![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বাংলা
ভাষার মাস সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন
বই জীবনের বড় বন্ধু
বাড়ে অবারিত জ্ঞান সিন্ধু
বই হোক আলোর দিশারী উজ্জীবিত জীবন ।।
বাংলা মোদের আপন ভাষা
******************
একুশের স্মরণে
এম ,জি , আর , মাসুদ রানা
ফাগুন আসে রাঙা হয়ে
বাংলা মায়ের হৃদয় পানে
বাংলা ভাষার বোল ফুটে
বাঁশের বাঁশী পাখির গানে ।
বাউল সাধক বাংলা ভাষায়
সুরে সুরে মন মাতায়
কবির চেতনা এই ভাষাতে
কত রঙ্গিন কাব্য সাজায় ।
এই ভাষারও ধবনি তুলে
হাল ধরে মাটে চাষা
ছন্দ তালে মাঝির বৈঠা
নদীর বুকে ফুটায় ভাষা ।
এই ভাষা ছালাম রফিক , শফিউর
ঝব্বার , বরকতের রক্তে লেখা
আজ বিশ্ব বুকে বাংলা ভাষার
ফুটে বুলি মধু মাখা ।
ফুলে ফুলে ভ্রমর অলি
এই ভাষারই বার্তা আনে
তাইতো স্মৃতির মিনার সাজাই
বাংলা মায়ের প্রানে প্রানে ।
Click This Link
কবি ও সৃজন
************** Click This Link
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
অপ্রচলিত বলেছেন: ফেব্রুয়ারি মাসের এই লগ্নে কবিতাটি সত্যি খুব ভালো লাগলো। ++++++
ভালো থাকবেন পরিবেশ বন্ধু।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ জ্ঞাপন মন্তব্য
আপনিও ভাল থাকবেন ।।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
অপ্রচলিত বলেছেন: তবে বেশ কিছু বানান ভুল দেখতে পাচ্ছি, সময় পেলে ঠিক করে দিবেন।
ধন্যবাদ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০
বেকার সব ০০৭ বলেছেন: কবিতা টা খুব চমৎকার হয়েছে
বই হোক আলোর দিশারী উজ্জীবিত জীবন