![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
একটি চিঠি ,
প্রিয়তম হে
তুমি হীনা হৃদয় মোর খাঁ খাঁ বালুচর
মেঠূ পথে রাত জাগা একাকি প্রহর
তুমি নেই পাশে তাই
মনে হয় কিছুই নাই
বেদনার নীলাকাশে ফুটে মিশ্র জ্বালা
দিন শেষে পাঠে বসে জীবনের বেলা ।।
প্রিয়তম হে
এসেছিলে যদি ফুল হয়ে হৃদয় কাননে
আজ কেন শুধু মরুভূমি ধু ধু সিক্তমনে
ছিল মুখে নম্রতা সহাস্য লাজ
নয়ন ভরা ছিল মায়াবি সাজ
সেই সে কবে কথা কলি বলে গেলে
ভালবাসি , ভুলবনা প্রিয় রাখবে এ দিলে ।।
প্রিয়তম হে
আজ তুমি ভাসায়ে এই জীবনের চড়ে
মেতেছ নতুন খেলায় আছ কোথা পড়ে
জানিনে সব থাক অজানা
চূর্ণ হতে পারে হৃদয়বীণা
মন যদি চায় খুজে এস বারবার
এখনও খোলা আছে ভালবাসার দোয়ার ।।
০২ রা জুন, ২০১৪ রাত ১:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: যারা ভাল মনের মানুষ ভাললাগা তাদেরই হয় , কমেন্টে ধন্যবাদ ।
২| ০২ রা জুন, ২০১৪ রাত ১:৪২
কবি কালিদাশ বলেছেন: অসাধারন কবিতা পরিবেশ বন্ধু ভাই। আরো খুশি হলাম, আমার পছন্দের আরো একজন কবি অনিন্দ অন্তর অপু সামুতে আছেন দেখে।
০২ রা জুন, ২০১৪ সকাল ৭:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , সুন্দর কমেন্টের জন্য শুভেচ্ছা ।।
৩| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতা পাঠে মুগ্ধতা।
০২ রা জুন, ২০১৪ রাত ১১:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু নিকে আবারও আমন্ত্রন রইল ।।
৪| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৫২
মামুন রশিদ বলেছেন: কবিতা পাঠে বেদনায় নীল হয়ে গেলুম!
০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: রূপক শব্দ নীল
সাফ থাকলে দিল
খেতে হয়না কিল ।
মন্তব্য ধন্যবাদ বেয়াই , ভালথাকার জন্য শুভকামনা ।।
৫| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:৪৬
মোঃ শরিফুল ইসলাম বলেছেন: কবিতা পাঠে বিমুগ্ধ হলাম কবি!
০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন সব সময় ।
৬| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১:৩৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মোটের উপর কবিতা ভালো লেগেছে ! ++
কিছু জায়গায় সব্দের ব্যবহার ঠিক যথার্থ মনে হয়নি !
বোল্ড করা শব্দগুলি খেয়াল করুন ।
বেদনার নীলাকাশে ফুটে মিশ্র জ্বালা
দিন শেষে পাঠে বসে জীবনের বেলা ।।
যেহেতু নীলাকাশ ব্যবহার করেছেন তাই
দিনের বেলা চাঁদ তারার রুপক এখানে আসছে না !
অথবা
আজ তুমি ভাসায়ে এই জীবনের চড়ে
চরে কি ভাসানো যায় ! (চড় বানান চর)
জীবনের চরে ফেলে দেওয়া যায় অথবা
জীবনের নদীতে চর ভেসে উঠতে পারে !
অনেক ভালো থাকুন প্রিয় " পরিবেশ বন্ধু" ।
০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: রূপক শব্দ লেখকের কল্পনা মাত্র সেটা দিন রাত্রি বাধা ধরা নিয়ম
বাংলা সাহিত্য কোথাও খুজে পাওয়া যাবেনা ।
আর সবচাইতে বড় বিষয় হল একজন লেখক তার লেখা ভাবার্থ
কিভাবে প্রয়োগ করে অন্যজনের জন্য হবে তা কঠিন সেটাই স্বাভাবিক ।।
সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ
ভাল থাকবেন সব সময় ।।
৭| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২৭
আমি স্বর্নলতা বলেছেন: মন যদি চায় খুজে এস বারবার
এখনও খোলা আছে ভালবাসার দোয়ার ।।
সুন্দর হয়েছে।
০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ রাত ১২:২৫
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ভালো লাগা কবি