![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
নবীজীর একটি মুজেজা , কুস্তীগির রোকানাকে পরাস্ত এবং গাছের
হাঁটা ।
****************
হযরত আবু উমামা রা আনহু বর্ণনা করেন যে , রকানা বনী হাসিম
গোত্রের বিখ্যাত কুস্তীগির , কুস্তি যুদ্ধে সে আরবে জীবনে কারও কাছে পরাজিত হয়নি । সে অসংখ্য রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত ছিল এবং নরহত্তাতেই নিয়োজিত থাকত বেশি সময় ।
রোকানা ছিল নুর নবী হযরত মোহাম্মাদ সা এর গুড় শত্রু । সে দয়াল নবীজীকে খুন করার জন্য সুযোগ খুজত । [ কিন্তু আল্লাহ যার
দুস্ত তার ভয় কি ]
রোকানার ছিল অনেক গুলু ছাগল ,সে অয়াদি আজম নামক জায়গায় চড়াতে নিয়ে যেত ।। একদিন দয়াল নবীজী হাটতে হাটতে সেই জায়গায় চলে গেল ।
নবীজীকে দেখে রকানার চোখে আগুন জ্বলে উটল এবং দূর থেকে
ব্যঙ্গ বিদ্রূপ করতে লাগল , হে মুহাম্মাদ তুমি আমাদের বাপ দাদার ধর্ম লাত , উজ্জা ছেড়ে নতুন ধর্ম প্রচার করছ । তোমার সাহস তো কম নয় আবার খালি হাতে এসেছ আমার এলাকায় ।
সাহস থাকলে আমার সাথে কুস্তিতে লড় । আমার আছে অনেক
গুলু ছাগল যদি জিততে পার তাহলে সেখান থেকে তোমাকে ১০ টি দিয়ে দেব ।
এতক্ষন নবীজী নিরব ছিল এবার তিনি বললেন হে রোকানা শান্ত
হও আমি রাজি । তবে আমি জিতলে তোমাকে মুসলমান হতে হবে ।
দুজনে কুস্তি আরম্ভ হল , নবীজী আল্লাহর নাম নিয়ে প্রথমেই রোকানা কে পরাস্ত করে তার বুকের উপর চেপে বসল । রোকানা
এবার নবীজীর নিকট ক্ষমা চেয়ে তার প্রতিশ্রুত ছাগল দিতে চাইল । রোকানা নবীজীর সাথে তিনবার কুস্তি লড়লেন এবং তিন
বারই সে পরাস্ত এবং লজ্জিত হল ।
এবার রকানা নবীজীকে তার ছাগল এর পাল থেকে ৩০ টি ছাগল
দিতে চাইল এবং বলল আরবের মধ্য এক আপনি ছাড়া আর কেহই আমাকে পরাস্ত করতে পারেনি ।
আচ্ছা আপনি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকেন তাহলে একটা
মুজেজা দেখান আমার মুসলমান হতে আপত্তি থাকবেনা ।
মাঠে ছিল একটা কিকর গাছ , নবীজী গাছটিকে কাছে ডাকলে আদেশ পাওয়া মাত্রই
গাছটি সাথে সাথে নবীজীর সামনে চলে আসে ।
তা দেখে রকানা আশ্চর্য হল এবং বলল হে মুহাম্মাদ সা আপনি
সত্য আল্লাহর নবী ।
নবীজী আবার গাছ টি কে স্বস্থানে ফিরে যেতে ইশারা করতেই গাছটি পূর্বের জায়গায় ফিরে গেল ।।
কিন্তু রকানা লজ্জিত হয়ে মাথা নিচু করে তার গন্তব্য চলে গেল ।।
হজরত আলী রা এবং হযরত উমর ফারুক রা আনহ নবীজীকে
খুজতে খুজতে এখানে চলে আসে এবং রকানার জন্য তারা শংকিত হয় । নবীজী সবিস্তার বর্ণনা করে তাদের শংকা মুক্ত করে ।।
আল হাদিস { মুজেজায়ে নুর নবী সাল্লাল্লাহু আলাইহেওয়াছাল্লাম }
০৬ ই মে, ২০১৪ রাত ১০:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই মে, ২০১৪ রাত ১০:০৩
দালাল০০৭০০৭ বলেছেন: সুন্দর পোস্টে ♥♥♥ বন্ধুজন।
০৬ ই মে, ২০১৪ রাত ১০:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ
৩| ০৬ ই মে, ২০১৪ রাত ১১:৪৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেয়ারের জন্যে ধন্যবাদ , শুভেচ্ছা রইলো।
০৭ ই মে, ২০১৪ রাত ৯:২২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপু , শুভকামনা ।
৪| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:১৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: গাছ ও হাটতে পারে, এমন একটা কথা শুনেছিলাম। তবে এই কাহিনীটা জানিনা। ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৪ রাত ৯:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: এটা হাদিসের বর্ণনা , ধন্যাবাদ মন্তব্য ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ রাত ৯:৫৯
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: ভালো লাগলো