![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ধান পাকিল
****************
বৈশাখ এল ধান পাকিল
কৃষক হাসি খুশি
আনন্দে তাই নীদ না ধরে
স্বপ্ন রাশি রাশি ।
সারা বছরের তুলবে সঞ্চয়
গোলা ভরে ধান
কত সাধে করবে খরচ
আনন্দের ঐ বান ।
ধান কাটা হল সাড়া
গন্ধ আসে বুকে
চোখে তাদের রঙিন আশা
থাকবে তারা সুখে ।।
©somewhere in net ltd.