নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আপন ভাষা বাংলা

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

বাংলা মোদের আপন ভাষা

******************

একুশের স্মরণে



এম ,জি , আর , মাসুদ রানা







ফাগুন আসে রাঙা হয়ে

বাংলা মায়ের হৃদয় পানে

বাংলা ভাষার বোল ফুটে

বাঁশের বাঁশী পাখির গানে ।



বাউল সাধক বাংলা ভাষায়

সুরে সুরে মন মাতায়

কবির চেতনা এই ভাষাতে

কত রঙ্গিন কাব্য সাজায় ।



এই ভাষারও ধবনি তুলে

হাল ধরে মাটে চাষা

ছন্দ তালে মাঝির বৈঠা

নদীর বুকে ফুটায় ভাষা ।



এই ভাষা ছালাম রফিক , শফিউর

ঝব্বার , বরকতের রক্তে লেখা

আজ বিশ্ব বুকে বাংলা ভাষার

ফুটে বুলি মধু মাখা ।



ফুলে ফুলে ভ্রমর অলি

এই ভাষারই বার্তা আনে

তাইতো স্মৃতির মিনার সাজাই

বাংলা মায়ের প্রানে প্রানে ।



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
এ কবিতাটা বেশ চমৎকার লাগলো বন্ধু, সুন্দর ছন্দে ছন্দে পড়লাম।
নির্বাচিতে যাওয়ার আশা রাখি ||

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ

২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
বাহ্ ! মমতা আর সরলতামাখা একটি কবিতা।
অনেক ভালো লাগলো

[প্লাস]

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

পরিবেশ বন্ধু বলেছেন: বসন্ত আর ভালবাসার দিবস
হোক সব হৃদয়ের ফুল
সবার আত্মা নির্মল হোক
ভেঙ্গে বৈরিতা আর ভুল ।।
আমরা সবাই হই সবার আপন
ভালবাসা অটুট থাক
নিবিড় হোক বাধন ।।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: ঋতু রাজের সাজ
******************
পরিবেশ বন্ধু

ধরিত্রির ঘুম ভেঙ্গে আজি নব সাজ
আসিল জাগরন নব বসন্ত ঋতু রাজ ।
আকাশের মেঘদুত আলো ছায়া মেখে
দেবে ধরনির ধমনিতে রাজ টিকা এঁকে ।।
তরু পল্লবে সবুজের নিবিড় বারতায়
হিল্লোল ডুলা চাল লাগিবে হাওয়ায় ।।
যৌবনা নদী তীরে সাজিবে কাশবন
বকের ডানায় মিশে বহিবে পবন ।।
আঁকাবাঁকা মেটূ পথ লতা পাতায়
দেখাবে বসন্ত বার্তা ঘূর্ণি হাওয়ায়
ফুলে ফুলে হবে লাল শিমুল পারুল
সাজবে কৃষ্ণ চুড়া আর আমের মুকুল
মানবের হৃদয় হরে আনন্দ ভেলায়
ঋতু রাজ মেলে সাজ জগতের মেলায় ।।
১/১২ / ১৪২০ বাংলা
মিরপুর ১২
রাত ১০ টা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.