নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

পল্লী গান , প্রান ও সখি

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৪৫



গাছের ফুল দিলাম তুলে

গুজিলে খোপায়

সখি কি কথা কহিবারে ডাক নিরালায়



ফাগুন এলে কোকিল ডাকে

লও সজনী কলসি কাঁকে

দেখব তোমার চেনা সেমুখ

নদীর কিনারায় ঐ



পাখনা মেলে ওড়ে পাখি

তেমনি দেখি তোমার আঁখি

মন ঠানে বারেবারে

প্রেমের ইশারায় ঐ



রসিয়া যেই বাজায় বাঁশি

দেখি তোমার মুখে হাসি

মাসুদ কহে বানাইলে উদাস

দিয়া ঘোমটা মাথায় ঐ



কার লাগিয়া প্রান বন্ধে

ভাব বসে একাকি

অনুক্ষনে প্রান সখির পাইয়াছ দেখাকি



নাছে গানে মুখর করে মেটূ পথের চারিদার

পায়ে মল মাথায় সিঁথি

হাতে চুড়ি গলায় হার

ক্ষনে হাসে ক্ষনে কাঁদে দেখিলে জুড়ায় আঁখি ঐ



লাজে রাঙ্গা মুখটি তাহার যেন চাঁদের হাসি

চঞ্চলা হরিণীর মত

ছড়ায় রূপ রাশি রাশি

সারাবেলা করে খেলা সাঁঝের বেলা দেয় ফাঁকি ঐ



কলসি কাঁকে চপল পায়ে ঘোমটা দিয়ে মাথায়

ছুটে চলে জল ভরিতে

ছুট নদীর কিনারায়

মাসুদ দেখে তারে মন ভরে আনতে চায় ডাকি ঐ

মন্তব্য ২০ টি রেটিং +০/-১

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:৫৭

দালাল০০৭০০৭ বলেছেন: সুন্দর

০৩ রা মে, ২০১৪ রাত ১১:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

২| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:১০

মামুন রশিদ বলেছেন: উদাস হইয়া গেলাম বন্ধু ।

০৩ রা মে, ২০১৪ রাত ১১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: বেয়াই মাঝে মাঝে উদাস হতে হয় ।

৩| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:১২

হাসান মাহবুব বলেছেন: গুজিলে কুপায় মানে কী বন্ধু?

০৩ রা মে, ২০১৪ রাত ১১:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: চুলের কুপায় ফুল পরানো , ধন্যবাদ ।

৪| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:০৫

দালাল০০৭০০৭ বলেছেন: কুপায় মিন্স খুপাই

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: খুপা মানে চুলের বেনি

৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:১৫

হাসান বিন নজরুল বলেছেন: ভালো লিখেছেন :)

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , শুভকামনা ।

৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অস্থির!!!

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:২০

পরিবেশ বন্ধু বলেছেন: অস্থির কেন । সুস্থির প্রয়োজন ।

৭| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১:৩৫

বাংলার নেতা বলেছেন: সুরকার কে?

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:২১

পরিবেশ বন্ধু বলেছেন: আমার লেখা ও সুর

৮| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৭:০৪

দ্বীপ ১৭৯২ বলেছেন: বেনির সমার্থক হলো খোপা।
কুপা বা খুপা বিকৃত বানান।
তবে লেখাটি ভালো।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:২২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৯| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:১৪

রাতুল_শাহ বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: অনেকদিন পর আমার নিকে এলেন , ধন্যবাদ শুভকামনা ।

১০| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: চমৎকার।

০৫ ই মে, ২০১৪ রাত ১১:২১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ এহসান , অভিনন্দন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.