নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার ঘর আছে এই বুকে

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮

ভালবাসার ঘর আছে এই বুকে

*********** এক

প্রিয়তমা তোমার জন্য বাধিলাম ঘর

সেথায় আজ খা খা মরু ভালবাসার চর

বসন্ত বাতায়নে আজও কোকিল গান গায়

নিশাচর আজও উড়ে নিশুতি বেলায়

তপুবনে নির্ঘুম দৃষ্টি শুন্য মেলে

আজও জেগে থাকি তোমার খেয়ালে ।



দুই

প্রিয়তমা জেগে আছ শুন্যতার মাঝে

তোমার দীর্ঘশ্বাস আজও কানে বাজে

ছিলে তুমি একটি ভোর , ঘাসের শিশির

আলেয়ার ঝিলিমিলি প্রথম প্রহর

মাঠের পাড়ে শুয়া কলমি লতা

ফাগুনের দুষ্ট হাওয়া প্রথম কবিতা

বৃষ্টির ছন্দে ভিজে যাওয়া ক্ষন

ঘুধুলি বেলার একান্ত মধু আলাপন ।

তিন

প্রিয়তমা , তুমি আছ কোথা মন রাঙায়ে

দিয়েছ মমতায় আমার ঘুম ভাঙায়ে

পড়েছিলে এলোকেশে লাল পেড়ে শাড়ি

কুপায় ফুল নাখে দুল এলে বাগান বাড়ি

হাতে হাত রেখে দিলে লাজে ভরা হাসি

বলেছিলে তোমায় আমি অনেক ভালবাসি

দুষ্ট পাখিরাও সেদিন মুক্ত মেলেছিল ডানা

সেই তুমি নিরব হলে খুজে আপন ঠিকানা ।।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

মামুন রশিদ বলেছেন: তিনটা কবিতাই মিষ্টি প্রেমের আবাহন ! ভালো লাগছে বন্ধু ।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগার জন্য
হলুম আমি ধন্য

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আহা !!! প্রিয়তমা......

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪

দালাল০০৭০০৭ বলেছেন: aha aha kobi

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: কি বন্ধু প্রবাস জীবন কেমন লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.