![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
প্রিয় জেনে নিও
************
সুরের বাঁশরী । মোঃ মাসুদ মিয়া গিতি কথা ও সুর
১। হে প্রিয় জেনে নিও ,সুরে সুরে বাঁশরী বাজে
স্মৃতির বাসরে সাজিও ।
আজি এ লগনে শুধু পড়ে মনে
কেন এত লুকুচুরি চাদের ও সনে
উদাস এ হাওয়ায় লুকানো ভাষা মেঘে মেঘে ছড়িয়ে দিও ।
এই বুকে জমা কত যে ভালবাসা
সুখের পায়রা হয়ে কখন ও জাগায় আশা
হৃদয় উজার করে যদি দেখানো যেত এখানে জেগে রও তুমিও ।
২, বাজাইওনা মোহন বাশি বৃষ্টি ঝরে আঁখির পাতায়
মন শুধু মনেতে হারায় ২বার
মনরে ......মিশিয়া মানুষের সঙ্গে
বাস করিলে কতই রঙ্গে
প্রেম সুধা নব অঙ্ঙ্গে মজিলে খেলায় ঐ
মনরে ...... বাসিয়া মানুষে ভাল
দিল মাঝে প্রদীপ জাল
ফুটাও জগতে আলো স্বপন ও বাসনায় ঐ
মনরে ......ভাবুক মাসুদ কেঁদে সারা
কেমনে জুড়াইব অন্তরা
জাগিবে কি প্রেমের মরা এই অবেলায় ঐ
৩। নিরব ও চাহনি কার পানে
কথা কহ না বুঝি লাজে
দেখ আকাশ ডাকে কাল সাজে
হৃদয় নিলিমায় উটে ঝড়
কেটে যায় বিষণ্ণ প্রহর
হেথা তায় সুর কানে বাজে ঐ
হারানো সেদিনেরা তাড়িয়ে বেড়ায়
স্মৃতিরা কভু মনকে নাড়ায়
কেন যে ভাসে ছবি হৃদয় মাঝে ঐ
৪।দূর হতে আর ডাকিস না আমায় সোনা বন্ধুরে
মায়া লাগাইয়া ভুলিলায়
যখন ছিলে অতি পাশে দেখতাম রাঙ্গা ভোর
ভাসত ছবি দুনয়নে কত সুমধুর
রঙ্গের ফানুস হটাত আজি ধুলাতে লুটায় ঐ
মান অবিমান খেলা হত চাঁদনী রাতের গায়
মাটের পাড়ে দুরের দেশে মন ছুটত অজানায়
গোপন চিটি লিখে দিতাম পাখিরও ডানায় ঐ
লাজ রাঙ্গা সেই মিষ্টি হাসি বড়ই মনে পড়ে
স্বপ্নলোকে পাই আর হারাই মন বসেনা ঘরে
ভাবুকে কয় তাই ত একা ভাবি নিরালায় ঐ
৫ .
, আমার দেশের এই মাটির তরে মনরে
দেখলে জুড়ায় নয়ন ভরে
রাঙ্গা রবি ছড়ায় হাসি পুব আকাশের গায়
জাগে পাখি কলতানে গাছের ও শাখায়
নব রূপে উদয় সবি তায় নতুন ভোরে ঐ
ভরা নদী নিরবধি বহে দূর গায়
দুকুলে তার জল টল মল মাটের কিনারায়
বনের বৃক্ষ লতা ফুলে ফুলে ভ্রমর কত ওড়ে ঐ
মাটে মাটে সোনার ফসল বায় বাতাসে দুলে
তরুলতায় সজীবতা দেখায় নানা ফল ফসলে
মেট পথে শোক নো পাতা হাওয়ায় কভু ওড়ে ঐ
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +++++++++++
২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস বন্ধু, নাইস ||
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ মুন
শুভেচ্ছা
৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:৪৩
হাতীর ডিম বলেছেন: ভাল লাগছে বন্ধু
০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল জেনে খুশি হলাম
ধন্যবাদ
৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৭
আমিই মিসিরআলি বলেছেন: ভালোই বন্ধু,
বানানের প্রতি একটু যত্নবান হন
কেমন আছেন ??
০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল আছি বন্ধু
ধন্যবাদ ,ভাল থাকেন
৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭
মামুন রশিদ বলেছেন: চমৎকার মাসুদ গীতি তে ভালোলাগা ।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , ভাল থাকা চাই
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০১
দালাল০০৭০০৭ বলেছেন: বাহ বাহ কবি সাব বহুত আচ্ছে।
++++++