![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
নুর নবী হযরত মোহাম্মদ সা , এর ভবিষ্যৎ বানী
*********
নবী পাক সাল্লাল্লাহু আ ফরমান কিয়ামতের লক্ষন জানিবে
এমন যে মানুষ আল্লাহকে ভুলে দুনিয়াবি ধন সম্পদের মোহে ছুটবে । নারী বেপরদা হবে এবং পুরুষের উপর বলদকারি ও রাজত্ব করবে । মসজিদ তীর্থস্থান সুন্দর হবে এবাদত কারি কমে যাবে ।
মানুষের মধ্য হিংসা হানহানি বাড়বে খাদ্য উৎপাদন কমে যাবে ।
আলেমগন প্রতারিত হবে জিনা ব্যবিচার বেড়ে যাবে । মুসলমানগণ
নিজেদের মধ্য মতানৈক্য হবে এবং বেদীন মুশ্রেকদের নিকট অত্যাচারিত হবে । সম্পদ লোভীদের রোষানলে ফোরাত কুল লালে
লাল হবে । মুসলিম বেদিন অন্যায় যুদ্ধে প্রান হারাবে ।দুনিয়া থেকে রহমত এবং মায়া মমতা উটে যাবে ।
সেদিন
ইমানদার গনের জন্য কটিন পরীক্ষা । কেহ কেহ গভীর সত্যকে
অস্বীকার করবে । জানিও সেই যুগ অন্ধকার যুগের চাইতেও হবে ভয়াবহ এবং কাল কিয়ামত হবে সন্নিকটে ।।
আলহাদিস
**********
এস সত্যকে লালন করে মুক্তির ঝাণ্ডা ওড়াই
মেনে চলি কোরআন ও হাদিস
ঈমানের রজ্জু শক্ত করে ওড়াই ইসলামের নিশান
অবশ্যই মিলবে সহজ সরল পথের দিস ।
এস পাপের পথ করে পরিহার আত্মসুদ্ধি হই
পুন্যতে ভরে যাবে জীবনের রথ
ইসলামের সওঘাত লয়ে এস হে পথিক
দূর করি অন্ধকার , চিনে লই জান্নাতি পথ ।।
০৩ রা জুন, ২০১৪ রাত ১০:২২
পরিবেশ বন্ধু বলেছেন: একটি কথা সত্য যে , বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের
চাইতেও পবিত্র , আলহাদিস ।।
ধন্যবাদ
২| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৩৪
রাতুল_শাহ বলেছেন: সকল বাণী সত্য ।
০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: চিরন্তন সত্য বানী যারা মেনে চলে তারাই সফলকাম । ধন্যবাদ কমেন্টে , ভাল থাকবেন ।।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৪ রাত ১০:১৯
পংবাড়ী বলেছেন: উনার আরো ভবিষ্যত বাণী ছিল যে, অনেকে ইডিওটিক কবিতা লিখবে কেয়ামতের আগে