নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

নবীজীর শানে ২ টি নাতে রাছুল সা

০৩ রা মে, ২০১৪ রাত ১২:০৪



দিদারে দয়াল নবীজী ধন্য কর মোর

নামে আছে শান্তির বারী কতই না মধুর ২ বার

ঐ নাম জপে ফেরেস্তারার

চাঁদ সুরুজ আর গ্রহ তারার

তামাম মাখলুখ মহিমা গায়

ফুটে নতুন ভোর ঐ



ঐ নাম জপে আল্লার অলি

ভ্রমর পাখি ছাড়ে মধু বুলি

ফুটে কত ফুল কলি

মজে সৌরভে অন্তর ঐ



ঐ নাম ভাসে ত্রিভুবনে

মুমিনেরই অন্তর ধ্যানে

মাসুদ কহে গুনিজনে

মোহাম্মদ খোদায়ী নুর ঐ





মধুর বানী শুনি গো দয়াল

মধুর বানী শুনি

আকাশে বাতাসে ভাসে

মোহাম্মাদ নামের ধবনি



ঐ নামেতে ফুল ফুটিল

ভ্রমর অলি ওড়ে

সৌরভে তায় মন মাতিল

বিশ্ব জগত জুড়ে

সেই বারীতে জন্ম নিল

কত মধু পানি ঐ



ঐ নামেতে রবি শশি

ভুবনে ছড়াল হাসি

নুরে নুরে জগত জুড়ে

ফুটল আলোক রাশি

সেই আলোকে মোরা পাই

পথের দিশা জানি ঐ



মাসুদ কহে ও দয়াময়

দাও তোমার দিদার

রিঝিক দানে কেমনে তুমি

করাও মোদের আহার

কর ক্ষমা , দাও জান্নাত

তুমি রহমতেরই খনি ঐ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:২৫

দালাল০০৭০০৭ বলেছেন: মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.