![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ঋতু রাজের সাজ
******************
পরিবেশ বন্ধু
ধরিত্রির ঘুম ভেঙ্গে আজি নব সাজ
আসিল জাগরন নব বসন্ত ঋতু রাজ ।
আকাশের মেঘদুত আলো ছায়া মেখে
দেবে ধরনির ধমনিতে রাজ টিকা এঁকে ।।
তরু পল্লবে সবুজের নিবিড় বারতায়
হিল্লোল ডুলা চাল লাগিবে হাওয়ায় ।।
যৌবনা নদী তীরে সাজে কাশবন
বকের ডানায় মিশে বহিবে পবন ।।
আঁকাবাঁকা মেটূ পথ লতা পাতায়
দেখাবে বসন্ত বার্তা ঘূর্ণি হাওয়ায়
ফুলে ফুলে হবে লাল শিমুল পারুল
সাজবে কৃষ্ণ চুড়া আর আমের মুকুল
মানবের হৃদয় হরে আনন্দ ভেলায়
ঋতু রাজ ধরে সাজ জগতের মেলায় ।।
১/১২ / ১৪২০ বাংলা
মিরপুর ১২
রাত ১০ টা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: ঋতু রাজের আগমনে শুভেচ্ছা
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু সুন্দর হয়েছে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ও অভিবাধন
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৫
আমিই মিসিরআলি বলেছেন: ঋতু রাজ মেলে সাজ জগতের মেলায়
অসাধারণ বন্ধু
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা +++++++++++++++++++++
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০১
এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা কবি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা ++++++++++++++++++++++++
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
এম এ কাশেম বলেছেন:
চমৎকার হয়েছে কবি,
অনেক ভাল লাগা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , ভাল থাকেন
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০১
ইমরাজ কবির মুন বলেছেন:
বসন্ত ঋতুরাজ হলে ঋতুরাণী কোনটা বন্ধু ?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: সেটাই তো রহস্য
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার মনে হয় বর্ষা !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১০
পরিবেশ বন্ধু বলেছেন: মুন , হেতাগ নিয়া কি গবেষণা করবায় মনে লাগে
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
বেলা শেষে বলেছেন: ঋতু রাজ বসন্ত এল
For পরিবেশ বন্ধু:
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , ছবিটাও ভাল
একুশের শুভেচ্ছা
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১
রাসেলহাসান বলেছেন: সুন্দর হয়েছে।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
বোকামন বলেছেন:
বাহ্ ! সুন্দর কবিতা লিখেছেন।
ধন্যবাদ।