নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

নুর নবী সা এর একটি মুজেজা

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১

দয়াল নবী পাক সা এর মুজেজা ঈমানের শক্ত আকিদা ।

***************



আবু খুহার নামক এক বেদীন মদিনায় নিকট বর্তি সুহাফ নামক

স্থানে বাস করতেন । লোকটি তার বিবির নিকট একটা বড় মাছ



এনে তারাতারি রান্নার তাগদা দিলেন । বিবি মাছ কুটতে বসলে

লোকটি গোসলের উদ্দেশ্য নদীতে রওয়ানা হলেন ,বিবি ডাক দিয়ে

বললেন শুনছ গো আচানক খবর মোহাম্মদ নাকি সাত আসমান

পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা কইরা আইল ।

বেঈমান লোকটি কটাক্ষ করে বললেন মোহাম্মদের কথা আর

বলনা এসব মিথ্যা ধুকাবাজি ।

মনে মনে স্ত্রী লোকটি নবীজীর প্রতি বিশ্বাসী ছিল /স্বামীর এহেন

কথায় বড় মর্মাহত হলেন কিন্তু বদ স্বভাবের জন্য কোণ উচ্ছবাক্য

করলেন না । গোসলের জন্য নদীতে ডুব দিতে যাবে লোকটি /

আল্লাহর ক্ষুত্রতে ডুব দিয়ে ভাসলে তৎক্ষণাৎ সে সুন্দরি রমণীতে

পরিণত হয়ে গেল ।

মিসরের সওদাগর আজিম বখত এদিক দিয়ে যাচ্ছিলেন , রমনিকে

দেখে জাহাজে তুলে নিয়ে গেলেন এবং সাদি করে বাড়ি নিয়ে গেলেন ।

ক্রমে সাত সন্তান হল তাদের ঔরসে । বহুদিন পর নদীতে গোসল করার জন্য সদাগরের স্ত্রী গভীরে ডুব দেয় , ডুব থেকে ভাসলে আল্লাহর ক্ষুত্রতে আবার সে পুরুষে রূপান্তরিত হয়ে যায় ।



ঘাটে এসে দেখে তার সাবান তুয়ালে সব টিক জায়গায় আছে ।

বাড়ি এসে আরও অবাক হয় দেখে তার বউ এখনও মাছ কুটাতে

ব্যস্ত ।

লোকটি ধমক লাগাল গিন্নি মাছ কাটতে কি বার বছর সময় লাগে ,

কেন , তুমি তো মাত্র ডুব দেয়ার জন্য গেলা এর মধ্য বার বছর

হল কই ।

লোকটি তার বউয়ের নিকট সবিস্তার বর্ণনা করল । ইমানদার পরহেজগার মহিলা জবাব দিল / অহে ভণ্ড নবীজীর মেরাজের ঘটনা তোমার নিকট মিথ্যা হয়েছিল / সহজে বিশ্বাস করনাই

কিন্তু এখন কেমন হল ।

লোকটি সাথে সাথে নবীজীর নিকট গিয়ে কলমা পড়ে মুসলমান

হয়ে গেল । এবং উক্ত মাজেজা প্রকাশ হলে ঐ গোত্রের ৩/৪ শত

বেদীন ইসলাম গ্রহন করেছিল ।

এজন্য সদা সর্বদা আল্লাহ এবং তার রাছুলের উপর আমাদের

ঈমানকে মজবুত রাখা দুনিয়া ও আখিরাতের মুক্তি ।

আল হাদিস থেকে সংকলিত ।

চলবে

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৬

দালাল০০৭০০৭ বলেছেন: সুন্দর পোাস্ট বন্ধু জন

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৩

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: ভালো লাগলো!!

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৩

লাবনী আক্তার বলেছেন: আল্লাহু আকবর!!

ভালো লাগল পড়ে। অনেক ধন্যবাদ পরিবেশ ভাই এমন পোস্ট দেয়ার জন্য।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক দিন পর , ধন্যবাদ লাবনী
ভাল থাক

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
Good post buddy.

১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ মুন

৫| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১

মোমেরমানুষ৭১ বলেছেন: লাবনী আক্তার বলেছেন: আল্লাহু আকবর!!

ভালো লাগল পড়ে। অনেক ধন্যবাদ পরিবেশ ভাই এমন পোস্ট দেয়ার জন্য।

১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , খুশি হলুম
মন্তব্য +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.