![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
মুজেজায়ে নুর নবী সাল্লাল্লাহু আলাইহেওয়াছাল্লাম ।। ডুবন্ত সূর্যকে
পুনঃ উদয় ।।
****************
হজরত আসমা বিনতে উমাইয়া রা আনহু বর্ণনা করেন যে একদিন
নুর নবী হজরত মোহাম্মাদ সা মদিনা ও খায়বরের মধ্যবর্তী সাহারা
নামক জায়গায় ছিলেন ।
তার মাথা মোবারক শেরেখোদা হযরত আলী রা এর কুলে রেখে আরাম করছিলেন । ফলে হযরত আলী রা আসরের নামায পড়তে
পারেননি ।
ঐ সময়ে নবীজীর নিকট ওহী নাযিল হচ্ছিল ।সূর্য অস্তমিত হয়ে গেল । হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যথাসময়ে নামায না পড়তে পাড়ায় অস্থিরতা বোধ করছিলেন । নুর নবী হযরত মোহাম্মাদ মস্তুফা সা হজরত আলী রা আনহুর অস্থিরতা লক্ষ্য করে প্রশ্ন করলেন তুমি কি নামাযের জন্য অস্থিরতা বোধ করছ ।
আলী বলল ইয়া রাছুলুল্লাহ সূর্য তো ডুবে গেল ।।
নবীজী তৎক্ষণাৎ শাহাদাৎ আঙ্গুল মোবারক দ্বারা পশ্চিমের ডুবন্ত
সূর্যকে উদয় হওয়ায় নির্দেশ দিলেন ।।
সূর্য আবার আসরের জায়গায় উদয় হলে হজরত আলী নামায
সেরে নিলেন ।। নামায শেষ হওয়ার সাথে সাথে সূর্য আবার অস্তমিত হল ।।
আল হাদিস ।।
১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
২| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:০৭
ঢাকার কুতুব বলেছেন: হেহ হে হে!
১৬ ই মে, ২০১৪ বিকাল ৫:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ভাই ধর্মের কথা বা হাদিস দলিল নিয়ে অযথা হাসি মস্করা করতে
নেই , শক্ত পাপ হয় ।
৩| ১৩ ই মে, ২০১৪ রাত ১:২৬
জাফরুল মবীন বলেছেন: সুবহানাল্লাহ।ভাই হাদিসের রেফারেন্সটা দিলে খুব ভালো হতো।ধন্যবাদ আপনাকে।
১৪ ই মে, ২০১৪ রাত ১০:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , তিরমিজি শরিফের হাদিস ।
৪| ১৩ ই মে, ২০১৪ সকাল ১০:৩০
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: কুরআনে নবী করিম (সা)কে একজন মানুষ হিসেবেই বলা হয়েছে যিনি খেতেন পড়তেন হাটা চলা করতেন এবং স্বাভাবিক মানুষের মতই মৃত্যু বরন করেছেন। কাজেই এই সব কাহিনীর ভিত্তি কতটুকু পরিস্কার করা দরকার।
১৪ ই মে, ২০১৪ রাত ১০:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ভাই হাদিস কখনও মিথ্যা হয়না , হাদিস পড়ুন ভুল ভাংবে ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ রাত ১১:৪১
ব্যর্থ শাফাত বলেছেন: সুবাহানাললাহ