![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
প্রেম ও স্বপ্ন
********
আজ আমি হারিয়ে যাব তোমার সাথে
প্রেম তাই তাড়িয়ে বেড়ায় দিন রাতে
মধুর লগ্ন স্বপ্ন ছুঁয়ে হাতছানি দেয়
অমাবস্যা চাঁদ তারা মন কেড়ে নেয়
হুতুম পেছা ডাক ছাড়ে পথ ভুলানোর
আধারে জুনাক জ্বলে ঘুম ভাঙ্গানোর
সিক্ত মনে দিপ্ত নয়ন তাই ভেসে রয়
ভালবাসি যাকে তারি হয় পরিনয়
সেদিন থেকে সব ভুলে তার খেয়ালে
জাগল প্রেম কবির হৃদয় দেয়ালে
সে আমার মনের ভাষা গোপন চিটি
তাইত মনে স্বপ্ন জ্বলে মিটিমিটি ।।
ভুবন খানি জয় করে প্রিয়ার সনে
ভালবাসার রঙ জ্বালি শান্ত মনে ।।
প্রিয়ার সনে
***************
বসন্ত বাতায়নে _ প্রিয়ার নয়নে
দেখেছি ভোরের রুদ্র ভালবাসা
কোকিল ডাকিল _ পুস্প ফুটিল
সে যে হৃদয় জুড়ে জাগায় আশা ।।
মন হারাবার দিন যে এল
প্রেম তাই অবারিত বসন্ত বেলায়
কি পেয়ে মন এত আপন
মজে থাক প্রিয় ভাবের খেলায় ।।
আজি দেখেছি তারে সুনজরে
লাজ রাঙ্গা মুখে মুচকি হাসি
আমাকে ছুঁয়ে তার জেগে থাকা
তাই তো তোমায় এত ভালবাসি ।।
আশার স্বপ্ন জাগে হৃদয় মাঝে
ফাগুনের আগুন তাই নয়নে
সতত প্রিয় বুঝে নিও
ঝরায়ে সুখের সাধ এই ভুবনে ।।
রাত ১১ টা মিরপুর ১২
২/৩ / ২০১৪ ং
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: হুম , তাইত মনে হয়
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আজ আমি হারিয়ে যাব তোমার সাথে
প্রেম তাই তাড়িয়ে বেড়ায় দিন রাতে
বাহ ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
সনেট লেখতে লাগে জ্ঞানের সিন্ধু
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫০
উজবুক ইশতি বলেছেন: ভালো লাগল। পিলাচ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ভাললাগার জন্য ধন্যবাদ
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪০
কামরুল ইসলাম রুবেল বলেছেন: কবিতা পড়তে আসি নাই, শুধু এট্টু বড় কইরা দেক্তে আইচিলাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: হুম , সুখি হলেম
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালবাসি যাকে তারি হয় পরিনয়
কতজনের পরিনয় হলো বন্ধু?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: শুধু ভালবাসি যাকে
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
এম এ কাশেম বলেছেন: ভুবন খানি জয় করে প্রিয়ার সনে
ভালবাসার রঙ জ্বালি শান্ত মনে ।।
চমৎকার.................।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , আমন্ত্রন থাকল
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রেমের সনেট ভালো লাগলো।
কবিকে শ্রদ্ধাসহ শুভেচ্ছা....
*পেছা, জুনাক, পরিনয় - শব্দগুলোর বানান নিয়ে সন্দেহ হচ্ছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপনাকেও শুভেচ্ছা
বানান টিক হবে অবশ্যই
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
হাসান মাহবুব বলেছেন: মেয়েটার পিছনে খালি প্লেটের স্তূপ কেন বন্ধু? সে মন খারাপ করে কেন? খাওয়া পায় নাই?