![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
কারা দায়ী
***********
সারা বাংলায় আজ আতংক
হারাম ঘুম জনতার
ঘুম হচ্ছে ,খুন হচ্ছে
নাই বাঁচার অধিকার
দুই বড়দল গলা ফাটায়
করে বিচারের প্রহসন
বাড়ে আরও নানা সন্ত্রাস
নির্বিকার রয় প্রশাসন ।
রাজনীতির বলয়ে তাই
দুর্নীতির গন্ধ
লুটে খায় লুটেরা
নিতিবানরা অন্ধ ।
গরীবেরা পায়না কাজ
সব চাটুকারদের দখলে
জনতার দুর্ভোগ বাড়ে
আতংকিত সকলে ।।
চলে যদি এই ভাব
দেশ যাবে রসাতলে
ডুববে স্বাধীনতা
সন্ত্রাসীদের কবলে ।।
©somewhere in net ltd.