![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
***************
মন রাঙ্গানো ভোরের আলো
আমি যদি ভোরের বেলায় উটে
ধুলির মাঝে আয়েশে যাই ছুটে
সবুজ কানন ডাকবে আমায় দুলে
চৈতি হাওয়া বইবে ফুলে ফুলে
মন পবনে সাঁজায়ে দৃশ্য ঘুড়ি
দূর দিগন্তে উড়ব গগন জুড়ি
পাখির ডানায় আবির রাঙ্গা পালক
ভোরের চিঠি খুজব রবির ঝলক
মুটু মুটু স্বপ্ন ছায়া এঁকে
উড়িয়ে দেব এই বাংলার বুকে
নিত্য তাই নদীর জলে ভেসে
মন রাঙ্গাব ভোরের আলোয় হেসে ।
আমার ইচ্ছেরা
**********পরিবেশ বন্ধু কবি
আমি যখন মেধ হয়ে যাই
মন পবনের নায়
ঘূর্ণি হাওয়া নাছন করে
সেথা অজানায় ।
আমি যখন ভোর হয়ে যাই
শিশির ভেজা ঘাসে
আলোর কনা লুটায়ে পড়ে
কত না উচ্ছ্বাসে ।
আমি যখন চাঁদ হয়ে যাই
জোছনা ঝড়ে কত
রাতের আধার বিজলী হাসে
তাই অবিরত ।
আমি যখন জল হয়ে যাই
নদীর কুলে কুলে
বকের সারি কাশবনেরা
জাগায় আমায় দুলে
আমি যখন বাগান হয়ে যাই
ফুলে ফুলে সাজে
পাখপাখালি গান করে তাই
মিশে আমার মাঝে ।।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সান্দ্যান্স , নববর্ষের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৩
সানড্যান্স বলেছেন: ওওস্তাদ!!! সেইইইইইইইইইইইইইই কবিতা!! পুষ্টে পিলাছ!!!