![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
[মে দিবস উপলক্ষ্য শ্রমিকদের
শান্তি কামনায় নিবেদিত ]
মুক্তির বারতায় বুকে লয়ে বল
আন্দলনে নেমেছিল শ্রমিকের দল
তাদের সংগ্রাম ছিল আদায় অধিকার
৮ ঘণ্টা কাজ করবে সটীক রোজগার ।
শ্রমের বিনিময়ে পাবে ন্যায্য বেতন
শুনে মালিক পক্ষ চালায় নির্যাতন
শিকাগোতে হাজার শ্রমিক রাস্তায় নামে
ভিক্ষুবে ফেটে পড়ে জীবন সংগ্রামে
স্তব্দ করতে কণ্ঠ বুকে চালায় গুলি
কত শ্রমিক রক্তে ভাসে হারিয়ে খুলি ।
শ্রমিকের মনে সেই দিনের চেতনা
শান্তির পায়রা হয়ে ভুলে যাক যাতনা
০১ লা মে, ২০১৪ রাত ৯:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যিই শ্রম আইনে ৮ ঘণ্টা অনুমোদন করানো সরকারের উচিত
২| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: শ্রমিকের মনে সেই দিনের চেতনা
শান্তির পায়রা হয়ে ভুলে যাক যাতনা
সহমত।
০১ লা মে, ২০১৪ রাত ৯:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সেলিম শুভেচ্ছা
৩| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:৪৫
তাসজিদ বলেছেন: মে দিবস কি শুধুই শ্রমিকের মাথায় লাল ফিতা বেধে রাস্তা দিয়ে হেটে যাওয়া?
মে দিবস কি শুধুই স্লোগান, চিৎকার চেঁচামেচি, বড় বড় বুলি তারপর জম্পেশ খানাপিনা?
মে দিবস কি শুধুই টকশো তে গলাবাজি, পয়সা-খোর শ্রমিক নেতার লম্প-জম্প?
মে দিবস কি শুধুই ফেসবুকে জ্বালাময়ী স্ট্যাটাস কিংবা প্রোফাইল এ লাল জমিতে কাস্তে কোদাল?
০১ লা মে, ২০১৪ রাত ৯:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: বেশির ভাগ ক্ষেত্রে এসবি তো দেখা যায় ।
৪| ০১ লা মে, ২০১৪ সকাল ১০:০৯
দালাল০০৭০০৭ বলেছেন: মে দিবসে হোক শ্রমিকদের জয়গান। কবিতায় +++++++ বন্ধু জন
০১ লা মে, ২০১৪ রাত ৯:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ সকাল ৯:৩৪
হাসান বিন নজরুল বলেছেন: এখনো ৮ ঘণ্টার দাবী পূরণ হয়নি