![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
গিনেস রেকর্ড অফ অয়াল্ড বুকে যার নাম
********
একমাত্র আহলে ছুনাত অয়াল জামাত এর অনুসারি
আল্লামা সেরে গাজী , যমানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ অলিয়ে কামেল,
আধ্যাত্মিক মহা সাধক , প্রবীণ আলেম এ হক্কানি, মুফতিয়ে আজম
আকবর আলী রেজভি ছুন্নি আলকাঁদরী ।।
তার বয়স ১৫৪ বছর , মাওলানা আবদুল হামিদ খান ভাসানির সমসাময়িক ।
তিনি ভারতের ৩ লাখ লোককে মুসলমানি কালমা পরিয়েছেন ।।
তার বাড়িতে আরবি বিশ্ব বিদ্যালয় , এতিম খানা , মহিলা এতিম খানা , আলিয়া , কারিয়া , মুফতি কোর্স সহ অনেক প্রতিষ্ঠান ।
ঠিকানা , রেজভিয়া দরবার শরিফ , শতরশ্রি , নেত্রকোনা ।।
তিনি ৩ শত কিতাব রচনা করেছেন এবং কোরআন ও হাদিসের সহজ ব্যক্ষা বিশ্লেষণ করেছেন ।।
তিনিই একমাত্র ব্যক্তি যিনি ছুন্নি জামাতের বিশ্ব ব্যাপি আলোড়ন সৃষ্টি কারী হক্কানি আলেম ।।
তিনি বেশ কয়েক বার বিশ্ব মুসলিম উম্মাহের ফতুয়া বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।।ওরছ মোবারক ১০ /১১ ই ফাল্গুন
ঠিকানা , রেজভিয়া দরবার শরীফ । সত্রশ্রি , নেত্রকোনা ।
উপমহাদেশের সব চাইতে বড় ছুন্নি জমায়েত সেথা এক বিন্ময় ।।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: হক অর্থ আসল এবং নিরেট , ধন্যবাদ
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২
ইমরাজ কবির মুন বলেছেন:
ধৃষ্টতা ক্ষমাপ্রার্থী, কিন্তু নিরেট মানে তো ফাঁপা/ খালি জানতাম।নামে আসলের সাথে নিরেটের সম্পর্কটা ঠিক বুঝে উঠতে পারিনাই ||
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: নিরেট মিশ্র শব্দ , ফাঁপা নয়
যাই হোক হক্কানি শব্দ টি খাটি আলেম যার সাথে অন্য কারও
তুলনা চলেনা ।।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫০
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ধুর মিয়া নিরেট মানে সলিড টাইপের আরকি, ফাঁপা পাইলেন কৈ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০২
পরিবেশ বন্ধু বলেছেন: হে আরেকটা পণ্ডিত
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৯
নিমচাঁদ বলেছেন: বস ,মেলা দিন গুতাগুতির পর আইজকা ,সামুতে ঢুইকাই আপনার এই পোষ্ট দেইখা, ইন্টারনেট কানেকশন চেক কইরা দেখি , আইজকা ব্লগ দিয়া ইন্টারনেট চলতাছে
গিনেস বুকের লুকজন রে ফুন দিয়া ১৫৪ বছরের কাহিনী জিগাইলাম , হেরা কইলো হঠাত কি কারণে জানি হেগো , ইন্টারনেট কাজ করতাছে না , তাই কিছু কইবার পারবো না ।
এই হাক্কানী পোষ্টে প্লাস দিবার চাইলাম , হেইটাও কাম করে না ।
কে মাজেজা বস ???
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক দিন পর বন্ধু , সফর কি চলতাছে , সবার তো বিশ্ব ভ্রমনের
ভাগ্য নাই । লুলু
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
ইমরাজ কবির মুন বলেছেন:
বন্ধু, হক্কানি মানে কি ?