![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
মধুর আমার মায়ের হাসি [ মা দিবস উপলক্ষ্য ]
**************
আমার আম্মাজান , মোছা ঃ শামছুন্নাহার মাহমুদ ।
কর্ম জীবন , স্বাস্থ্য সহায়িকা , শিশু মাতৃ ও পরিবার কল্যান । [ অব ঃ ]
বিশ্ব মা দিবদ উপলক্ষ্য মায়ের জন্য মমতা , এই মায়ের প্রেরনায়
স্নেহ ভালবাসায় আজ আমি লেখক ।
*মায়ের দোয়া * এমজি,র, মাসুদ রানা
মধু ভরা এমন হাসি কোথা খুজে পাই
জগতে মা তোর তুলনা যে নাই
সকল শুন্য তোমা ছাড়া
তোর হাসি যে চাঁদ তারা
দেখলে একবার হাসির সে মুখ
জুড়ায় যে অন্তরা
আমি দেখব এমন মধু হাসি নয়নে সদাই ।
কাছে থাকলে প্রদিপ জ্বলে
না দেখলে আধার
শুনে তোমার মধুর বানী
প্রানে আঁকি আসার সঞ্চার
থাকলে সাথে মায়ের দোয়া কোথাও ভয় নাই ।
হুমায়ুন আহমেদ এর মায়ের সাথে আমার মা , সদালাপে ব্যস্ত ।
*মা
স্বর্গ সুখ রয় যে মা
দেখলে তোমার হাসি মুখ
সব কিছুর চাইতে সেরা
ঐ আঁচলে কত সুখ ।
আমরা ৬ ভাই বোনের সাথে আমাদের মা বাবা ।
বিশ্ব মা দিবস উপলক্ষ্য গান
***********পরিবেশ বন্ধু কবি
স্বর্গ সুখ আছে মাগো
যেথা তোমার হাসি মুখ
চান্দ মুখ দেখিয়া মাগো
জুড়িয়ে যায় আমার বুক
আকাশ বাতাস গ্রহ তারা
যত আছে পরম ধন
সব কিছুর চাইতে সেরা
মাগো তোমার রাঙ্গা চরন
তোর আঁচলে মুখ ডেকে
পাই যে আমি কত সুখ
দশ মাস দশ দিন মাগো
সোনার অঙ্গ করলে ছাই
দুধের দাম কিসে হবে
এই দুনিয়ায় বিনিময় নাই
যদি দোয়া কর সন্তানেরে
ঘুচিয়া যায় সকল দুখ ।।
১০ ই মে, ২০১৪ দুপুর ২:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি অরথব ১ম কমেন্টের জন্য থাকল অশেষ শুভকামনা ।
২| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪৬
শান্ত ০০৭ বলেছেন: মা কে ামার সালাম ডিবেন
খুব ভাল লাগল
১০ ই মে, ২০১৪ দুপুর ২:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শান্ত শুভকামনা , মা দিবসে শুভেচ্ছা সব মায়ের জন্য ।
৩| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৮
আতিক স্বাধীন বলেছেন: ভাই, আপনাদের পরিবারটা সুন্দর। বিশেষ করে আন্টি।
১০ ই মে, ২০১৪ রাত ১০:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ,শুভকামনা ।
৪| ১০ ই মে, ২০১৪ বিকাল ৪:০১
ইঞ্জিঃ সামি বলেছেন: আপনার পরিবারের জন্য শুভকামনা রইল
১০ ই মে, ২০১৪ রাত ১০:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সামি আপনার পরিবারের জন্যও শুভকামনা রইল ।
৫| ১০ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৬
না পারভীন বলেছেন: ভাইয়া, আপনার মাকে দেখে ভাল লাগলো।
১০ ই মে, ২০১৪ রাত ১০:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ পারভিন , সেটা মাকে জানিয়ে দিয়েছি । শুভকামনা ।
৬| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার মা ও পরিবারের সকলের জন্য শুভকামনা।
১০ ই মে, ২০১৪ রাত ১০:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: স্নিগ্ধ শোভন কমেন্টে ধন্যবাদ , শুভকামনা ।
৭| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা সকল মায়ের প্রতি
১০ ই মে, ২০১৪ রাত ১০:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: সব মায়ের প্রতি মমতা ও শ্রদ্ধা ।
৮| ১০ ই মে, ২০১৪ রাত ৮:৩১
সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছা সকল মায়ের প্রতি ।
১০ ই মে, ২০১৪ রাত ১০:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সেলিম , সব মায়ের প্রতি থাকল শ্রদ্ধা ও অশেষ ভালবাসা ।
৯| ১০ ই মে, ২০১৪ রাত ১০:৪৬
বিভ্রান্তিকর ইকুয়েশন বলেছেন: Click This Link
১১ ই মে, ২০১৪ রাত ৩:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
১০| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৩৫
মামুন রশিদ বলেছেন: আপনার পারিবারিক ছবি দেখে ভালো লাগছে । সকল মায়ের জন্য ভালোবাসা ।
১১ ই মে, ২০১৪ রাত ৩:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধুজন সকল মায়ের জন্য থাকল শুভকামনা ।
১১| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:৩১
দীপান্বিতা বলেছেন: সকল মায়ের জন্য ভালোবাস......
১৫ ই মে, ২০১৪ রাত ১০:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ দীপান্বিতা , সব মায়ের জন্য ভালবাসা ।
১২| ১৬ ই মে, ২০১৪ রাত ১:২৯
কথার_খই বলেছেন: ধন্যবাদ
১৬ ই মে, ২০১৪ বিকাল ৫:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্ট করার জন্য শুভ অভিনন্দন ।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ দুপুর ২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার পরিবারের জন্য শুভকামনা রইল। আন্টিকে সালাম দিয়েন।