![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বন্ধু সাথি
***************
বন্ধু হতে চাও ২ বার
মন পবনে ওড়ায়ে ঘুড়ি একটি বার তাকাও ।।
ঝেরে ফেল সকল ভাবনা
মিশে যাও হয়ে আপনা
মুক্ত মনে মোর পানে একবার ফিরে চাও ঐ
যদি মিলে আশার আলো
লাগবে সেথা কতই ভালো
উজার করে এইনা মনের দরজা খুলে দাও ঐ
ভাল বাস সত্য মনে
রাখ মোর হৃদয় আসনে
মানব জনম হবে সার্থক আসল চিনে নাও ঐ
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
ভাল থাকবেন
২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:১২
সোজা কথা বলেছেন: সুন্দর!!!
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
হাসান মাহবুব বলেছেন: এইটা একটা সেরা কবিতা হইসে বন্ধু!