![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
প্রিয় যারে দেখিবারে পাই অজানায়
************************
পরিবেশ বন্ধু কবি
একদিন যার মুখ আধারেও চাঁদ হত
ভোরের কাহনে সাজত শিশিরের ঝাঁক
দূর্বাঘাসে আর কলমি লতায়
চোখের ভাষা হয়ে আঁকিত শাঁক
আল্পনা হত দুরের দিগন্তে
পাখির ডানায় হত মনের ময়ূর
নদীর বুকে হত সূর্য ইন্দু
রাখালিয়া সুরে হত বেদনা বিধুর
সেই সে নয়না আজও কল্পনায়
বৃক্ষ নীড়ে সাজে ফুলের কুঁড়ি
জানিনে হে সৌরভী হৃদয়ের কুহরে
আমার আঙ্গিনায় খাও গড়াগড়ি ।
আজি অজান্তে তুমি সিমানা ছাড়িয়ে
দুল খাও কার বা বাগান বাড়ী
মনে পড়ে যায় কত আপনায়
দিতে সুর ভাললাগা হত কত না আড়ি ।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য
শুভকামনা
২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: পরিবেশ বন্ধু আপনি সত্যিকারের পরিবেশের বন্ধু।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০০
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি শুনে সুখি হলেম ।।
৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ++++++্
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ++++++++++++
৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর কবিতা
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০২
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , কমেন্টের জন্য
ধন্যবাদ অগ্রগন্য
৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪২
এম এ কাশেম বলেছেন: চমৎকার বন্ধু
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: সুখি হলেম ধন্যবাদ ভ্রাতা , আপনার লেখাও বেশ ভাল
৬| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:২৪
এহসান সাবির বলেছেন: আজি অজান্তে তুমি সিমানা ছাড়িয়ে
দুল খাও কার বা বাগান বাড়ী
মনে পড়ে যায় কত আপনায়
দিতে সুর ভাললাগা হত কত না আড়ি ।
দারুন কবিতা।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ২:১২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , ভাল থাকেন
৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ২:১২
হাতীর ডিম বলেছেন: বন্ধু আপনার কবিতা গুলো আসলেই ভাল হচ্ছে।
ধন্যবাদ
০৭ ই মার্চ, ২০১৪ রাত ২:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: হাতির ডিম
৮| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আজি অজান্তে তুমি সিমানা ছাড়িয়ে
দুল খাও কার বা বাগান বাড়ী
মনে পড়ে যায় কত আপনায়
দিতে সুর ভাললাগা হত কত না আড়ি ।
আহারে!
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: লুল বন্ধু , বিরহ বেদনা
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৩
মামুন রশিদ বলেছেন: বন্ধু, ইদানিং আপনার কবিতা সেই রকম ভাল হয় ।
প্রথম ভালোলাগা++