![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমাকে ছুঁয়ে দাও
**************
এই মেঘ , ঘূর্ণি হাওয়া আমাকে ছুঁয়ে দাও
আমি অজান্তেই ভিজে যাব
এই পাহাড় , সবুজ গালিচা আমাকে ছুঁয়ে দাও
আমি অনেক রঙিন হব ।
এই বন তরু লতা আমাকে ছুঁয়ে দাও
আমি তোমাদের সাথে জড়িয়ে যাব
এই নদী , ঝরনা দ্বারা আমাকে ছুঁয়ে দাও
আমি তোমাদের বুকে ঘর বানাব ।
এই ফুল এই পাখি আমাকে ছুঁয়ে দাও
আমি তোমাদের পাখনা হব
এই নির্জন , চাঁদ তারা আমাকে ছুঁয়ে দাও
আমি আধারের জোছনা হব
এই ভোর , এই আকাশ আমাকে ছুঁয়ে দাও
আমি ভোরের আলো হব ।।
এই রংধনু , গুধুলি আমাকে ছুঁয়ে দাও
আমি সাত রঙ ছায়া হব
তারপর ভালবাসা সবার নিকট বিলিয়ে দিয়ে
নিছক একদিন ফুরিয়ে যাব ।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল জেনে খুশি হলেম
ধন্যবাদ বন্ধু
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
বেলা শেষে বলেছেন: তারপর ভালবাসা সবার নিকট বিলিয়ে দিয়ে
নিচক একদিন ফুরিয়ে যাব ।।
....Very beautiful, sensible, touchable....
For আমাকে ছুঁয়ে দাও , কবিতার কথা ।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ছবিটা চমৎকার
নিকে আসার জন্য ধন্যবাদ
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
একলা ফড়িং বলেছেন: আচ্ছা ছুঁয়ে দিলাম!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: সুখি হলেম
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
১ অ' ইওর বেস্টস !
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা
ভাল থাকেন সব সময়
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
মামুন রশিদ বলেছেন: দারুণ লিখেছেন বন্ধু । মুগ্ধ ।
এই প্রথম প্রায় শুদ্ধ বানানে আপনার লেখা পড়লাম । ভেরি গুড ।
শুধু 'ঝর্ণা' আর 'নিছক' বানানটা ঠিক করে দেন ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু শুভকামনা
আর বানান সেটাও টিক হবে
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
নির্বাচিতে বন্ধু'র পোস্ট দেখে ভাল্লাগলো।
পার্টি হবে !
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই , পার্টি কোথায় হলে ভাল
মতামত চাই ।
আমার বাসা মিরপুর ১২
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
ব্লগ পার্টি দেন আগামীকাল বিকালে !
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: স্থান কালসির স্মৃতি সৌধ
বিকাল ৪ টা
চলে আসেন , মউজ করা যাবে
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
নিশাত তাসনিম বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন:
নির্বাচিতে বন্ধু'র পোস্ট দেখে ভাল্লাগলো।
পার্টি হবে !
আমি জানি পরিবেশ বন্ধুর পোস্ট নির্বাচিত করায় সামুর সব ব্লগার খুশিই হবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: আমি সামুর সকল ব্লগারদের মধ্য একতার বাধনে জড়িয়ে
ধন্যবাদ
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ভালো লাগলো আপনার কবিতাটি ।
কিছু বানানে নজর দিনঃ
ঝরনা দ্বারা
পাকনা হব
গুধুলি ইত্যাদি ।
সময় হলে আমার ব্লগে আসুন ।
ভালো থাকুন ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ দিক দর্শন
সুখি হলেম
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫
স্বার্থপর-আমি বলেছেন: তারপর ভালবাসা সবার নিকট বিলিয়ে দিয়ে
নিচক একদিন ফুরিয়ে যাব ।..
ভাল লাগলো
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগার জন্য
ধন্যবাদ অগ্রগন্য
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
ইমরাজ কবির মুন বলেছেন:
বুঝেন নাই।বললাম, আগামীকাল ব্লগে একটা পার্টি পোস্ট দিতে।
বানান ঠিক করেন ||
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
অনাহূত বলেছেন: বাহ্ দারুন!
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: জেনে খুশি হলেম
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
অনাহূত বলেছেন: বাহ্ দারুন!
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
১৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৩
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।
ফাগুনের শুভেচ্ছা রইলো।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা ++++++++++
১৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:১৯
আমি সাদমান সাদিক বলেছেন: ভালো লেগেছে , ধন্যবাদ ।।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ
১৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: পরিপূর্ণ শুদ্ধ বানানে লিখলে আপনার প্রতিটা লিখাই আলাদা হয়ে থাকবে!
বেশ লাগলো!
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , শুভেচ্ছা তাই
ভাল থাকা চাই
১৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৪৫
উদাস কিশোর বলেছেন: বেশ ভাল লাগলো ।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
১৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:২১
সানড্যান্স বলেছেন: গুরু কি দেখাইলেন? হঠাত করে বেশী ভাল লিখে ফেললেন? পিছনের ঘটনা কি?
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , ধন্যবাদ
১৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:২৪
রাসেলহাসান বলেছেন: অনেক ভালো লিখেছেন।। ভালো লাগলো।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল জেনে খুশি হলেম
২০| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমি তোমাদের পাকনা হব
নিচক একদিন ফুরিয়ে যাব ।।
মনে হয় দুইটা লাইনে বানান ভূল রয়েছে। কষ্ট করে ঠিক করে দিয়েন।
পরিশেষে অনেক ভালো লেগেছে।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২১| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৬
পিয়ালী দও বলেছেন: ভাল লাগল...
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: অশেষ ধন্যবাদ
২২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।বন্ধু শুভকামনা।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , শুভেচ্ছা তাই
ভাল থাকা চাই
২৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:০৩
চুক্কা বাঙ্গী বলেছেন: অনেক ভাল লাগলো পরিবেশ বন্ধু। আপনার জন্য অনেক শুভকামনা।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:১৬
মায়াবী ছায়া বলেছেন: দারুন,,,,,আমাদের প্রত্যাশিত আশা গুলি এমনি সুন্দর স্বাধীন।,,,, ,
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: সমালোচনায় সুখি হলেম
অশেষ ধন্যবাদ
২৫| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯
বৃষ্টিধারা বলেছেন: সুন্দর ।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , নিকে আমন্রন রইল
২৬| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতা বরাবরের মতোই ভালো লেগেছে বন্ধু
০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: অনেকদিন পর , ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
হাসান মাহবুব বলেছেন: ওয়াও বন্ধু! খুব ভালো লাগলো সত্যি।