নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কাব্য সংকলন , কবিতার ডায়রি

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০

সংকলন

***************

কবিতার ডায়রি

*****************

এম ,জি , আর মাসুদ রানা



************

কবিতা

বিজয় এর আনন্দ

********** পরিবেশ বন্ধু



মুক্ত স্বাধীনতার বিজয়

**********

স্বাধীনতা মানে সবার কথা মুক্ত মায়ের হাসি

নিত্য ভোরের উদয় রবি রাখালিয়া বাঁশি

স্বাধীনতা মানে মেটু পথে ঘোমটা টানা বধু

কাননের ঐ ফুলের শোভা ভ্রমর ওড়া যাদু

স্বাধীনতা মানে নদীর ঘাটে অবাধ কিশোরের সাতার

চাষির পায়ে রাঙা ধুলু কচি ফসলের বাহার

সাধিনতা মানে জেলের জালে নানা রঙের মাছ

গাঁয়ের ছবি সবুজ ছায়া সজীব তৃণ গাছ ।।

স্বাধীনতা মানে শিশুর মুখে অ আ , শেখা বুলি

চাঁদনি রাতে জুনাক জ্বলা রসের কথাকলি

স্বাধীনতা মানে রদ্রছায়া বটবৃক্ষের নীড়

উদাস বাউলের সুমধুর কণ্ঠ স্রোতাদের নৃত্য শীর

স্বাধীনতা মানে বিদ্যাশালার মগজ ধুলা শিক্ষার্থীর পাঠ

শিশুর আনন্দ লাটাই ঘুড়ির উৎসব মুখরিত মাঠ ।।

স্বাধীনতা মানে কবির ছন্দ , সুর লহরি তান

পুস্প মল্লিকা বসন্ত বাতায়ন ,ভোরের সুমধুর আযান ।

স্বাধীনতা মানে স্বপ্নের নীড়ে উদাস ক্ষনের হাওয়া

চিত্ত সরবে জলসাঘরে মুক্তমনে গান গাওয়া ।।

স্বাধীনতা মানে জনজাগরন এর প্রান চঞ্চল আওয়াজ

দেশ রক্ষা বাহিনীর কটিন শপথ তালে তালে কুজকাওয়াজ ।।

স্বাধীনতা মানে শ্রমিকের ঘাম রোদে পুড়া মুখ

বালিকার নয়নে প্রেম বিয়ের পিড়ি নব জীবনের সুখ ।।







২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৩ ০

লেখক বলেছেন: সনেট ''''''''' পরিবেশ বন্ধু

ভালবাসা খুজে

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

অনেক পথ দিয়ে পাড়ি তোমারে খুজে

ধন্য হয়েছিল হৃদয় , ছিল ভালবাসা

নয়নে দেখেছি মোহ , গভীর প্রত্যাশা

নিরন্তর দেখি তোমায় দুচোখ বুজে ।।

কত রাত জাগা স্বপ্ন মিশে আলেয়ায়

রহস্যর বাধ ভেঙ্গে জাগায়ে এমন

এনেছি দিগন্ত ছুঁয়ে মধুর লগন

কত যে ভাল লাগার গহন বেলায় ।।



আজ মনে হয় সেই সে ছায়া ধুসর

মিটি মিটি জুনাকির আলোর প্রহর

ছুঁয়ে ছুয়ে তোমারে পাই একাকি ভেলা

মন রাঙায়ে তুমি কত করেছ খেলা

থাক তুমি জাগ্রত প্রিয় অন্তর জুড়ে

সুখে দুঃখে ভালবাসায় অশ্রু নীড়ে ।।









বিজয় দিবস এর গান

***********



বিজয়ের আনন্দে হৃদয়ে বাংলাদেশ

ভোরের সূর্য হয়ে ভাসে

উৎসবে রঙিন মহাজনতা , উদ্ধে নিশান দুলে বাতাসে

কত যে স্বপ্ন বহে কাননে বাংলায়

বিশ্ব বুকে মাথা তুলে দ্বারায়

কোটি মানুষের ভিড়ে স্বাধীনতা আজ প্রাণও উল্লাসে ঐ



লাল সবুজে আঁকা একটি পতাকা

লক্ষ শহীদের রক্তে লেখা

কত না সবুজের নীড়ে ফুল পাখি হয়ে মমতায় মিশে ঐ



স্মৃতির মিনারে আজও জাগ্রত পথিক

শত বুদ্ধিজীবী আর ভাষা সৈনিক

সকল ও নদীর কুলে , অরন্য মাঠে আমার বাংলা হাসে ঐ



কত মহামুনিষি , , বাউল কবি

কত জলসাগর , আর সংস্কৃতি হবি

সুরে সুরে আমার বাংলা জাগে শিল্পির তুলি আর ক্যানভাসে ঐ

**************************

স্মৃতির মিনার / স্মৃতিসৌধ

*********** পরিবেশ বন্ধু

কবি সমাজ বাংলাদেশ ?



ইতিহাসের সাক্ষ্য হয়ে রয় দ্বারায়ে স্মৃতির ,মিনার

দেশের স্বাধীনতা আর গৌরব সেথা মিশে একাকার ।।

লক্ষ প্রানের রক্তে ভেসে আঁকা হয় মোদের মানচিত্র

শোষকদের ছিন্নমুলে ছিল মুক্তির চেতনা ক্রুদ্ধ নেত্র

মায়ের দোয়া আর বাবার জায়নামাজ ভিজে রক্তগঙ্গায়

দামাল ছেলেদের বুকে দিপ্ত শপথ মুক্তির বারতায়

কত প্রান যালিমদের বেয়নেতে হল তাজা খুন

সম্ভম কেড়ে নেয় খান সেনারা নির্যাতন হয় মা, বোন

ঘর বাড়ি , স্থাপনা এদের আগুনে পুড়ে হয় ছাই

কত স্বজন হারাদের মর্মর হাহাকার ঠিকানা যে নাই

অবারিত অশ্রুমাখা মায়ের আচল আজও দিন গুনে

ছেলের প্রতিক্ষায় মা আশার প্রদিপ জালে দীর্ঘশ্বাস মনে

কচি কচি প্রান চঞ্চল শিশুদের দেখে মা সাত্রনা পায়

তাদের ভিড়ে ছেলের আপছা মুখ উটে ভেসে ক্ষনে লুকায়

সব আনন্দ জলসা গৃহ , বিদ্যাশালা মাঠ আঙিনায়

শহীদ দামাল ছেলেরা শিশুদের মাঝেই নব জীবন পায় ।।

আজও স্মৃতির সাক্ষ্য বহন করে মাথা তুলে স্মৃতিসৌধ

রক্ত লেখা স্বাধীনতার কথা,ওড়ে পতাকা দূর্বার প্রতিরোধ ।।



**********

বাংলার নিশান

********* পরিবেশ বন্ধু

কবি সমাজ বাংলাদেশ ?



বাংলার নিশানে ঐ দেখ জনতা

শহীদ বীর সন্তান দের মুক্তি বারতা

যারা রেখে গেল প্রান

প্রান ফসলের দান

আনলে বিজয় স্বাধীনতা ঐ

লক্ষ মায়ের শ্রেষ্ঠ সন্তান

দিল তাজা বুকের রক্ত ঢেলে

আজও তাদের স্মৃতি অম্লান

জাগরিত মানুষের হৃদয়নীলে

লক্ষ ভোরের পাখি হয়ে

বাংলার কাননে আনে মমতা ঐ



***********

একতার বাধন

********* পরিবেশ বন্ধু



স্বাগতম কবিতার খাতা

ছন্দ আনন্দে

ভাল আর মন্দে

ফুল ফুটুক কথা ,

হেসে উটুক জীবন

সুখের বারতায়

মমতা ভালবাসায়

আনদময় হোক হৃদয় ভুবন

সত্য ও সুন্দরে

সমাজ গড়ি

শান্তি ও সেবায় প্রান সঞ্চারী

ওরাই নিশান সবার তরে

************

পরিবেশ বন্ধু

পল্লী গান

******





আমারে পাগল বানাইয়া তুমি রইলে কোন জায়গায়

মায়া লাগাইয়া ভুলিলায় ২ বার

সখি গো

দেখি তোমার মনের আয়না

প্রেমিক মন যে আর বুঝেনা

তুই বিহনে আর ভাল লাগেনা ,

এস আমার অন্তরায় ঐ



ফুটে রে ফুল ঐ কাননে

ভ্রমর নাছে মধুবনে

এস সখি যাই বাগানে ,

সেথা ফুল কতপ্রানে সুভাস ছড়ায় ঐ



নিত্য পাই ভোরের দেখা

মেঠূ পথ আঁকাবাঁকা

কলসি কাকে যায় বালিকা

, কত মনোরম বাংলারও হৃদয় ঐ



কবি মাসুদ রানা দৃশ্য আকে

কত মমতায় মিশে থাকে

কত মাঠ , অরন্য নদীর বুকে

বাংলায় দেখি স্বাধীন সূর্যউদয় ঐ



***********

শিতের আগমন কুয়াশায় ধাকা চাদয়ে

কার সে ছবি ভাসে অন্তরে





হিম হিম টাণ্ডা এ লগন

মন মোহিনীর ভাসে দুনয়ন

স্নিগ্ধ সৌরভ ভোরের শিশিরে ঐ

আকাশে মেঘের ছায়া

বৃক্ষলতায় মৃদু হাওয়া

বালিকার হেটে যাওয়া সুদুরে ঐ

নদীর তিরে জল

দুকুলে টলমল

সে যে আসে নিত্য মনেরও মুকুরে ঐ

ধানেরও গন্ধে

গভীর আনদে

নাছে গায় বাউলেরা বাংলার প্রান্তরে ঐ



*************

সখির চেনামুখ

********************

পুস্প কাননে ঐ আঁখি ভেসে যায়

********* পরিবেশ বন্ধু কবি



পুস্প মল্লিকার রাঙা এ অধরে

লাগে কত ভাল মোহনীয় নজরে

ছুটে যায় পত্র সখিগনের কুপায়

স্মৃতিরা দেয় নাড়া কত মমতায়

জড়িয়ে কুসুমের নন্দিত মালারে ঐ



আকাশের যত মেধ মিতালি গড়িয়া

দেয় কত সুখ বৃষ্টি যাছিয়া

বিরহি এ মনে সুভাসও ঝরেরে ঐ



মধু লগনে প্রিয়মুখ ছায়া হয়

পুস্প কাননে দুটি আখি মিশে রয়

তবু মন অনুক্ষন সেথা যায় ওরে রে ঐ ।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৮ ০

লেখক বলেছেন: সমাজের রোগ



ক্ষমতাসিনরা গান গায় বাংলার

ভেবে না পাই জনতা কার ।।

রাজপথে লাগে রক্তের দাগ

চুর চায় ব্যাংকের টাকার ভাগ ।।

রাজনীতি খুন হয় গড়ে আইন

সন্ত্রাসীরা ফাটায় ককটেল মাইন

জীবন অতিস্ট বাড়ে দুর্ভোগ

হানাহানি ভেজাল সমাজের রোগ

২৯ / ১ । ১৪



সবই কবির কবিতা

******* পরিবেশ বন্ধু কবিতা



দেশ আমার , মাটি আমার

বন পথে উরন্ত ধূলিকণা তাও আমার

পাখির কল ঙ্গুঞ্জন বৃক্ষশাখায়

নদী আর অরন্য বৈচিত্র্যময়

ঐ যে ভোরের মিষ্টি রোদ

মৃদুমন্দ হিমেল হাওয়া জাগায় বোধ ।

কিশোরীর মাথায় চাঁদ বুড়ির সুতুর

তার পায়ে ঝুনঝুন নুপুর

কাজল কাল নয়নের আলো

হটাৎ হাসি দুষ্টুর মত লাগে ভাল

মাঠের পাড়ে নদীর কুলে

শাপলা তুলে মালা গলে

কলমিলতার চাদুয়া জড়ায়ে

মান আভিমান করা এ হৃদয়ে

জুনাকির আলোয় লুকুচুরি খেলা

চাঁদের জুছনা মাখা আধার বেলা

কৃষাণের পথ চলা ঘাস ছুয়ে

ফসলের সজীবতা মাটির মমতা ধুয়ে

প্রজাপতি ওড়ে ধরে তার সুর

কাননে ফুল সাজে মনের ময়ূর

ভালবাসা চুরি হয় বাজে কত সুর

রাখালিয়া বাজায় বাঁশি অলস দুপুর

যেখানে যা খুজে ফিরি তা

সেখানেই ফুটে রয় আমার কবিতা ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪০ ০

লেখক বলেছেন: ভালবাসার স্বীকৃতি

*********** পরিবেশ বন্ধু কবি



আমি রিক্ত এত যে ভালবাসায়

হৃদয় চুরি করে আছ ভুল ঠিকানায়

কদমের ফুল হলুদ ছায়ায়

শেখাল প্রেম কত মমতায়

সেই সে লগন ছিল কতনা মধুর

আমি বাজাতাম বাঁশি বেদনা বিধুর

দুষ্ট পাখিরা গাইত সুরে

রবির হাসি দেখেছি ভোরে

কৃষাণের পথচলা মাঠ জমির পাড়

সবুজ ফসলের এক নিত্য সমচার

ফুলে ফুলে বাগানে সাজ

নানা পত্রের বিচিত্র কারুসাজ

বয়ে চলে নদী যৌবনা দূর থেকে দূরে

ছুট ছুট গ্রাম জাগে প্রতিটি ভোরে ।।

আকাশ বাতাস যত প্রকৃতি

সবই আমার ভালবাসার স্বীকৃতি ।।



মিষ্টি প্রেম কাব্য

*********** পরিবেশ বন্ধু কবি





তুই কি জানিস এক টুকরো ভালবাসা কোথায় থাকে

মন চাইলেই কি দেয়া যায় বেলা অবেলায় যাকে থাকে ।।

এত যে মহা শুন্য এত যে জগত রহস্য বিশালতার

সেথা কি শুধুই রঙ অনেক স্বাদ অনন্য ভালবাসার ।।

চিনে নাও গভীর চাওয়া পাওয়া মন চুরির কথা

চাঁদ তারা নিল আকাশ পেয়েও হারানো ব্যথা ।।

গভীর রাগিণী অলস দুপুর রঙ ধরা রবির আলো

কোথা মিলবে ফুটন্ত মধু ফুল সেই প্রিয় ভালো

তুই কি জানিস প্রিয়া আমার মিষ্টি গানের যাদু

যদি কুজে নিস সেই ভাল সেথা মিলবে হয়ত মধু ।।

এত ভালবাসা লুকানো হৃদয়ে খুজে পায় কোন সাধু

কারও টা টিকে নয়ত ভাঙ্গে আর সুজনের মিলে বধু ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৩ ০

লেখক বলেছেন: যদি আমি হারিয়ে যাই

************* পরিবেশ বন্ধু



মাঝে মাঝে আমি হারিয়ে যাই , শুন্য থেকে মহাশুন্য

নিজেকে মনে হয় ফানুস ঘূর্ণি অভিমুন্য ।

হাওয়ায় ভেসে কোন দূর অজানায়

আকাশের সাত রঙে মিশে কোন গোধূলি বেলায় ।

মাঝে মাঝে আমি হারিয়ে যাই ঘন অরন্য

চির সবুজের পত্রালিকায় মিশে হয়ে উদাসিন বন্য ।।

যেখানে মেঘ হাওয়ায় আবেশে দুলে

রঙ ধনু সাজে দুতি ছড়ায় আকাশ নিলে ।।

মাঝে মাঝে আমি হারিয়ে যাই স্বপ্নের বাধ ভেঙ্গে

পথ হারানো কোন পথিকের সঙ্গে

মাঠের দূর্বাঘাসে শিশিরের কনায় , মুক্তার মালায়

নিজেকে দেখি কোন ঝর্ণার ছায়ায় ।।

মাঝে মাঝে আমি হারিয়ে যাই সাগরের গর্জনে

ঢেউ এর দুদুল্যমান সফেদ ফেনিল আবরণে

পাহাড় , পর্বত ছুয়ে যত কিছু রয়

সবি আমার সনে মিতালি গড়ে চুপি চুপি কথা কয়



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৫ ০

লেখক বলেছেন: আমার প্রিয় স্বাধীনতা

************

আমার প্রিয় স্বাধীনতা মুক্ত মনের এক্যতান

বঙ্গবন্ধুর জলসানো ভাষণ আর রবিঠাকুরের গান

আমরা প্রিয় স্বাধীনতা বীর দামাল ছেলেদের দিপ্ত শপথ

মায়ের আঁচলে শিশুর হাসি , বধুর নাখের নথ ।

আমার প্রিয় স্বাধীনতা জেলের জালে রুপালি ইলিশ

কৃষাণের পায়ে চলা মেঠু পথ আর মাঠ ভরা ধান শিস ।

আমার প্রিয় সাধিনতা শ্রমিকের রোদে পুরা মুখ

উৎসব মুখরিত গ্রাম্য জীবনের সুখ দুখ ।।

আমার প্রিয় স্বাধীনতা বাউলের সুর রাখালিয়া বাঁশি

কিশোর বালকের মুক্ত ঘুড়ি ওড়ানো আর মিটিমিটি হাসি ।।

আমার প্রিয় স্বাধীনতা , কলসি কাঁকে বালিকার হেটে চলা

বসন্ত বাতায়নে কোকিল কণ্ঠ আর গ্রাম্য মেলা

আমার প্রিয় স্বাধীনতা শিতের খেজুর রসের হাড়ি

চঞ্চল সুখদ অবাধ ছুটে চলা , বেড়ানো মামার বাড়ী ।।

আমার প্রিয় স্বাধীনতা কবির কবিতা , পাঠশালা মাঠ

ঝিলের জলে শাপলা কুড়ানো শৈশব আর খেয়া ঘাট ।।

আমার প্রিয় স্বাধীনতা বিপ্লবী জনতার বজ্র কণ্ঠসুর

মুক্ত পতাকা আর বাংলাদেশের একটি নতুন ভোর ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৬ ০

লেখক বলেছেন: অভিমানী

**********

ভালবাসি যারে সে কেন বুঝেনা

ফাগুন ও বেলায় কেন মোর খুজেনা ।

কত যে স্বপন তারে লয়ে

ঘুম ভাঙ্গানো এ হৃদয়ে

সময় বয়ে যায় ,আঁখি কেন মেলেনা ।

আধারে কত জোছনা ঝরে

কত যে রজনী কত প্রহরে

কেন যে তারে ফিরে পাওয়া যায়না ।।

কত আভিমান ভরা তোমার এ মন

ঘন মেঘে মিশে যায় তব দুনয়ন

লাজে মরি হায় একবার কাছে এসনা ।।



প্রেম বিরহ

************



তোমার সাথে অনেক দিনের আড়ি

ভালবাসার রঙ মেখে ভাঙলে দুধের হাড়ি

তোমার প্রেমে পড়ে তাই আমি হলেম সঙ

সস্তা পন্য ভেবে কত রসিক জনা করল ডং

হৃদয়ে সখ আহ্লাদ যত সব নিয়েছ কেড়ে

জুনাক জ্বলা রাতের মত এসেছিলে নীড়ে ।।

আজ মনে হয় অনেক দূরে তোমার বসবাস

ঘটল তাই এই কপালে ভালবাসার সর্বনাশ ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৯ ০

লেখক বলেছেন: নষ্টেরা

**********



মৌলবাদ এবং অপরাধী যারা তাদের কে

মানুষ সব সময় ঘৃণার চোখে দেখে

স্বাধীনতা হরণ করে নষ্ট শকুনেরা

খাটিয়ে প্রভাব এরাই উদ্ধে মাথা তুলে থাকে

এরা হিংস্র হায়না যুলুমে ঘটায় সর্বনাশ

কে বলে মানুষ এরা নর্দমার কীট

ভান্তি আর অপরাধ এদের ভূষণ

বিশ্ব মাঝে এরাই আজি খুনি দেবাসিট ।।

দখল লয় রক্ত চুষে মানবতা বিকিয়ে

ভাঙ্গে সুশিল সমাজ অন্যায় করে

ছি ছি লজ্জা পশুর মত অবয়ব

হিংস্রতার কালো ছায়া এদের অন্তরে ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫২ ০

লেখক বলেছেন: নারি দিবস উপলক্ষ্য কবিতা

************ পরিবেশ বন্ধু



জাগ ভগ্নি জায়া নারী

সকল অসভ্যতাকে দিয়ে পাড়ি

শোষক বঞ্চনার শিখল ভেঙ্গে

জাগ্রত আলোকিত চেতনার সঙ্গে

নারিরা গড়িতে জানে নব সমাজ

দেখিব নারির সভ্য কাজ

নারি মা , নারি বোন ,নারি হয় ঘরণী

স্নেহ মায়া মমতায় তারা সমাজের সঞ্জীবনী ।

নারি পরিবার এর সুপ্ত বাধন

তারা শান্তি ও সেবায় কতনা আপন

যুগে যুগে মহীয়সী নারির অবধান

আনে স্বপ্ন , ভেঙ্গে বাধা ব্যাবধান ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩ ০

লেখক বলেছেন: আলোর ঝড়

***********পরিবেশ বন্ধু





মহাশুন্যর ধাবমান আলোক রশ্নি

ধেয়ে আসে ধরণির বুকে

মরে কাক হয় পিপাসিত আত্মারা

আর প্রকৃতি চষে লোকে ।।

ফাগুনের আগুনে শুকায় হৃদয়

প্রেমিক টুটে প্রেমের বাধন

তিক্ষ পিপাসিত সবুজ আবরনে

মজা নদীর দেখি মরন ।।

হটাৎ বায়ু উগ্র তেজে

আনে সংকেত কাল বৈশাখীর

আলোর ঝড়ে উত্তাল ধরণী

বাতাসে মেলে ডানা সোনালী পাখির ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৭ ০

লেখক বলেছেন: প্রেয়সী

***********



একদিন যার মুখ আধারেও চাঁদ হত

ভোরের কাহনে সাজত শিশিরের ঝাঁক

দূর্বাঘাসে আর কলমি লতায়

চোখের ভাষা হয়ে আঁকিত শাঁক

আল্পনা হত দুরের দিগন্তে

পাখির ডানায় হত মনের ময়ূর

নদীর বুকে হত সূর্য ইন্দু

রাখালিয়া সুরে হত বেদনা বিধুর

সেই সে নয়না আজও কল্পনায়

বৃক্ষ নীড়ে সাজে ফুলের কুঁড়ি

জানিনে হে সৌরভী হৃদয়ের কুহরে

আমার আঙ্গিনায় খাও গড়াগড়ি ।



আজি অজান্তে তুমি সিমানা ছাড়িয়ে

দুল খাও কার বা বাগান বাড়ী

মনে পড়ে যায় কত আপনায়

দিতে সুর ভাললাগা হত কত না আড়ি ।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৯ ০

লেখক বলেছেন: আমাকে ছুঁয়ে দাও

**************

এই মেঘ , ঘূর্ণি হাওয়া আমাকে ছুঁয়ে দাও

আমি অজান্তেই ভিজে যাব

এই পাহাড় , সবুজ গালিচা আমাকে ছুঁয়ে দাও

আমি অনেক রঙিন হব ।

এই বন তরু লতা আমাকে ছুঁয়ে দাও

আমি তোমাদের সাথে জড়িয়ে যাব

এই নদী , ঝরনা দ্বারা আমাকে ছুঁয়ে দাও

আমি তোমাদের বুকে ঘর বানাব ।

এই ফুল এই পাখি আমাকে ছুঁয়ে দাও

আমি তোমাদের পাখনা হব

এই নির্জন , চাঁদ তারা আমাকে ছুঁয়ে দাও

আমি আধারের জোছনা হব

এই ভোর , এই আকাশ আমাকে ছুঁয়ে দাও

আমি ভোরের আলো হব ।।

এই রংধনু , গুধুলি আমাকে ছুঁয়ে দাও

আমি সাত রঙ ছায়া হব

তারপর ভালবাসা সবার নিকট বিলিয়ে দিয়ে

নিছক একদিন ফুরিয়ে যাব ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০১ ০

লেখক বলেছেন: প্রেম ও স্বপ্ন

********



আজ আমি হারিয়ে যাব তোমার সাথে

প্রেম তাই তাড়িয়ে বেড়ায় দিন রাতে

মধুর লগ্ন স্বপ্ন ছুঁয়ে হাতছানি দেয়

অমাবস্যা চাঁদ তারা মন কেড়ে নেয়

হুতুম পেছা ডাক ছাড়ে পথ ভুলানোর

আধারে জুনাক জ্বলে ঘুম ভাঙ্গানোর

সিক্ত মনে দিপ্ত নয়ন তাই ভেসে রয়

ভালবাসি যাকে তারি হয় পরিনয়



সেদিন থেকে সব ভুলে তার খেয়ালে

জাগল প্রেম কবির হৃদয় দেয়ালে

সে আমার মনের ভাষা গোপন চিটি

তাইত মনে স্বপ্ন জ্বলে মিটিমিটি ।।

ভুবন খানি জয় করে প্রিয়ার সনে

ভালবাসার রঙ জ্বালি শান্ত মনে ।।



প্রিয়ার সনে

***************



বসন্ত বাতায়নে _ প্রিয়ার নয়নে

দেখেছি ভোরের রুদ্র ভালবাসা

কোকিল ডাকিল _ পুস্প ফুটিল

সে যে হৃদয় জুড়ে জাগায় আশা ।।



মন হারাবার দিন যে এল

প্রেম তাই অবারিত বসন্ত বেলায়

কি পেয়ে মন এত আপন

মজে থাক প্রিয় ভাবের খেলায় ।।



আজি দেখেছি তারে সুনজরে

লাজ রাঙ্গা মুখে মুচকি হাসি

আমাকে ছুঁয়ে তার জেগে থাকা

তাই তো তোমায় এত ভালবাসি ।।



আশার স্বপ্ন জাগে হৃদয় মাঝে

ফাগুনের আগুন তাই নয়নে

সতত প্রিয় বুঝে নিও

ঝরায়ে সুখের সাধ এই ভুবনে ।।



রাত ১১ টা মিরপুর ১২

২/৩ / ২০১৪ ং



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৩ ০

লেখক বলেছেন: ঋতু রাজের সাজ

******************

পরিবেশ বন্ধু



ধরিত্রির ঘুম ভেঙ্গে আজি নব সাজ

আসিল জাগরন নব বসন্ত ঋতু রাজ ।

আকাশের মেঘদুত আলো ছায়া মেখে

দেবে ধরনির ধমনিতে রাজ টিকা এঁকে ।।

তরু পল্লবে সবুজের নিবিড় বারতায়

হিল্লোল ডুলা চাল লাগিবে হাওয়ায় ।।

যৌবনা নদী তীরে সাজে কাশবন

বকের ডানায় মিশে বহিবে পবন ।।

আঁকাবাঁকা মেটূ পথ লতা পাতায়

দেখাবে বসন্ত বার্তা ঘূর্ণি হাওয়ায়

ফুলে ফুলে হবে লাল শিমুল পারুল

সাজবে কৃষ্ণ চুড়া আর আমের মুকুল

মানবের হৃদয় হরে আনন্দ ভেলায়

ঋতু রাজ ধরে সাজ জগতের মেলায় ।।

১/১২ / ১৪২০ বাংলা

মিরপুর ১২

রাত ১০ টা



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৬ ০

লেখক বলেছেন: বন্ধু সাথি

***************



বন্ধু হতে চাও ২ বার

মন পবনে ওড়ায়ে ঘুড়ি একটি বার তাকাও ।।

ঝেরে ফেল সকল ভাবনা

মিশে যাও হয়ে আপনা

মুক্ত মনে মোর পানে একবার ফিরে চাও ঐ



যদি মিলে আশার আলো

লাগবে সেথা কতই ভালো

উজার করে এইনা মনের দরজা খুলে দাও ঐ



ভাল বাস সত্য মনে

রাখ মোর হৃদয় আসনে

মানব জনম হবে সার্থক আসল চিনে নাও ঐ



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৮ ০

লেখক বলেছেন: প্রিয় জেনে নিও

************





সুরের বাঁশরী । মোঃ মাসুদ মিয়া গিতি কথা ও সুর

১। হে প্রিয় জেনে নিও ,সুরে সুরে বাঁশরী বাজে

স্মৃতির বাসরে সাজিও ।

আজি এ লগনে শুধু পড়ে মনে

কেন এত লুকুচুরি চাদের ও সনে

উদাস এ হাওয়ায় লুকানো ভাষা মেঘে মেঘে ছড়িয়ে দিও ।

এই বুকে জমা কত যে ভালবাসা

সুখের পায়রা হয়ে কখন ও জাগায় আশা

হৃদয় উজার করে যদি দেখানো যেত এখানে জেগে রও তুমিও ।



২, বাজাইওনা মোহন বাশি বৃষ্টি ঝরে আঁখির পাতায়

মন শুধু মনেতে হারায় ২বার

মনরে ......মিশিয়া মানুষের সঙ্গে

বাস করিলে কতই রঙ্গে

প্রেম সুধা নব অঙ্ঙ্গে মজিলে খেলায় ঐ

মনরে ...... বাসিয়া মানুষে ভাল

দিল মাঝে প্রদীপ জাল

ফুটাও জগতে আলো স্বপন ও বাসনায় ঐ

মনরে ......ভাবুক মাসুদ কেঁদে সারা

কেমনে জুড়াইব অন্তরা

জাগিবে কি প্রেমের মরা এই অবেলায় ঐ



৩। নিরব ও চাহনি কার পানে

কথা কহ না বুঝি লাজে

দেখ আকাশ ডাকে কাল সাজে

হৃদয় নিলিমায় উটে ঝড়

কেটে যায় বিষণ্ণ প্রহর

হেথা তায় সুর কানে বাজে ঐ

হারানো সেদিনেরা তাড়িয়ে বেড়ায়

স্মৃতিরা কভু মনকে নাড়ায়

কেন যে ভাসে ছবি হৃদয় মাঝে ঐ



৪।দূর হতে আর ডাকিস না আমায় সোনা বন্ধুরে

মায়া লাগাইয়া ভুলিলায়

যখন ছিলে অতি পাশে দেখতাম রাঙ্গা ভোর

ভাসত ছবি দুনয়নে কত সুমধুর

রঙ্গের ফানুস হটাত আজি ধুলাতে লুটায় ঐ

মান অবিমান খেলা হত চাঁদনী রাতের গায়

মাটের পাড়ে দুরের দেশে মন ছুটত অজানায়

গোপন চিটি লিখে দিতাম পাখিরও ডানায় ঐ

লাজ রাঙ্গা সেই মিষ্টি হাসি বড়ই মনে পড়ে

স্বপ্নলোকে পাই আর হারাই মন বসেনা ঘরে

ভাবুকে কয় তাই ত একা ভাবি নিরালায় ঐ

৫ .

, আমার দেশের এই মাটির তরে মনরে

দেখলে জুড়ায় নয়ন ভরে

রাঙ্গা রবি ছড়ায় হাসি পুব আকাশের গায়

জাগে পাখি কলতানে গাছের ও শাখায়

নব রূপে উদয় সবি তায় নতুন ভোরে ঐ

ভরা নদী নিরবধি বহে দূর গায়

দুকুলে তার জল টল মল মাটের কিনারায়

বনের বৃক্ষ লতা ফুলে ফুলে ভ্রমর কত ওড়ে ঐ

মাটে মাটে সোনার ফসল বায় বাতাসে দুলে

তরুলতায় সজীবতা দেখায় নানা ফল ফসলে

মেট পথে শোক নো পাতা হাওয়ায় কভু ওড়ে ঐ



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৯ ০

লেখক বলেছেন: কাল বৈশাখী বাংলার বুকে

*************

গুরু গুরু ডাকে

কাল মেঘ পুঞ্জ ঘিরে আকাশটাকে

হটাৎ বহে বায়ু শন শন

বাজে ঘূর্ণি নাছন

লোকালয় তরু দ্বয়ে কাঁপন ধরে

কাঁপে পাতা পত্তর থরথরে



কড় কড় সড়াৎ ক্ষনে পড়ে বাজ

পাহাড়ের গাঁয়ে কভু ভেঙ্গে পড়ে সাজ

বিদ্যুৎ চমকায় এদিক ওদিক

মাঠ ঘাট হতে লোক ছূটে দিক বিদিক

বাড়ি ঘর পাতা খড় ওড়ে টিন চাল

ভেঙ্গে পড়ে হরেক বৃক্ষ লতা ডাল

গরিব নিঃস্বদের নড়ে বড়ে ঘর

ওড়ায় ঘুড়ীর মত , আসে সে খবর

ছিন্ন বিচ্ছিন্ন হয় মাঠের ফসল

দুমড়ে মুচড়ে পড়ে শস্য তরু ফল

ধুয়ার আবেশে ওড়ে শোকনো পাতা

পথিকের উড়ে যায় হাতের ছাতা

পাখীরাও নীড় হারা অশান্ত ডাকে

বাংলার বুকে বজ্রনিনাদ আওয়াজ কাল বৈশাখে ।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২০ ০

লেখক বলেছেন: ভালবাসার ঘর আছে এই বুকে

*********** এক

প্রিয়তমা তোমার জন্য বাধিলাম ঘর

সেথায় আজ খা খা মরু ভালবাসার চর

বসন্ত বাতায়নে আজও কোকিল গান গায়

নিশাচর আজও উড়ে নিশুতি বেলায়

তপুবনে নির্ঘুম দৃষ্টি শুন্য মেলে

আজও জেগে থাকি তোমার খেয়ালে ।



দুই

প্রিয়তমা জেগে আছ শুন্যতার মাঝে

তোমার দীর্ঘশ্বাস আজও কানে বাজে

ছিলে তুমি একটি ভোর , ঘাসের শিশির

আলেয়ার ঝিলিমিলি প্রথম প্রহর

মাঠের পাড়ে শুয়া কলমি লতা

ফাগুনের দুষ্ট হাওয়া প্রথম কবিতা

বৃষ্টির ছন্দে ভিজে যাওয়া ক্ষন

ঘুধুলি বেলার একান্ত মধু আলাপন ।

তিন

প্রিয়তমা , তুমি আছ কোথা মন রাঙায়ে

দিয়েছ মমতায় আমার ঘুম ভাঙায়ে

পড়েছিলে এলোকেশে লাল পেড়ে শাড়ি

কুপায় ফুল নাখে দুল এলে বাগান বাড়ি

হাতে হাত রেখে দিলে লাজে ভরা হাসি

বলেছিলে তোমায় আমি অনেক ভালবাসি

দুষ্ট পাখিরাও সেদিন মুক্ত মেলেছিল ডানা

সেই তুমি নিরব হলে খুজে আপন ঠিকানা ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২২ ০

লেখক বলেছেন: স্মৃতিময় তুমি

************



আমার মন হারিয়ে যায় দূর আকাশের গায়

তোমার কথা আসে ভেসে নিত্য হাওয়ায়

চৈতি রাতে তোমার সাথে চাঁদের লুকুচুরি

মন ঠানে তাই অইথ বনে ওড়ায়ে রঙিন ঘুড়ি

কত কথার ফুলজুরি তাই সঙ্গোপনে একা

আধখানা চাঁদের জোছনায় হত মোদের দেখা ।

কত মমতা মাখা হাসি ছিল তোমার ঘ্রানে

চোখ ভিজিয়ে দিতে তাই একটু অভিমানে

তারার আলো সাক্ষি রেখে করতে তুমি পন

ভালবাসার ঘর সাজায়ে তাই দিয়েছি মন ।।

দুই

আমায় নিয়ে স্বপ্ন দেখা তোমার ছিল হবি

নিত্য কথায় প্রিতির আসর মনের জলছবি

হাতে হাত রেখে তুমি মিষ্টি হাসি হেসে

কাধ ছুঁয়ে দিতে চুমু গভীর ভালবেসে

নদীর তীরে কলসি কাঁকে জল ভরিতে দেখা

বাশির সুরে দিতাম আমি সুরের সুধা মাখা

কোমর হতে ভরা কলস নামিয়ে আমায় ডেকে

আলতা রাঙ্গা পা মাড়িয়ে মিশতে বনের ফাঁকে

দুজনাতে এক হয়ে ওড়ায়ে মনের ঘুড়ি

মন মোহনার ভাব সাগরে দিতাম কত পাড়ি ।।

তিন

বনভোজনে মিলে কজন হত মুক্ত রাধা

যা ইচ্ছে তাই করতাম মিশে ছিলনা তো বাধা

শাপলা তুলে আমার গলে পড়িয়ে দিয়ে মালা

দুষ্টু হাসি হেসেই তুমি ভিজিয়ে ধরলে গলা

মেলায় গিয়ে কিনতাম কত পুতুল তোমার লাগি

যা খাবে তাই নিয়ে উদয় দিয়ে মোরে ভাগী

সব কিছুতেই তুমি আমার কিশোর বেলার সঙ

আজও তেমন ছিলে যেমন কর হাস্য রঙ

সব ফেলে আজ তুমি আছ অনেক দূরে সাথি

একাকি এ জীবন আজি হয়না মাতামাতি ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৩ ০

লেখক বলেছেন: মুর্শিদী গান

***************



চিনিয়াও কি যায়রে চেনা

কেবা পর আর কে আপনা



এই বহুরুপি খেলা ঘরে

কেন বা রও মোহে পড়ে

সহজে অচেনারে চিনবে কিরে

বন্ধিশালায় সোনার ময়না ঐ

পাশা পাশি থাক বিরাজ

সংসার ধর্ম লরে সমাজ

কিবা মন্দ কি ভাল কাজ

নিরলে বসে ভাবনা ঐ

মাসুদ কয় ভাবনা মনে

সত্য মিথ্যা প্রভেদ কেনে

ফিরাও মন মাওলার পানে

মুরশিদ ছবি বানাও আয়না ঐ



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৪ ০

লেখক বলেছেন: বস্তি উচ্ছেদ

***************

যাদের আছে দালান কোটা অটেল টাকা কড়ি

শকুন দৃষ্টি করে তারা যাচ্ছে বস্তি উচ্ছেদ করি ।

যাদের নাই ঠিকানা থাকে উপোষ কাঁচা ভাঙ্গা ঘরে

তাদের স্বপ্ন আশা ধনীর দুলালেরা যাচ্ছে উচ্ছেদ করে ।

চোখের জলে নিঃস্ব মরে পায়না কোথাও বিচার

ধুকে ধুকে রোগে ভুগে নেইকো আশার সঞ্চার ।

সস্তা চাকর বনে কেহ পেটের মেটায় ক্ষুধা

কেউ সারাদিন রিক্সা চালায় ভেঙ্গে ভয় বাধা

কেউ ফুতপাতের নষ্ট খাবার খায় ক্ষুদার জ্বালায়

কে রাখে সে খবর এমনি বস্তি বাসির দিন কেটে যায় ।।

মাঝে মাঝে আগুন লেগে পুড়ে যায় যত সবনামি

শকুনের দৃষ্টি প্রখর হয় তখন দখল করতে জমি ।।



২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫ ০

লেখক বলেছেন: ইসলাম ও মানবতা

**************



হায়রে মানুষ জাতি ডুবে রও মিথ্যায়

চিতার আগুন জ্বলে মসজিদ গির্জায় ।



কোরআন কিতাবের হয় অবমাননা

মানুষের লাছ দেখে পাষাণ মন কাদেনা ।



পাপ যত ভারি হয় জালিম আর যুলুমের

মজা পায় ধুরন্দর পাপ ভরা কুহকের ।



নতশিরে হেটে যায় কমজুর বেঈমান

ইসলাম ডুবে কেন ? কই সাহসি মুসলমান ।



রাজ্যটা ভাগ হলে ধর্মের কি ক্ষতি

বরং ঈমান ধন হারালে মিলবেনা গতি ।



ধার্মিক ধর্মের কথা কয় ধর্ম কি বুঝেনা

বুঝলে ও সার কথা সত্য টা খুজেনা ।



ধর্মের নীতি ঝাড়ে রাজনীতি মঞ্চে

ধর্ম নিয়ে হার জিত হয় কভু তঞ্চে ।



মানবতার মহান দুত কি এই দিল শিক্ষা

তার সত্যকে গুম করে লও শয়তানের দিক্ষা ।



আজ হতে শপথ লও জীবনে ও মরনে

হাল ধরি ইসলামের জ্বালি প্রেম কোরআনে ।



সব কিছু দিয়ে বাদ আবাদ করি ইসলাম

আল্লাহর শক্তিতে জপন করি তার পবিত্র নাম ।



ক্ষুত্রত কত তার বুঝেনা কো পাপিগন

ইসলাম ব্যতিত আর সব হবে পতন ।



ভয় কি মুসলিম এইসব কিয়া মতের লক্ষন

শুরু হলে শেষ বিচার টেকবে জায়গা মতন ।

সংক্ষেপ ম মাসউদ মিয়া শাহি মিরপুর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.