![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
অভিমানী
**********
ভালবাসি যারে সে কেন বুঝেনা
ফাগুন ও বেলায় কেন মোর খুজেনা ।
কত যে স্বপন তারে লয়ে
ঘুম ভাঙ্গানো এ হৃদয়ে
সময় বয়ে যায় ,আঁখি কেন মেলেনা ।
আধারে কত জোছনা ঝরে
কত যে রজনী কত প্রহরে
কেন যে তারে ফিরে পাওয়া যায়না ।।
কত আভিমান ভরা তোমার এ মন
ঘন মেঘে মিশে যায় তব দুনয়ন
লাজে মরি হায় একবার কাছে এসনা ।।
প্রেম বিরহ
************
তোমার সাথে অনেক দিনের আড়ি
ভালবাসার রঙ মেখে ভাঙলে দুধের হাড়ি
তোমার প্রেমে পড়ে তাই আমি হলেম সঙ
সস্তা পন্য ভেবে কত রসিক জনা করল ডং
হৃদয়ে সখ আহ্লাদ যত সব নিয়েছ কেড়ে
জুনাক জ্বলা রাতের মত এসেছিলে নীড়ে ।।
আজ মনে হয় অনেক দূরে তোমার বসবাস
ঘটল তাই এই কপালে ভালবাসার সর্বনাশ ।।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ
২| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:২০
এহসান সাবির বলেছেন: দারুন কবিতা বন্ধু...
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
৩| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ২:১৪
এম এস নিলয় বলেছেন: বেশী বেশী ভালো হয়েছে
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:০২
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , ধন্যবাদ
৪| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫২
লাবনী আক্তার বলেছেন: আধারে কত জোছনা ঝরে
কত যে রজনী কত প্রহরে
কেন যে তারে ফিরে পাওয়া যায়না ।।
খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:০১
পরিবেশ বন্ধু বলেছেন: মন্তব্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৭
দালাল০০৭০০৭ বলেছেন: সুন্দর কবিতা কবি