নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

যদি আমি হারিয়ে যাই

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫০

যদি আমি হারিয়ে যাই

************* পরিবেশ বন্ধু



মাঝে মাঝে আমি হারিয়ে যাই , শুন্য থেকে মহাশুন্য

নিজেকে মনে হয় ফানুস ঘূর্ণি অভিমুন্য ।

হাওয়ায় ভেসে কোন দূর অজানায়

আকাশের সাত রঙে মিশে কোন গোধূলি বেলায় ।

মাঝে মাঝে আমি হারিয়ে যাই ঘন অরন্য

চির সবুজের পত্রালিকায় মিশে হয়ে উদাসিন বন্য ।।

যেখানে মেঘ হাওয়ায় আবেশে দুলে

রঙ ধনু সাজে দুতি ছড়ায় আকাশ নিলে ।।

মাঝে মাঝে আমি হারিয়ে যাই স্বপ্নের বাধ ভেঙ্গে

পথ হারানো কোন পথিকের সঙ্গে

মাঠের দূর্বাঘাসে শিশিরের কনায় , মুক্তার মালায়

নিজেকে দেখি কোন ঝর্ণার ছায়ায় ।।

মাঝে মাঝে আমি হারিয়ে যাই সাগরের গর্জনে

ঢেউ এর দুদুল্যমান সফেদ ফেনিল আবরণে

পাহাড় , পর্বত ছুয়ে যত কিছু রয়

সবি আমার সনে মিতালি গড়ে চুপি চুপি কথা কয়

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: ভালো কবিতা হইছে।
+++

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ

২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৮

১৯৭১স্বাধীনতা বলেছেন: সুন্দর

ভাই টাইপো একটু কিয়াল কইরা---হে হে।পড়তে গিয়া চোখে লাগলো

অভিমন্যু---দ্যুতি-----আকাশনীল------দোদুল্যমান

৩১ শে মার্চ, ২০১৪ রাত ২:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৩| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৮

আলী খান বলেছেন: মাঝে মাঝে আমি হারিয়ে যাই , শুন্য থেকে মহাশুন্য...++

৩১ শে মার্চ, ২০১৪ রাত ২:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৪| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম। ভাল লাগলো ভীষণ

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৫| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩০

মামুন রশিদ বলেছেন: এর পর হারিয়ে গেলে আমাকে সাথে নিয়েন বন্ধু ।



কবিতা ভালো লেগেছে ।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই সেটা বিবেচনা করা হবে

৬| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ণাঈছ .

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.