![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
প্রান সখিরে কেমনে দূরে সরে রও
মনে কি লয়না একবার কাছে এসে কথা কও ।।
ফাগুনেরও দিন বহিল ফুটল গাছে ফুল
নিত্য সেথা মধুলোভী ভ্রমরে খায় দুল
আমার তখন কি জানি হয় খবর নাহি লও ঐ
বনের পাখি ডাকে সুরে বইসা গাছের ডালে
প্রান বন্ধুয়া বাজায় বাঁশি অতি শয় নিরলে
এত কিছু দেখেও তুমি কেমনে একা সও ঐ
নদীর জলও টলমল ঢেউ লাগে যে তীরে
কত স্বপন ভাসায় লইয়া বন্ধুর বুকে ভিড়ে
কেমন পাষাণ হইয়া তুমি আর না কথা দাও ঐ
৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৭
হাতীর ডিম বলেছেন: সুন্দর