![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বাংলা নববর্ষ এবং রাজনৈতিক কথকথা
**************
প্রথমে জানাই বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা । পহেলা বৈশাখ এলে
আমাদের চিরচেনা সংস্কৃতির মধ্য, পান্তা ইলিশের মুখরোচক স্বাদ
মিলে । গ্রামে বসে গ্রাম্যমেলা , বাউলের আসর কত কি । কুমারি মেয়েরা সাজে আপন মনের মাধুরি মিশিয়ে , আর রসিক বাজায়
বাঁশি ।
আনন্দ বেদনার মিশেল নাগরিক সমাজে আসে নানা পরিবর্তন । কৃষাণ তুলে নতুন ধান । ধানের দেশ গানের দেশ আমাদের বাংলাদেশ ।
যুবা পুরুষেরা যাত্রা পালা সাজায় , সুন্দরি সেথা নাছে আর বাহবা দেয় হাজার ও দর্শক । সব মিলিয়ে আবহমান বাংলার নববর্ষ
সাজে রঙিন বিচিত্রতায় ।
আমি এবার দেশের রাজনৈতিক কথনে চলে যাই । যারা ক্ষমতায়
তারা ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে । আর যারা
বিরুধি তারা সরকারের সমালোচনায় ব্যাস্ত দিন রাত ।।
যে দেশ গরিব , লোক সংখ্যার আধিক্ষতা বেশি । সেই দেশে
কত না বিচিত্র দল ।। সেই ৭১ থেকে অধ্যবধি সেই সব দল তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এখনও পর্যন্ত টিকে আছে ।।
আমার কথা হল গনতন্ত্র মানেই বহুদল । আর এক দলের শাসন
মানেই একনায়ক তন্ত্র ।। তার প্রমান গণজাগরণ মঞ্চের মুখপাত্র
ডাঃ ইমরান সরকার ।। ইদানিং দুদলে বিভক্তি ঘটে এক দল নাকি
তাকে বয়কট করেছে ।।
যে দেশে শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান সে দেশে ইসলাম নিয়ে রাজনীতি , যেমন হেফাজত ইসলাম ।।
আমি জামাত এর এক লোক কে প্রশ্ন করেছিলাম ৭১ এ আপনার
ভুমিকা কি ছিল । তিনি তাৎক্ষনিক উত্তর দিল আমি মুক্তিযুদ্ধা ।।
আমি অবাক হইনি কারন এই উল্টাপাল্টা রাজনীতির দেশ আমাদের বাংলাদেশ ।।
আমি ক্ষমতাসিন দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলব একনায়ক
তান্ত্রিক আচরণ করে ডাঃ ইমারান সরকারের মত জনগনের বিশ্বাস হারাবেন না ।।
বিরুধি দল কে সুযোগ দিন , সংলাপে আহবান করুণ । ১লা বৈশাখের অঙ্গিকার যেন হয় সবার মিলিত প্রয়াসে দেশ গড়ার ।।
©somewhere in net ltd.