![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
গাঁয়ের পথে
*************
আমারও মন কভু ভেসে বেড়ায়
গাঁয়ের ঐ মেঠূ শ্যামল ছায়ায়
মাঠে মাঠে কত সবুজ সোনা
শিশুরা ওড়ায় ঘুড়ি নেই মানা
নদীতীরে কাশবন বক উড়ে বেড়ায় ঐ
বনে বনে কত ফুলের মেলা
রুদ্র ছায়া মাখা বহে বেলা
ছুটে কলসি কাঁকে বধু ঘোমটা মাথায় ঐ
১৭ ই মে, ২০১৪ রাত ১২:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
২| ১৭ ই মে, ২০১৪ রাত ১:০৮
এহসান সাবির বলেছেন: ছবিটা আমি ঝাপসা দেখি।
১৭ ই মে, ২০১৪ রাত ৯:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ভালই ছিল ঝাপসা হয়ে গেছে ।। ধন্যবাদ
৩| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
“আমারও মন কভু ভেসে বেড়ায়...”
আমারও...
১৭ ই মে, ২০১৪ রাত ৯:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: মানুষের মন আর আকাশের রঙ আসলেই ভেসে বেড়ায় ।
৪| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
ডি মুন বলেছেন: মাঠে মাঠে সবুজ সোনা
বাহ, ভালো বলেছেন। সবুজই তো একদিন সোনালি বর্ণ ধারণ করে আমাদের তৃপ্ত করে। সবুজই তো সোনা।
তবে কবিতাটা আরেকটু দীর্ঘ হলে আরো সুন্দর হতো
শুভেচ্ছা রইলো
১৭ ই মে, ২০১৪ রাত ৯:২০
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ
৫| ১৮ ই মে, ২০১৪ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: গায়ের কথা পড়লো মনে এই কবিতা পড়ে
গায়ের কথা পরলে মনে মনটা কেমন করে।
১৮ ই মে, ২০১৪ রাত ১১:০০
পরিবেশ বন্ধু বলেছেন: গায়ের কথা পড়লো মনে এই কবিতা পড়ে
গায়ের কথা পরলে মনে মনটা কেমন করে।
তবুও প্রবাসে ভাল থাকা হোক এই দোয়া রাখি
শুভকামনা ।
৬| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:১৬
সঞ্জীবনী বলেছেন:
১৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
৭| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:৩২
অন্ধবিন্দু বলেছেন:
সুন্দর পরিবেশ !
ভালোলাগা জানালাম, পরিবেশ বন্ধু।
২১ শে মে, ২০১৪ রাত ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ অরবিন্ধু শুভেচ্ছা
৮| ২১ শে মে, ২০১৪ রাত ৯:০৮
নাসরীন খান বলেছেন: ভাল হয়েছে তবে অল্প কথায় লেখা।
২১ শে মে, ২০১৪ রাত ১১:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ রাত ১১:৪৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: সুন্দর