![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
একটি লোক সঙ্গীত
*************
আমার প্রাণ ও সোয়ারী
আমার মনের ময়ুরি
তুই বিহনে অন্তর আমার যায় শুন্যতে উড়ি ঐ
সখি যতই দেখি লাগে ভাল
নয়ত দেখি অইথ কালোরে
পরান আমার রয়না ঘরে
উড়ে যে গগন জুড়ি ঐ
সখি ভাবি তোমায় কতই আপন
তাইত দেখি কতই স্বপনরে
রাখিলাম যতন ও করে
তুমি আসবে আমার বাড়ী ঐ
সখি এত যে তোমায় ভালবাসি
মুখে ভরা মিস্ট হাসিরে
তাই করিলে মোরে উদাসী
মাসুদ কিনিবে লাল শাড়ি ঐ
মাসুদ রানা / কবি
১/৬/২০১৪ ং শুক্রবার , রাত ১১ ঘটিকা ।।
মিরপুর ঢাকা ১২১৬ ।।
৩১ শে মে, ২০১৪ রাত ১২:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কমেন্টে , ভাল থাকবেন ।
২| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫৪
পংবাড়ী বলেছেন: শ্যাম আর বৃন্দাবন নেই; এটা ব্লগ
৩১ শে মে, ২০১৪ ভোর ৬:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: শ্যাম আর বৃন্দাবন কি বাস্তবে থাকে না ব্লগে সে উত্তর আমার জানা নাই , তবুও কমেন্ট করা এবং পড়ার জন্য ধন্যবাদ ।
৩| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমে পরলে তো উদাসী হবেই।দারুন উপলব্ধি ।
৩১ শে মে, ২০১৪ সকাল ১১:০২
পরিবেশ বন্ধু বলেছেন: প্রেম একসময় ছিল , এখন ও আছে , শুধুই উদাসি ভাব কেন জানি
কাটেনি । কমেন্টে ধন্যবাদ প্রিয় বন্ধু ।
৪| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৫১
এহসান সাবির বলেছেন: গান নাকি এটা?
৩১ শে মে, ২০১৪ দুপুর ১:১২
পরিবেশ বন্ধু বলেছেন: হ বন্ধু পল্লী গীতি , আমি ইতিমধ্য এ ধরনের অনেকগুলু গান রচনা করেছি , মন্তব্য শুভেচ্ছা ।
৫| ৩১ শে মে, ২০১৪ রাত ৮:১৬
ডি মুন বলেছেন: সখি ভাবি তোমায় কতই আপন
তাইত দেখি কতই স্বপনরে
রাখিলাম যতন ও করে
তুমি আসবে আমার বাড়ী
৩১ শে মে, ২০১৪ রাত ৮:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু ,
সখির সাথে হৃদয়ের ঠানে
সুর ভেসে উটে ক্ষনে ।
শুভেচ্ছা ।।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৩
বংশী নদীর পাড়ে বলেছেন: চমৎকার রচনা।