যাংকের টাকার ভাগ ।।

রাজনীতি খুন হয় গড়ে আইন

সন্ত্রাসীরা ফাটায় ককটেল মাইন

জীবন অতিস্ট বাড়ে দুর্ভোগ

হানাহানি ভেজাল সমাজের রোগ

২৯ / ১ । ১৪



সবই কবির কবিতা

******* পরিবেশ বন্ধু কবিতা



দেশ আমার , মাটি আমার

বন পথে উরন্ত ধূলিকণা তাও আমার

পাখির কল ঙ্গুঞ্জন বৃক্ষশাখায়

নদী আর অরন্য বৈচিত্র্যময়

ঐ যে ভোরের মিষ্টি রোদ

মৃদুমন্দ হিমেল হাওয়া জাগায় বোধ ।

কিশোরীর মাথায় চাঁদ বুড়ির সুতুর

তার পায়ে ঝুনঝুন নুপুর

কাজল কাল নয়নের আলো

হটাৎ হাসি দুষ্টুর মত লাগে ভাল

মাঠের পাড়ে নদীর কুলে

শাপলা তুলে মালা গলে

কলমিলতার চাদুয়া জড়ায়ে

মান আভিমান করা এ হৃদয়ে

জুনাকির আলোয় লুকুচুরি খেলা

চাঁদের জুছনা মাখা আধার বেলা

কৃষাণের পথ চলা ঘাস ছুয়ে

ফসলের সজীবতা মাটির মমতা ধুয়ে

প্রজাপতি ওড়ে ধরে তার সুর

কাননে ফুল সাজে মনের ময়ূর

ভালবাসা চুরি হয় বাজে কত সুর

রাখালিয়া বাজায় বাঁশি অলস দুপুর

যেখানে যা খুজে ফিরি তা

সেখানেই ফুটে রয় আমার কবিতা ।।



একটি রাজনৈতিক অভিমত

******



: লাগাতার কর্মসূচী দেশ এবং জাতীর জন্য হুমকি , এদের জন্য বাংলাদেশের সব স্থানে সব দলের সাঙ্ঘটনিক ভেঙ্গে যাচ্ছে ।।

দেশ দুই বড় দলের ফাঁড়াকে আফগান ইরাকের মত সহিংসতা

বাড়ছে ।।

দেশ ডাঃ এইছ এম ইম্রান সরকারের বাবার নয় অথবা হাছিনা সরকারের

বাবার নয় । দেশ ১৬ কোটি মানুষের ।।

ভাবনা তাই শান্তি রক্ষায় একাত্মতা চাই ।।

একটি দেশে ছোট বড় সব দল তাদের নাগরিকতার স্বাধীনতা পাবে

তাই মানবিক অধিকার ।।

মানবাধিকার নঙ্গন করে কেউ জনতার কাণ্ডার বা দেশের কাণ্ডার

হলে সেটা সেবা নয় সেটা হয় স্বৈরতন্ত্রী ।।



রাত ৭ ,৪০ মিরপুর ১২

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: ছবিটা সেইরকম দিসেন বন্ধু। সে কি চুর নাকি সন্ত্রাসী?

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: নিকে মন্তব্য ধন্যবাদ

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন:

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ফানের জন্য
ধন্যবাদ গন্য

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

চানাচুর বলেছেন: স্যরি কবিতা* এত* ছোট* হবে

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
এতসব ভেজাল থেকে মুক্তি চাই ...

৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু তাই যেন হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.