![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
কালো ছায়া
**********
মৌলবাদ এবং অপরাধী যারা তাদের কে
মানুষ সব সময় ঘৃণার চোখে দেখে
স্বাধীনতা হরণ করে নষ্ট শকুনেরা
খাটিয়ে প্রভাব এরাই উদ্ধে মাথা তুলে থাকে
এরা হিংস্র হায়না যুলুমে ঘটায় সর্বনাশ
কে বলে মানুষ এরা নর্দমার কীট
ভান্তি আর অপরাধ এদের ভূষণ
বিশ্ব মাঝে এরাই আজি খুনি দেবাসিট ।।
দখল লয় রক্ত চুষে মানবতা বিকিয়ে
ভাঙ্গে সুশিল সমাজ অন্যায় করে
ছি ছি লজ্জা পশুর মত অবয়ব
হিংস্রতার কালো ছায়া এদের অন্তরে ।।
২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ একমত প্রকাশের জন্য
২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২২
মামুন রশিদ বলেছেন: কে বলে মানুষ এরা নর্দমার কীট
২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: একমতে ধন্যবাদ
৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৯
এহসান সাবির বলেছেন: পরিবেশ বন্ধু কেমন আছেন?
২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল , বাড়ী থেকে ঢাকায় আসলাম মাত্র
৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০০
হাতীর ডিম বলেছেন: বন্ধু কেমন আছেন?
২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:২০
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল বন্ধু
৫| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪
ইমরাজ কবির মুন বলেছেন:
কবিতা ভাল হৈসে বাড্ডি ||
২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , তা বাড ডি মানে কি
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৩
সংগ্রামী বালক বলেছেন: কবিতার প্রতিটা পয়েন্টেই একমত। বিশেষ করে এই জায়গায় একদম একমত "কে বলে মানুষ এরা নর্দমার কীট"|