![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
পল্লী মেটূ সুর
********************
আর ডাকিস না ওরে কোকিল বইসা গাছের ডালে
বন্ধু আমার ভাসিল নয়ন জলে
পথের দ্বারে কলসি কাকে বন্ধুয়া যায় হাঁটিয়া
উদাস এ মন তারে ডাকে দেনা খবর জানাইয়া
ওরে কোকিল মোর কথা দাও বন্ধুয়ারে বলে
বন্ধু আমার ভাসিল নয়ন জলে ঐ
থোকা থোকা ফুলে ফুলে যখন ওড়ে ভ্রমরা
বন্ধু আমার কয়রে কথা মেলিয়া নয়ন জুড়া
তরে বলি ওরে কোকিল যা নারে ডানা মেলে
বন্ধু আমার ভাসিল নয়ন জলে ঐ
ভরা নদে ঢেউ ফুটিলে রসিয়া বাজায় বাঁশী
মনের মাঝে রঙ ভাসিলে দেখি বন্ধুয়ার হাসি
মন ঘরে রয়না ওরে কোকিল সখিরে না দেখিলে
বন্ধু আমার ভাসিল নয়ন জলে ঐ
০৯ ই মে, ২০১৪ রাত ১১:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ১ম কমেন্টে , শুভেচ্ছা ++++++++++++
২| ১০ ই মে, ২০১৪ সকাল ১০:০০
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
১০ ই মে, ২০১৪ দুপুর ১:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধুজন
৩| ১০ ই মে, ২০১৪ রাত ৯:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমার এলাকায় এখনও কোকিলার ডাক মাঝেমাঝে শুনতে পাওয়া যায়। ওদেরকে গানটি শুনাতে হবে
১০ ই মে, ২০১৪ রাত ১০:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , চমৎকার কমেন্ট , ধন্য হলেম গান টি কোকিল কে
শুনানোর ইচ্ছা প্রকাশে ।
১০ ই মে, ২০১৪ রাত ১০:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , চমৎকার কমেন্ট , ধন্য হলেম গান টি কোকিল কে
শুনানোর ইচ্ছা প্রকাশে ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৪ রাত ১১:২৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: থোকা থোকা ফুলে ফুলে যখন ওড়ে ভ্রমরা
বন্ধু আমার কয়রে কথা মেলিয়া নয়ন জুড়া
তরে বলি ওরে কোকিল যা নারে ডানা মেলে
বন্ধু আমার ভাসিল নয়ন জলে ঐ
আসলেই এই লাইনগুলো সুন্দর