![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
জাগ এই দুর্দিনে
**************এম , জি, আর , মাসুদ রানা
কবি ও সাহিত্যিক
জাগ এই দুর্দিনে বাড়ে অবিচার
অন্যায় অসত্যর সমাজ কর পরিহার
রক্তগঙ্গায় ডুবে যায় মানুষের জান
অহর্নিশ সন্ত্রাসের ছোবলে হয় কোরবান ।
জাগ এই দুর্দিনে বাড়ে হাহাকার
আজ শুধু নি্ড়ীপিতদের বুকে অত্যাচার
খেটে খাওয়া মানুষের নেই মুল্যায়ন
দুর্নীতি ও অরাজকতায় বুভুক্ষ প্রশাসন ।
জাগ এই দুর্দিনে মানবতা লীন
হায়না হয়ে সমাজে বাজায় মরণবীণ
দখল লয় নিঃস্বদের বস্তি বাড়ীঘর
খাল বিল জুতজমি নদী বালুচর ।
জাগ এই দুর্দিনে ছিন্ন স্বাধীনতা
অসভ্যর সমাজ বুকে জ্বলে চিতা
কোথাও শান্তি নাই সব ফাঁকিবাজ
অন্ধ ক্ষমতায় আজ চলছে লুটতরাজ ।
জাগ এই দুর্দিনে বাচাও এ দেশ
বিশ্ব বুকে আজ নিচু কেন ? কেশ
দলাদলি করে আরও বাড়ে সন্ত্রাস
স্বাধীনতা অরক্ষিত কত জীবনের সর্বনাশ ।
০৫ ই মে, ২০১৪ রাত ১০:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই আমাদের জাগার সময় এসেছে । মন্তব্য ধন্যবাদ
২| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কঠিন বাস্তবতা
০৫ ই মে, ২০১৪ রাত ১১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই যা ঘটমান , তাই বাস্তব । শুভকামনা ।
৩| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৬
অন্ধবিন্দু বলেছেন:
পরিবেশ বন্ধু,
আইন ফাঁকিবাজ, না আমরা ফাঁকিবাজ !
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৪| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৮
শুভ্রনীল০০ বলেছেন: ভালো লিখেছেন.।।।
০৬ ই মে, ২০১৪ রাত ৮:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: এটাই বাস্তবতা , ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৭
মামুন রশিদ বলেছেন: জাগো..