নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বিডিয়ার বিদ্রোহ ঘটায়ে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২

বিডিআর বিদ্রোহের পর থেকে একচ্ছন্ন জেনারেল আমি /কিন্তু কিভাবে

******************



প্রথমে রেডিওতে সংবাদ টা শুনে বিশ্বাস হচ্ছিলনা ।

ছুটে গেলাম আমার ল্যাবে সুনাম গঞ্জের ধরম পাশা মেডিকেল

এর বট বৃক্ষ সংলগ্ন ছোট ঘরে । ডিশ খুলে ঘটনা টা আমি আয়ত্ত

করলাম / তখন পরিনতি যা হবার হয়ে গেছে । সারা দেশ জুড়ে

একটা থমথমে ভাব / অতি শোকে চোখে পানির বদলে আগুন

বেরুল ।



দেখলাম প্রাত্তন সামরিক অফিসার মেজর মঞ্জুরুল হক গান অব

সিভিল কে আমার দিকে তাকিয়ে রাস্তায় দ্বারীয়ে / পড়ে মোটর

সাইকেল যোগে আরও এল তারা যথাক্রমে পুলিশের সিলেট রেঞ্জের

সার্কেল আসিফ ইকবাল , রেবের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল

ছমির উল্লাহ বেলাল , আনসার ভি ডি পির মহাপরিচালক ,

ও ধর্ম পাশা উপজেলার টি এন ও সাহেব সহ অনেক শুশিল সমাজের নাগরিক গন ।



আমি একজন জনপ্রিয় লেখক সাহিত্যিক / এর আগেও সারা বাংলাদেশের সব মহলের প্রধান প্রধান ব্যক্তি বর্গ আমাকে জানতেন ।

আমি বিভিন্ন অনুষ্ঠানে কখনও উপস্থাপনা করেছি আবার কখন

২/৩ দলের মধ্য মধ্যস্থতা করে অনেক জটিল বিষয় নিস্পত্তি করেছি । এজন্য সবাই আমাকে / আমার সিদ্ধান্তকে সুপ্রিম পাওয়ার

এর উপর দিয়ে নানা মহল বিবেচনা করত । সেদিন এর ব্যাতিক্রম হয়নি ।

ওঁরা সব আশা করছিল আমি যেন লাল কলম উঁটাই ।

তড়িৎ সিদ্ধান্ত নিলাম । আমার ল্যাব বন্ধ করে আমি রিক্সায় চড়ে

সারা উপজেলা দ্রুত চক্কর দিলাম / সারা বাংলাদেশের বিভিন্ন

সামরিক দপ্তরের নিয়ন্ত্রন নিমিষেই পাল্টে গেল ।



আমরা আর কাউকে সুযোগ না দিয়ে সাহারা খাতুন দিপু মনি

মতিয়া চৌ জাহাংগির আলম নানক সহ অনেক নেতা কর্মীকে দেখলাম

দরবার হল এলাকায় এগিয়ে আসতে , তাদের মধ্যস্থতায় এবং

সামরিক ইউনিটের নিকট প্রকৃত বিচারের আশ্বাস ও অপরাধীদের ধরে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন ছিল আমাদের আরেক টি গৃহ যুদ্ধ নির্বাণ করার বড় কৌশল ।



সামরিক অফিসার গন দশ মিনিট সময় ছেয়েছিল কিন্তু তাদের

কে গুলির অর্ডার দেয়া হয়নি / আসলে আতংকিত ঢাকা বাসি

ছিল ঘরে /বাইরে সমান কৌতূহলী ও উপস্থিত । গুলি কার

উপর চালাবে ।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে / আমিও হাফ ছেড়ে বাঁচি ।



পরবর্তী যা যা ঘটমান সবি মিডিয়ায় প্রকাশ হতে লাগল ।

আমিও আমার দায়িত্ত যারা সংশ্লিষ্ট ছিল ,

তাদের নিকট ছেড়ে দিয়ে পড়ে রইলাম বিছানায় / সেই থেকে আজও মাঝে মধ্য

দুঃস্বপ্ন দেখে ঘুমের ঘুরে চিৎকার দিয়ে উটি । আমি শান্তির

বারতায় মাবাবা কে নিয়ে চলে আসি মিরপুরে । এখানে লিখা

আর আমার ভাইদের ছত্রছায়ায় অবসর মুহূর্ত গুলু কাটছে ।





দিক নির্দেশ আজও র‍্যাব, পুলিশ , আনসার ও জনপ্রশাসন সেই

কমান্ড ফলু করে । তবে কি শেষ কথা বলব ইতিহাসের এমন

জগন্য তম কলংকিত অধ্যায় আর জাতি দেখতে চায়না ।



পরে আমরা ৮ দফা দাবিতে লং মার্চের ডাক দিয়েছিলাম ২০১১ ২৫শে মার্চ । এবং অঙ্গ সংঘটন ২৮থেকে ৩১ তারিখ পর্যন্ত ।

বাদশাগঞ্জ ঐতিহাসিক খেলার মাট থেকে শুরু হয়ে সারা বাংলায়

সব মহলের এক্য ও দাবি পৌঁছে যায় প্রত্যকের কানে কানে

কিন্তু আজও বাস্তবায়ন হতে অনেক দেরি । যেমন সুনেত্র গ্যাস ক্ষেত্রের দেশীয় কোম্পানির মাধ্যমে উত্তোলন এবং দেশের কাজে

ব্যবহার । স্থানিয়দের নিয়ে কলখারখানা প্রতিষ্ঠা এবং

সুযোগ সুবিধা বৃদ্ধি । ভারত কর্তৃক টিপাই মুখ বাধ নির্মাণের

বিরুদ্ধে জনমত গ টন এবং আন্তর্জাতিক বহুজাতিক কম্পানি

কর্তৃক বাংলাদেশের নৌ বন্দর স্থাপনের বিরুদ্ধে ব্যাবস্থা ।আরও

বাংগালির বহু দাবি





আজও বাঙ্গালী জাগ্রত চেতনায় ,

শান্তির সুবাতাস দেখতে চাই একতায় ।





আমরা এখন জাগ্রত ইনশাল্লাহ ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: উদ্দেশ্যমুলক বক্তব্য গ্রহণীয় নয় ।।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৭

বেলা শেষে বলেছেন: আজও বাঙ্গালী জাগ্রত চেতনায় ,
শান্তির সুবাতাস দেখতে চাই একতায় ।
আমরা এখন জাগ্রত ইনশাল্লাহ ।
You are right Brother.

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: সত্য ঘটনা

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৫

পাঠক১৯৭১ বলেছেন: আমার কমন্টা খেয়ে ফেলেছেন, হাউকাউ শিবির বন্ধু?


২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: শিবির আমি নই আমি ছুন্নি

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩০

বেঈমান আমি. বলেছেন: মানষিক প্রতিবন্ধি ছাড়া শিবির করে না।তুই করলি টা কি?তোরে নর্মাল প্রতিবন্ধি ভাবছিলাম।বাট ভুল ছিল তুই মহা ধুরন্ধর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: না জেনে কাউকে আক্রমন করা উচিৎ নয় বন্ধু

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বেঈমান আমি ke like dilam

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: আমি টিক তার উলটুঁ

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

বেলা শেষে বলেছেন: ...please do not fight each other....all of we are "Muslims"....
...even Indian peoples are also "Muslims".

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
বন্ধু আপনি ১ম হৈসেন, পার্টি চাই !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.