![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমার প্রিয় স্বাধীনতা
************
আমার প্রিয় স্বাধীনতা মুক্ত মনের এক্যতান
বঙ্গবন্ধুর জলসানো ভাষণ আর রবিঠাকুরের গান
আমরা প্রিয় স্বাধীনতা বীর দামাল ছেলেদের দিপ্ত শপথ
মায়ের আঁচলে শিশুর হাসি , বধুর নাখের নথ ।
আমার প্রিয় স্বাধীনতা জেলের জালে রুপালি ইলিশ
কৃষাণের পায়ে চলা মেঠু পথ আর মাঠ ভরা ধান শিস ।
আমার প্রিয় সাধিনতা শ্রমিকের রোদে পুরা মুখ
উৎসব মুখরিত গ্রাম্য জীবনের সুখ দুখ ।।
আমার প্রিয় স্বাধীনতা বাউলের সুর রাখালিয়া বাঁশি
কিশোর বালকের মুক্ত ঘুড়ি ওড়ানো আর মিটিমিটি হাসি ।।
আমার প্রিয় স্বাধীনতা , কলসি কাঁকে বালিকার হেটে চলা
বসন্ত বাতায়নে কোকিল কণ্ঠ আর গ্রাম্য মেলা
আমার প্রিয় স্বাধীনতা শিতের খেজুর রসের হাড়ি
চঞ্চল সুখদ অবাধ ছুটে চলা , বেড়ানো মামার বাড়ী ।।
আমার প্রিয় স্বাধীনতা কবির কবিতা , পাঠশালা মাঠ
ঝিলের জলে শাপলা কুড়ানো শৈশব আর খেয়া ঘাট ।।
আমার প্রিয় স্বাধীনতা বিপ্লবী জনতার বজ্র কণ্ঠসুর
মুক্ত পতাকা আর বাংলাদেশের একটি নতুন ভোর ।।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৯
হাতীর ডিম বলেছেন: চমৎকার লিখেছেন বন্ধু।
স্বাধীনতা তো আসলেই আমাদের চারপাশের সব কিছুতেই জড়িয়ে আছে।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো অগ্রিম।
কবিতার জন্য ধন্যবাদ।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ
স্বাধীনতার শুভেচ্ছা
৩| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:২০
মামুন রশিদ বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা.. @বন্ধু
২৬ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা কমেন্টে
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩২
এম এস নিলয় বলেছেন: ভালো লিখেছেন